পোস্ট লিখে হাই কোয়ালিটির ব্যাকলিংক নেওয়া কয়েকটি বেস্ট ওয়েবসাইট ২০২২

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরো একটি নতুন টপিক নিয়ে লিখতে বসেছি কীভাবে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক নিবেন অন্যের ওয়েবসাইট থেকে এবং ব্যাকলিংক নেওয়ার কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট। আমরা সবাই জানি আমাদের ওয়েবসাইট গুগল সার্চে টপে রাখার জন্য ব্যাকলিংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটকে গুগল সার্চে টপ রেংকিংয়ে আনতে চান তবে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করবেন। 
ব্যাকলিংক নেয়ার কয়েকটি বিশ্বস্ত ওয়েবসাইট
পোস্টের থাম্বনেইল 

 কীভাবে হাই কোয়ালিটির ব্যাকলিংক নিবেন এবং কীভাবেন নিবেন সেটি নিয়েই আমার আজকের বিস্তারিত পোস্ট। এই পোস্টে আমি আপনাদের ব্যাকলিংক সম্পর্কে কুটিনাটি বোঝাতে চেষ্টা করবো এবং আপনারাও বিস্তারিত জানতে পোস্টটি না টেনে ধীরে ধীরে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ব্যাকলিংক কী?

ব্যাকলিংক হচ্ছে অন্যের ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের লিংক প্রকাশ করা। আপনি যদি অন্যের ব্লগে নিজের ব্লগের লিংক শেয়ার করেন তবে এটি হবে ব্যাকলিংক এবং এতে আপনি ব্যাকলিংক পাবেন। অপরদিকে যদি কেউ আপনার সাইটে অন্যে কেউ তার নিজের ব্লগের লিংক প্রকাশ করে তবে সে একটি ব্যাকলিংক পাবে।আরো শর্ট করে বলতে গেলে অন্যের ওয়েবসাইটে নিজের ওয়েবসাইট লিংকিং করাকে ব্যাকলিংক বলে।

ব্যাকলিংক কেন প্রয়োজন?

ব্যাকলিংক স্থাপন করা প্রয়োজন কারন ব্যাকলিংক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার ওয়েবসাইটের ব্যাকলিংক বেশি তার ওয়েবসাইট SEO এর জন্য ততবেশি কার্যকরী। আপনি যদি আপনার ওয়েবসাইট গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে টপে আনার জন্য ব্যাকলিংক খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর ব্যাকলিংক হলো একটি অফপেইজ এসইও যেটির নিজের সাইটের বাইরে অন্যকারোর সাইটে থেকে ট্রাফিক আনা। আপনি যদি আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনতে চান তবে ব্যাকলিংক এর কোনো বিকল্প নাই।

কীভাবে হাইকোয়ালিটির ব্যাকলিংক নিবেনঃ

এতক্ষণ তো ব্যাকলিংক সম্পর্কে কিছুনা কিছু জানলেন এবার চলুন দেখে নিই কীভাবে আমাদের ওয়েবসাইটের জন্য হাইকোয়ালিটির ব্যাকলিংক তৈরি করবেন।

ট্রিকবিডি থেকে ব্যাকলিংকঃ

বন্ধুরা আমি প্রথমে যে ব্যাকলিংক নেওয়ার ওয়েবসাইট সম্পর্কে বলবো সেটি হচ্ছে ট্রিকবিডি ডট কম যেখান থেকে খুব সহজেই আপনি ব্যাকলিংক নিতে পারবেন। ট্রিকবিডিতে আপনি পোস্ট করার মাধ্যমে ব্যাকলিংক নিতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের এসইও স্কোর বাড়াতে পারবেন। হাই কোয়ালিটির ব্যাকলিংক বলতে ডুফলো ব্যাকলিংক এবং যে ব্লগ থেকে ব্যাকলিংক নিবেন ট্রিকবিডি থেকে ট্রিকবিডিতে নিয়মিত প্রায় ৫ থেকে ৮ হাজারের ভিজিটর আসে। আপনি যদি সেই ব্লগ থেকে ব্যাকলিংক নেন তবে সেটি হবে হাই কোয়ালিটির ব্যাকলিংক। কীভাবে নিবেন সেটি হলো ব্লগে পোস্ট লিখার মাধ্যমে আপনি প্রতি পোস্টে ২টি করে ডুফলো ব্যাকলিক নিতে পারবেন। আর সেই ওয়েবসাইটটি হলো ট্রিকবিডি ডট কম যেখানে আপনি পোস্ট লিখে ব্যাকলিংক নিতে পারবেন এবং পোস্ট লিখার পাশাপাশি আপনি প্রতি পোস্টের জন্য কিছু পরিমানে টাকাও পাবেন। আপনারা হয়তো সবাই পোস্ট লিখতে জানেন নিশ্চয়ই কীভাবে পোস্ট লিখতে হয়। আপনি ট্রিকবিডিতে টেকনোলজি বিষয়ক পোস্ট লিখে ব্যাকলিংক নিতে পারবেন এবং বিশাল পরিমানে ট্রাফিক আপনার সাইটে আনতে পারবেন।

কোরা থেকে ব্যাকলিংকঃ

আপনি যদি আরো বেশি ব্যাকলিংক নিতে চান বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাহলে আপনি কোরা থেকে নিতে পারবেন। কোরা মানুষ বিভিন্ন বিষয়ে জানার জন্য প্রতিদিন অনেকে প্রশ্ন করে থাকে এবং অনেক মানুষ সেই প্রশ্নের উত্তর দিয়ে ব্যাকলিংক নিয়ে থাকে। আপনিও যতি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাকলিংক নিতে চান তবে আপনি কোরা থেকে স্টং ব্যাকলিংক নিতে পারবেন। আপনি কোরাতে কোনো প্রশ্নের উত্তর দিলেন এবং এই প্রশ্নের সাথে সম্পর্কিত আর্টিকেল আপনার ব্লগে যদি থাকে তাহলে আপনি এই পোস্টের লিংকটি কোরাতে উত্তরের মাধ্যমে দিয়ে আপনি ব্যাকলিংক নিতে পারেন।

আমাদের ব্লগে লিখে ব্যাকলিংকঃ

আপনি যদি ইচ্ছে করেন আমাদের ব্লগ থেকে ব্যাকলিংক নিবরন তবে নিতে পারবেন আমার ব্লগে পোস্ট লিখে। আমরা ইউজার পোস্টিং এর সিস্টেম রেখেছি যেখান থেকে আপনি আপনার ব্লগের জন্য ব্যাকলিংক নিতে পারেন। আপনি বিভিন্ন টেকনোলজি বিষয়ক পোস্ট আমাদের ওয়েবসাইটে প্রকাম করে সেই পোস্টের শেষে আপনার সাইটের লিংক দিয়ে ব্যাকলিংক নিতে পারেন। আমাদের ব্লগে কীভাবে ব্যাকলিংক নিবেন সেটি জানতে এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। এডমিনের সাথে যোগাযোগ করতে Contact Us পেইজে গিয়ে ম্যাসেজ দিতে পারেন। বন্ধুরা আজকের পোস্টের বিষয়টি আপনারা কটটুকু বোঝেছেন সেটি জানিনা তবে উপরে উল্লেখিত সাইট গুলো থেকে আপনি হাই কোয়ালিটির ব্যাকলিংক নিতে পারেন। আপনার কাছে যদি পোস্টটি সম্পূর্ণ ভালো লাগে তবে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form