বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে, মিনিট কিনার উপায়

বাংলালিংক সিমের মিনিট কিনে কীভাবে সেটি আমি আজকের পোস্টে দেখাবো। আপনারা যারা বাংলালিংক গ্রাহক নতুন নতুন বাংলালিংক সিম কিনেছেন তারা জানেন না কীভাবে বাংলালিংক সিমে মিনিট কিনে সেটি। তাই আপনাদের জন্য আজকে আমার এই পোস্ট।
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

বাংলালিংক সিম এটি বাংলাদেশের একটি জনপ্রিয় সিম কোম্পানি এটি বাংলাদেশে একটানা ৪ বার ওকলা স্পিড টেস্টে প্রথম হয়েছে। বাংলালিংক শুধু ইন্টারনেটের জন্যই বাংলালিংকে কেনা যায় অল্পটাকায় বেশি মিনিট। আপনি মিনিট কিনবেন কারন মিনিট ছাড়া কোথাও কথা বললে মিনিটের চেয়ে বেশি টাকা কেটে নিয়ে যায়। যদি আপনি মিনিট কিনেন তবে আপনার কিছুটা টাকা হয়তো বাচবে। আপনি এই মিনিট কিনে দেশের যেকোনো সিমের সাথে কথা বলতে পারবেন। আজকের মুল টপিকটি হচ্ছে কীভাবে বাংলালিংক সিমে মিনিট কিনবেন। আপনি বাংলালিংক সিমে মিনিট কিনতে পারবেন ২ টি উপায়ে একটি USSD কোড ডায়াল করে অপরটি MYBL অ্যাপ দিয়ে। আমি আপনাদের দুইটি উপায়েই মিনিট কিনে দেখাবো।

কোড ডায়াল করে মিনিট কিনার উপায়ঃ

আপনার কাছে যদি বাটন ফোন থাকে তাহলে আপনি কোড ডায়াল করে মিনিট কিনতে পারবেন। বাটন ফোনে কোড ডায়াল করে মিনিট কিনার উপায় দেখাবো। বাটনফোনে মিনিট কিনতে প্রথমে আপনি ডায়াল করুন *121*4#
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে
ডায়াল পেডে যান

ডায়াল করার পর এখানে আপনি বিভিন্ন মিনিটের অফার দেখতে পাবেন
বাংলালিংক সিমের মিনিট অফারের লিষ্ট

এখান থেকে আপনি আটনার পচন্দমতো মিনিটটি কিনতে মিনিটের সারি নম্বরটি দিবেন। তারপর আরো একটি অপশন আসবে এখানে ১ প্রেস করে কিনে ফেলুন।
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

অ্যাপ দিয়ে মিনিট কিনার উপায়ঃ

আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি অ্যাপ থেকে মিনিট কিনতে পারবেন। অ্যাপ থেকে মিনিট কিনার সুবিধা হচ্ছে অ্যাপ থেকে মিনিট কিনলে পযেন্ট বোনাস পাওয়া যায় এবং নেই পয়েন্ট দিয়ে পরবর্তীতে অফার কিনা যায ফ্রিতে। আপনি যদি অ্যাপ দিয়ে মিনিট কিনতে চান তবে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ 
ধাপ-১> প্রথমে আপনি আপনার MYBL অ্যাপে লগইন করুন।
  ধাপ-২> এবার অ্যাপে একেবারে ডারপাশে দেখুন Menu নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করুন। 
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

ধাপ-৩> এবার দেখুন Minute pack নামে একটা অপশন আছে এখন এটাতে ক্লিক করুন।
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

 
ধাপ-৪> আপনি এখন যে প্যাকটা কিনতে চান সেটিতে ক্লিক করুন।
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

 
ধাপ-৫> এবার কিনা নিশ্চিত করতে Buy তে ক্লিক করুন। 
বাংলালিংক সিমে মিনিট কিনে কিভাবে

আপনার ফোনে যদি টাকা না থাকে তাহলে আপনি অ্যাপথেকে টাকা রিচার্জ করে কিনতে পারবেন। 

 উপরে আমি আপনাদেরকে ২ টি উপায় বাংলালিংক সিমে মিনিট কিনার উপায় দেখাইলাম। আপনারা উপরের নিয়ম অনুসারে খুব সহজেই মিনিট কিনতে পারবেন। তো বন্ধুরা পোস্টটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form