গ্রামীণফোনে ২ টাকায় এসএমএস কেনার কোড ২০২২। বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে গ্রামীণফোনে মাত্র ২ টাকা দিয়ে এসএমএস কিনবেন। এখানে হয়তো অনেকেই আছেন যারা গ্রামীণফোনে Sms কেনার পদ্ধতি জানেন না তাই আমি আজকে আপনাদের জন্য এই পোস্টটি করতেছি। আপনারা হয়তো অন্যান্য সিমে ম্যাসেজ কিনে থাকেন যেগুলোতে ম্যাসেজ কিনতে অনেক টাকা লেগে যায কিন্তু গ্রামীণফোনে আপনারা কম টাকা দিয়ে অনেক ম্যাসেজ কিনতে পারবেন।
২ টাকায় ২৭ এসএমএস কেনার কোড
আপনারা গ্রামীণফোনে মাত্র ২ টাকা দিয়ে কিনতে পারবেন ২৭ টা এসএমএস। বর্তমানে ইন্টারনেট ভিত্তিক নানা ধরনের এসএমএস সেন্ডার অ্যাড থাকলেও বাটন ফোনে হয়তো এসব সিস্টেম নাই। বাটন ফোন ব্যবহারকারীদের সিমে টাকা দিয়ে এসএমএস কিনে ব্যবহার করতে হয় এবং কীভাবে কিনতে হয় সেটি অনেকেই হয়তো জানেন না। বাটন ফোনে কম টাকায় এসএমএস কিনতে পারবেন আপনারা এবং ২ টাকায় ২৭ এসএমএস এই প্যাকটি উপভোগ করতে পারবেন। এই ম্যাসেজ এর মেয়াদ থাকবে ৩ দিন এবং এই এসএমএস শুধুমাত্র জিপি টু অন্যান্য অপারেটরে নাম্বারে সেন্ড করা যাবে। কিনতে আপনি প্রথমে ডায়াল প্যাডে চরে যান এবং ডাযাল করুন *121*1015*2# এই কোডটি ডায়াল করে আপনি ২ টাকায় ২৭ sms একটিব করতে পারবেন। এই sms এর মেয়াদ থাকবে ৩ দিন এই অফারটি পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকগন উপভোগ করতে পারবে। এই অফারটি একজন গ্রাহক যতখুশি ততবার নিতে পারবেন এবং মাই জিপি অ্যাপ থেকে নিলে পাচ্ছেন আরো কিছু পয়েন্ট বোনাস।৭ টাকায় ১০০ এসএমএস কেনার কোড
আপনি শুধু ২ টাকায় নয় বরং আপনি ৭ টাকায় ১০০ এসএমএস কিনতে পারবেন। এই ৭ টাকায় ১০০ sms এর মেয়াদ থাকবে ৪ দিন এই অফারটি পোস্ট পেইড ও প্রি পেইড গ্রাহকগন কিনতে পারবেন। এই প্যাকটি শুধুমাত্র জিপি টু জিপি নাম্বারগুলোতেই সেন্ড করা যাবে। ৭ টাকায় ১০০ এসএমএস কিনতে ডায়াল করুন *121*1015*1#। বন্ধুরা আপনারা যারা জানেন না কীভাবে এসএমএস কিনতে হয় তারা এই পোস্টটি পড়ে মনে হয় জানতে পেরেছেন কীভাবে sms কিনতে হয়। এই পোস্টে আমি আপনাদের দেখাতে চেস্টা করেছি ২ টাকায় ২৭ এসএমএস কেনার কোড এবং ৭ টাকায় ১০০ এসএমএস কেনার কোড এবং এইগুলোর মেয়াদ কত দিন। আপনারা যারা এন্ড্রয়েড ব্যবহারকারী আছেন তারা sms কেনার জন্য mygp অ্যাপ ভিজিট করতে পারেন কারন অ্যাপে নানান ধরনের আকর্ষণীয় অফার থাকে।
Tags
Telecom