আসসালামু আলাইকুম, ব্লগার বন্ধুরা আমি আজকে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই পোস্টটি মুলত ব্লগারের বেসিক এসইও SEO সেটিং নিয়ে যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই আছেন যারা নতুন ব্লগারে ব্লগিং শুরু করেছেন কিন্তু কীভাবে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটকে এসইও করবেন সেটি জানেন না। তাই আমি নতুনদের জন্য এই পোস্টটি করেছি এটিতে দেখাবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে এসইও করবেন।
এই পোস্টে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কী করবেন সেটি দেখাবো এবং স্ক্রিনশট দিয়ে বোঝিয়ে দিবো।
এসইও এর সেটিংসগুলো আমাদের ব্লগারের সেটিংস থেকে করতে হবে। এবার স্ক্রুলকরে নিচে নামতে থাকেন এবার দেখুন এখানে
Meta Tags: নামে একটি সেকশন আছে এখানে দেখুন Enable Search Description নামে একটি অপশন আছে।
এটিকে অন করে দিন এবং এই বক্সে আপনি যে বিষয়ে ব্লগিং করেন সেইটি নিয়ে সংক্ষিপ্ত আকারে একটি বর্ননা লিখুন। বর্ননাটি আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং ১৫০ অক্ষরের মাধ্যে লিখতে হবে। কীভাবে লিখবেন সেটির আপনি আপনার ব্লগের কিওয়ার্ডের উপর ভিত্তি লিখবেন এটিই এসইওদর খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তারপর দেখুন
Crawlers and indexing নামে আরো একটি সেকশন আছে এই সেকশনটিও গুরুত্বপূর্ণ। এই সেকশনে দেখুন Enable Custom Robots txt নামে একটি অপশন আছে আপনাকে এই অফশনটি চালু করতে হবে।
এটিকে চালু করে কাষ্টমভাবে আমরা একটি রোবট কোড বসাবো যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা এই অংশটি খুবই সাবধানতার সাথে কাজগুরো করবেন যদি কোথাও যদি ভুল করেন তবে আপনার সাইট সার্চ ইঞ্জিনগুলো থেকে ব্লক খেয়ে ফেলতে পারে। এই রোবট টেক্সট অংশটিই গুগলকে দিকনির্দেশনা দেয় আপনার সাইটের কোন অংশ ইন্ডেক্সিং করতে হবে এবং কোনো অংশ ইন্ডেস্ক করা যাবে না। আমি নিচে কাষ্টম রোবট কোড দিচ্ছি এটি আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তবেই কাজ শেষ।
Enable custom header robots tag এটিকে অন করে দিবেন।
এবার দেখুন ৩ টি অপশন চালু হয়েছে যেগুলো হচ্ছেঃ
এবার আসুন Search and archive tag এটিতেও ক্লিক করুন এবং অনেকগুলো অপশন থেকে আপনি মাত্র noindex এবং noodp দুইটি চালু করবেন।
তারপর আসুন Post and page tag এ এবং এটির উপর ক্লিক করুন। তারপর অনেকগুলো অপশন পাবেন এগুলো থেকে মাত্র অনকরবেন হচ্ছে ২টি অপশন। এই অপশনটিই হচ্ছে গুরুত্বপূর্ণ এটিকে ভুলভাবে ঠিক দিলে পোস্ট হয়তো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে না তাই সঠিকভাবে অন করবেন। সঠিক ভাবে অন করতে আপনি মাত্র ২ টি অপশন অন করুন All এবং Noodp এই দুইটি অন করে সেভ দিন।
ব্যাস আপনার কাজ প্রায় শেষ এবার হচ্ছে আপনার ব্লগটি গুগল সার্চ কন্সোলে সাবমিট করতে হবে। কীভাবে সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন সেটি হয়তো আপনি জানেন তাই এটি নিয়ে বিস্তারিত বললাম না। আপনার সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট সফল হলে আপনাকে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে হবে। বন্ধুরা আপনারা হয়তো এই পোস্টটির পুরো বিষয়বস্তু বোঝদে পেরেছেন। পোস্টটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি আপনার বস্ধুদের সাথে শেষার করো। ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আগামী পোস্টে আরো ভালো বিষয় নিয়ে আসার চেষ্টা করবো।
নতুনদের জন্য ব্লগার এসইও সেটিংস |
এই পোস্টে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কী করবেন সেটি দেখাবো এবং স্ক্রিনশট দিয়ে বোঝিয়ে দিবো।
কেন ব্লগারে SEO সেটিংস গুলো গুরুত্বপূর্ণঃ
ব্লগারে এই সেটিংসগুলো গুরুত্বপূর্ণ হওয়ার মুল কারন হচ্ছে এই সেটিংস গুলো ছাড়া আপনার ব্লগার সাইটের অনপেইজ এসইও শক্তিশালী হবেনা তাই যদি অনপেইজ এসইও শক্তিশালী করতে চান তবে আপনাকে অবশ্যই এই সেটিংসগুলো চালু করতে হবে। আর এসইও ছাড়াতো ব্লগের পোস্ট কোনো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে না তাই সাইটের পোস্ট দ্রুত ইনডেক্স করাতে আপনাকে এসইও করতে হবে।কীভাবে এসইও সেটিংসগুলো করবেনঃ
আমি আপনাদেরকে ব্লগারে এসইও সেটিংসগুলো স্টেপ বাি স্টেপ স্ক্রিনশট সহকারে দেখাবো। তো চলুন শুরু করা যাক--> SEO সেটিংসগুলো অন করতে প্রথমে আপনি আপনার ব্লগার ড্যাসবোর্ডে লগইন করুন। লগইন করা হলে আপনি আপনার ব্লগারের ম্যানুবার থেকে সেটিংসে চলে যাবেন।এসইও এর সেটিংসগুলো আমাদের ব্লগারের সেটিংস থেকে করতে হবে। এবার স্ক্রুলকরে নিচে নামতে থাকেন এবার দেখুন এখানে
Meta Tags: নামে একটি সেকশন আছে এখানে দেখুন Enable Search Description নামে একটি অপশন আছে।
এটিকে অন করে দিন এবং এই বক্সে আপনি যে বিষয়ে ব্লগিং করেন সেইটি নিয়ে সংক্ষিপ্ত আকারে একটি বর্ননা লিখুন। বর্ননাটি আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং ১৫০ অক্ষরের মাধ্যে লিখতে হবে। কীভাবে লিখবেন সেটির আপনি আপনার ব্লগের কিওয়ার্ডের উপর ভিত্তি লিখবেন এটিই এসইওদর খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তারপর দেখুন
Crawlers and indexing নামে আরো একটি সেকশন আছে এই সেকশনটিও গুরুত্বপূর্ণ। এই সেকশনে দেখুন Enable Custom Robots txt নামে একটি অপশন আছে আপনাকে এই অফশনটি চালু করতে হবে।
এটিকে চালু করে কাষ্টমভাবে আমরা একটি রোবট কোড বসাবো যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা এই অংশটি খুবই সাবধানতার সাথে কাজগুরো করবেন যদি কোথাও যদি ভুল করেন তবে আপনার সাইট সার্চ ইঞ্জিনগুলো থেকে ব্লক খেয়ে ফেলতে পারে। এই রোবট টেক্সট অংশটিই গুগলকে দিকনির্দেশনা দেয় আপনার সাইটের কোন অংশ ইন্ডেক্সিং করতে হবে এবং কোনো অংশ ইন্ডেস্ক করা যাবে না। আমি নিচে কাষ্টম রোবট কোড দিচ্ছি এটি আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তবেই কাজ শেষ।
User-agent: *তারপর নিচে আসুন এবং এখানে দেখুন
Disallow: /search
Disallow: /category/
Disallow: /label/
Allow: /
Sitemap: https://www.trickjanbo.xyz/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
Enable custom header robots tag এটিকে অন করে দিবেন।
এবার দেখুন ৩ টি অপশন চালু হয়েছে যেগুলো হচ্ছেঃ
- Homepage tag
- Search and archive page tag
- Post and page tag
এবার আসুন Search and archive tag এটিতেও ক্লিক করুন এবং অনেকগুলো অপশন থেকে আপনি মাত্র noindex এবং noodp দুইটি চালু করবেন।
তারপর আসুন Post and page tag এ এবং এটির উপর ক্লিক করুন। তারপর অনেকগুলো অপশন পাবেন এগুলো থেকে মাত্র অনকরবেন হচ্ছে ২টি অপশন। এই অপশনটিই হচ্ছে গুরুত্বপূর্ণ এটিকে ভুলভাবে ঠিক দিলে পোস্ট হয়তো সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে না তাই সঠিকভাবে অন করবেন। সঠিক ভাবে অন করতে আপনি মাত্র ২ টি অপশন অন করুন All এবং Noodp এই দুইটি অন করে সেভ দিন।
ব্যাস আপনার কাজ প্রায় শেষ এবার হচ্ছে আপনার ব্লগটি গুগল সার্চ কন্সোলে সাবমিট করতে হবে। কীভাবে সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন সেটি হয়তো আপনি জানেন তাই এটি নিয়ে বিস্তারিত বললাম না। আপনার সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট সফল হলে আপনাকে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে হবে। বন্ধুরা আপনারা হয়তো এই পোস্টটির পুরো বিষয়বস্তু বোঝদে পেরেছেন। পোস্টটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি আপনার বস্ধুদের সাথে শেষার করো। ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আগামী পোস্টে আরো ভালো বিষয় নিয়ে আসার চেষ্টা করবো।