এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট।

আসসালামু আলাইকুম trickbd বাশি।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভাল আছেন। আজকে একটু অন্য টপিক নিয়ে আসলাম।

ইদানিং গুগল মেসেজ টিম কঠোর পরিশ্রম করছে। কারণ এই কয়দিনের ভিতরে এখানে বেশ কিছু নতুন ফিউচার  যুক্ত করেছে। এখন আপনারা এটি শুধুমাত্র সাধারণ মেসেজ করার কাজে নয়, অনলাইনে মেসেজ করার মত সুবিধা পাবেন। যেমন :

  • 1. Gif
  • 2. স্টিকার
  • 3. লোকেশন
  • 4. কন্টাক্ট
  • 5. যেকোনো প্রকার ডকুমেন্ট
  • 6. এমনকি আপনি ভয়েস মেসেজ দিতে পারবেন।
  • 7. এছাড়াও আছে স্মার্ট রিপ্লাই।
  • 8. স্ট্যাম্প প্রটেক্ট, এটাও অনেক শক্তিশালী।

আর এগুলো সব ফিউচার পেতে হলে আপনাকে এখনই অ্যাপ আপডেট দিতে হবে। আর এই ফিউচারগুলো পেতে হলে গুগল মেসেজ থাকা লাগবে। সাধারণত বর্তমানে সব ফোনেই এটি ডিফল্টভাবে দেওয়া থাকে। তবুও যদি আপনার না থাকে তাহলে ডাউনলোড করে নিন। আর যদি থাকে তাহলে আপডেট করে নিন। নিচে লিংক দিলাম :

Link: Click here

এগুলো শহ আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন। নিচে স্ক্রিনশট দিলাম :

যেকোনো এপ্স মোড রিকোয়েস্ট এবং ওয়াইফাই স্পিড বাইপাস ভিপিএন পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন। Link: Click here

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন,  সুস্থ থাকুন, trickbd এর সাথে থাকুন।

The post এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট। appeared first on Trickbd.com.

 এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Previous Post Next Post

Contact Form