মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

আমরা ছোট বড় সবাই চাই মোবাইল দিয়ে ইনকাম করতে আর ইনকাম করার জন্য বেচে নিই বিভিন্ন পদ্ধিতি।আপনি যদি সত্যি সত্যি সারাজীবন টাকা ইনকাম করতে চান তাহলে করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]
মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

আপনারা সবাই নিশ্চয় অ্যাডমোব এর নাম শুনেছেন অ্যাডমোব হচ্ছে গুগল এর একটি বিজ্ঞাপন সংস্থা যেটি অ্যান্ড্রয়েড অ্যাপে অ্যাড বসাতে ব্যবহারিত হয়।

আপনি এই অ্যাড আপনার অ্যাপে বসালে আপনিও ভালোমানের টাকা ইনকাম করতে পারবেন।আপনার অ্যাপটি যদি আপনি পরিচিত করতে পারেন তাহলে লোকেরা আপনার অ্যাপ ব্যবহার করবে আর আপনার টাকা ইনকাম হবে।

অনেকেই আছেন যারা কম্পিউটার দিয়ে অ্যাপ বানিয়ে থাকেন কিন্তু যাদের কম্পিউটার নেই তারা অ্যাপ বানাতে পারে না।

আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে অ্যাডমোব অ্যাড বসিয়ে অ্যাপ বানাবেন।আসলে এই অ্যাপ বানানোটা হচ্ছে অটোমেটিক ভাবে তৈরি এটির জন্য আপনাকে কোনো অ্যাপ বানানোর কোড জানতে হবে না।

 অ্যাপ বানাতে আপনার প্রয়োজন হবে-একটি মোবাইল-ইন্টারনেট সংযোগ আর অ্যাডমোব অ্যাড কোড।

 মোবাইল দিয়ে অ্যাডমোব অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর নিয়মঃ

প্রথমে আপনি অ্যাডমোব এ গিয়ে নিজের এটা একাউন্ট করে নিন এবং সেই একাউন্টে আপনি একটি অ্যাপ যুক্ত করুন।

  •  অ্যাপ যুক্ত করার পর আপনি সেই অ্যাপে অ্যাড ইউনিট তৈরি করুন।
  •  আপনি Banner ad এবং inderstial ad unit তৈরি করুন।
  •  এবং অ্যাড ইউনিট গুলো কপি করে নিন।

 এবার এই ওয়েবসাইটে যান এবং একটা একাউন্ট করে নিন।

 তারপর তারপর Create app এ ক্লিক করুন এবং তারপর একটি পেইজ আসবে।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]


 এখানে আপনাকে আপনার অ্যাপের নাম ,অ্যাপের আইকন ও অ্যাপের ডেস্ক্রিপশন দিবেন এবং next এ ক্লিক করবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

 তারপর এখানে আপনাকে অ্যাপের স্টাইল সিলেক্ট করতে হবে এবং আবার next এ ক্লিক করবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

 তারপর এখানে আপনি কোন ধরনের অ্যাপ বানাতে চান সেটি দেখাবে আপনি এখানে web app সিলেক্ট করবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

 তারপর এখানে আপনার ওয়েবসাইটের ইনফরমেশন দিবেন মানে আপনার ওয়েবসাইটের নাম ও URL দিবেন এবং next এ ক্লিক করবেন।

 

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

 তারপর আপনি আপনার App Manager এ যাবেন এবং ads সেকশনে ক্লিক করবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

তারপর এখানে দেখবেন দেখাচ্ছে Admob Banner ads এখানে আপনার ব্যানার অ্যাড কোডটি দিবেন যেটি Admob এ তৈরি করেছিলেন।

তারপর নিচে দেখুন Inderstial ad code এ আপনি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইউনিট বানিয়ে ছিলেন সেটির কোড দিবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

তারপর একেবারে নিচে দেখুন দেওয়া আছে admib ad unit এখানে আপনার অ্যাপ এর ইউনিট কোড দিবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

তারপর save এ ক্লিক করবেন এবং ডাউনলোড এ ক্লিক করে আপনার অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

মোবাইল দিয়ে Admob অ্যাড বসিয়ে অ্যাপ বানানোর উপায় [ফ্রিতে]

এবার ইনস্টল করে দেখুন অ্যাড শো করছে। 

বিঃদ্রঃ আপনার অ্যাপে তখনই অ্যাড শো করবে যখন আপনার এডমোব একাউন্টে পেমেন্ট ইনফরমেশন দিবেন তখন এবং যখন আপনার অ্যাপটি এপ্রুব হবে।  সমস্যা নাই অ্যাপ ২-৩ ঘন্টার মধ্যেই এপ্রুব হয়ে যায়।

বন্ধুরা উপরের নিয়ম অনুসারে আপনি মোবাইল দিয়ে একটি অ্যাপ বানাতে পারবেন।আপনার যদি ইচ্ছে থাকে অ্যাপ থেকে ইনকাম করতে তাহলে উপরের টিউটোরিয়াল দেখে আপনি ইনকাম করতে পারবেন।

অ্যাপ বানানোর পরে একটি জিনিস খেয়াল রাখবেন আপনার অ্যাপে ভিজিটর না থাকলে অ্যাডমোব একাউন্ট ডিজএবল হয়ে যেতে পারে।আমার একাউন্ট ডিজএবল আছে বর্তমানে তাই প্রমান দেখাতে পারছি না।

অ্যাপ বানানোর পরে অ্যাপের অ্যাডে নিজে নিজে ক্লিক করবেন না তাতে আপনার একাউন্ট সাসপেন্ড হতে পারে।তো বন্ধুরা আশা করছি এই পোস্টটি তোমাদের উপকারে আসবে।


Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form