আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সকলে অনেক ভালো আছে।
আমাদের দৈনন্দিন জীবনে যেমন ইন্টারনেট একটি মৌলিক চাহিদায় পরিণত হয়েছে, ঠিক তেমনি আমারা এখন অনেক আপডেট হয়ে গেছি। এখন শুধু চাই স্পীড আর স্পীড। এট্টু দেরি হলে আমাদের এখন সহ্য হয় না। কিন্তু এক সময় ঘন্টার পর ঘন্টা কিছু ডাউনলোড করে বসে থাকতাম। এই সব এখন ভালো লাগে না। দিন দিন যেনো আমরা অলস হয়ে যাচ্ছি।
যাই হোক ট্রিকবিডিতে BDIX bypass নিয়ে কিছু পোস্ট দেখেছি। যে গুলো কিছুটা কার্যকর। অনেকে ট্রাবো ভিপিএন এর মোড শেয়ার করেছেন। কিন্তু এটার আমার তিক্ত অভিজ্ঞতা।
বার বার ডিসকানেক্ট। আবার পান্ডা vpn এখন মোড চলছেই না।
কিন্তু বাংলাদেশ এর তৈরি একটি VPN আছে সেটার কথা আমরা কয়জন জানি। তবে এটায় ও একটি সমস্যা আছে। সেটি হলো, premium প্লান না নিলে বাংলাদেশের সার্ভার কানেক্টেড করতে পারবেন না।
যার ফলে bdix ও বাইপাস হবে না।
কিন্তু আমি সেটার বাইপাস প্রসেস ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো। সে জন্য সম্পূর্ণ পোস্ট ধৈর্য ধরে পরবেন আশা করছি
শুরুতেই একটি সতর্কতাঃ
VPN টির পাসওয়ার্ড আমি ১০০ জন কে মেইল করে দিবো। তাই সকলে পাসওয়ার্ড পাওয়ার জন্য নিজের মেল কমেন্ট করবেন। ১০০ জন পাসওয়ার্ড পাওয়ার পর আর কাউকে দিতে আমি বাধ্য নই।
তো পোস্ট শুরু করা যাক।
প্রথমে টেলিগ্রাম থেকে apps টি ডাউনলোড করে নিন। টেলিগ্রাম এ আপলোড করেছি কারণ মোড গুগল ড্রাইভে আপলোড করলে এট্টু সমস্যা হয়। তাই এট্টু ম্যানেজ করে নিবেন।
ডাউনলোড করুন
এবার zip ফাইল আনলক করার জন্য গুগল প্লেস্টর থেকে Zarchiver apps টি ডাউনলোড করুন।
তারপর মেইল এ পাওয়া পাসওয়ার্ড টি দিয়ে ফাইলটি আনলক করুন।
Lucky Patcher ইনস্টল প্রসেস
১. আনলক করার পর প্রথমে Lucky Patche
apps টি ইনস্টল করুন।
২. apps ওপেন করে নিচের মত আসলে provide লিখায়৷ ক্লিক করুন।
তারপর ফাইল পারমিশন টাও allow করে দিবেন।
৩. এবার Google Play Protect জন্য Yes এ ক্লিক করুন
তারপর সেটিংস থেকে Google play protect off করেন দিন
৪. lucky patcher update চাইলে আপডেট করে নিন।
VPN ইনস্টলেশন প্রসেস
১. zip ফাইল এর ভিতর থেকে এবার Bangla VPN টা ইনস্টল করুন।
২. ওপেন করে next দিয়ে হোম পেজ এ আসুন
৩. হোম পেজ এ আসার পর উপরে ডান পাশে মার্ক করা স্থানে ক্লিক করুন।
৪. এবার Yearly সিলেক্ট করে Subscribe করুন।
৫. Subscribe লিখায় ক্লিক করলে নিচের মত আসলে Yes দিন
৬. তার পর Boom দেখুন জাদু
৭. এবার হোম পেজ এ এসে ভিপিএন কানেক্ট থেকে pro সার্ভার থেকে বাংলাদেশ এর যে কোন সার্ভার সিলেক্ট করুন
৮. কানেন্ট হয়ে গেলে ইচ্ছা মতো ব্রাউজিং করুন।
এটা কি সত্যি বাংলাদেশ এর সার্ভার কিনা চেক করার জন্য VPN connect করে Bkash apps টি ওপেন করুন৷ যদি বিকাশ ওপেন হয় তো বাংলাদেশ। আর এটা 100% Bangladeshi সার্ভার তাতে কোন সন্দেহ নাই।
নিচে আগের ও পরের স্পিড এর পার্থক্য দেখুন৷
তো সকলে ভালো থাকবেন।
কোন সমস্যা হলে ফেসবুক এ জানাবেন FB লিংক
— ধন্যবাদ
The post BDIX Unlimited Speed Bypass করুন ১০০% Working, আর নয় স্লো স্পিড। এখন ডাউনলোড হবে তুফান এর গতিতে,, appeared first on Trickbd.com.