ইউটিউব হোম স্টুডিও বানানো যাবে Ai এর মাধ্যমে।
ফুল প্রসেস আজকের এই পোস্ট আমি আপনাদের দেখাবো। অতিরিক্ত কথা বলতে পারি না। তাই কাজে চলে যাই।
প্রথমত আপনাদের অরিজিনাল ভিডিওর একটা স্ক্রিনশট তুলে নিন। একদম এরকম ভাবে ক্রপ করে এডযাস্ট করে নিন।
এরপর আপনাদের যেতে নিচের এই ওয়েবসাইটটিতে
যাবার পর Upload image এ ক্লিক করুন।
আপনাদের ভিডিওর স্ক্রিনশট টি সিলেক্ট করুন।
এখন যেই জায়গায় বুকশেল্ফ বা যেকোন কিছু আপনি ভিডিওতে যোগ করতে চান সেই জায়গাটা মুছে ফেলুন।
এরপর নিচের বক্সে bookshelf ইত্যাদি লিখে generate এ ক্লিক করুন।
এরপর যেটা পছন্দ হয় সেটা রেখে keep বাটনে ক্লিক করুন
একই প্রসেসে ল্যাম্প
লাগানো হয়ে গেলে ডাউনলোড দিন
ছবিটি এমন হবে
এরপরে vn editor অ্যাপ ওপেন করুন। যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
সেখানে আপনাদের ভিডিও টি Import করুন।
এরপর Photo/video Add এ ক্লিক করুন।
ছবিটাকে ভালো ভাবে ভিডিওর সাথে মিলিয়ে ফিট করে নিন
এরপর mask বাটনে ক্লিক করুন
এবং Mirror বাটনে ২ বার ক্লিক করুন
এখন mirror mask টি ঘুরিয়ে বুকশেল্ফ আর ল্যাম্প এর ছবি রেখে বাকিটুকু বাদ দিয়ে দিন।
হয়ে গেলে টিক চিহ্নে ক্লিক করুন।
প্লে করে দেখুন
ছবিতে লাইট কিভাবে এড করতে হয় ভিডিও তে দেখুন ধন্যবাদ
বুঝতে না পারলে এই ভিডিও টি দেখুন।
এমন আরো ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেল: Hridoymini
ফেইসবুক পেইজ: Hridoymini
ধন্যবাদ
The post (Ai Video Editing) Fake Youtube Studio বানিয়ে ফেলুন Ai দিয়ে। আর চমৎকার ভিডিও তৈরী করুন। appeared first on Trickbd.com.