ফ্রী ইন্টারনেট চালান এখন কম্পিউটারে ঝড়ের গতিতে

বর্তমানে অনেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন বা মোবাইল ফোনে VPN ব্যবহার করছেন । বিভিন্ন কারণে আপনাকে VPN Connect থাকা অবস্থায় কমপিউটারে ইন্টারনেট নেয়ার প্রয়োজন হতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে হটস্পট দিলে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন না ।

আজকে এই সমস্যা সমাধান দিবো । আপনি আমার দেখানো উপায় কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেনঃ

১। HTTP Custom দিয়ে ফ্রী ইন্টারনেট কমপিউটারে ব্যাবহার করতে পারবেন ।

২। মোবাইলে কোনো VPN ব্যবহার করলে সেটা কমপিউটারেও ব্যবহার করতে পারবেন।

চলুন তাহলে শুরু করি।

 

এই কাজের জন্য আপনার একটি APPS এর প্রয়োজন হবে । এর জন্য অনেক APPS আছে কিন্তু সবথেকে ভালো কাজ করে Every Proxy

Every Proxy ডাউনলোড করাতে ক্লিক করুনঃ CLICK HERE

ব্যবহার করা একদম সহজ ।

১। প্রথমে স্বাভাবিক ভাবে আপনি যে VPN ব্যবহার করেন সেটা CONNECT করুন। এবং আপনার ফোনের হটস্পট চালু করুন।

২। Every Proxy APPS এ প্রবেশ করুন ।

৩। আপনার সামনে তিনটি অপশন আসবে । এর মধ্যে HTTP অর্থাৎ প্রথম অপশনটি ON করুন।

৪। আপনার সামনে নিচে SCREENSHOT এর মতো IP Address  এবং PORT নাম্বার আসবে।

৫। তারপর আপনি আপনার কমপিউটারে Search option এ লিখবেন Proxy Setting লিখবেন।

৬। নিচে Manual Proxy Setup অপশনটি ON করে দিন।

৭। আপনার সামনে ২ টি বক্স পাবেন , একটি Proxy Host দেবার জন্য , অন্যটা Port দেবার জন্য।

৮। Every Proxy থেকে data গুলা নিয়ে বসিয়ে save এ ক্লিক করুন ।

আপনার নিজের বানানো একটা proxy server পুরোপুরি প্রস্তুত ।

কোনো সমস্যা হলে অবশ্যই Comment Box এ জানিয়ে যাবেন। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো টিক করার।

ধন্যবাদ সবাইকে।

The post ফ্রী ইন্টারনেট চালান এখন কম্পিউটারে ঝড়ের গতিতে appeared first on Trickbd.com.

 ফ্রী ইন্টারনেট চালান এখন কম্পিউটারে ঝড়ের গতিতে

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form