ব্লগার দিয়ে বানিয়ে ফেলুন Qr Code Generator Website

 

হ্যালো বন্ধুরা! কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন; আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে qr code generator website এর source code share করব ।

এই কোড গুলো কপি করে আপনার ব্লগারে পোস্ট করলেই তৈরি হয়ে যাবে একটা qr code generator website । যার মাধ্যমে আপনি qr code generat করতে পারবেন এবং ডাউনলোড করে সেইভ করে রাখতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্য : এই কোড গুলো কোন জায়গা থেকে কপি করা নয় ।

তাহলে চলুন শুরু করা যাক –

প্রথমে আপনি উপরের লিংকে ক্লিক করে HushBin এ প্রবেশ করুন। তারপর স্ক্রোল ডাউন করে নিচে গিয়ে দেখুন লিখা আছে Your Secret Message এখানে Source Code গুলো পাবেন নিচের copy massage বাটনে ক্লিক করে Source Code গুলো কপি করে নেন –

QR Code Generator Website Source Code কপি করা হয়ে গেলে আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করুন। তারপর Plus আইকনে ক্লিক করে নতুন পোস্ট তৈরি করুন-

তারপর এখান থেকে Compose View পরিবর্তন করে Html Viwe করুন –

এবার কপি করা Qr Code Generator Website এর Source Code গুলো এখানে পেস্ট করে পাবলিশ করে দেন –

ব্যাস; আমাদের কাজ এখানেই শেষ 🙂

এবার চলুন দেখি এটা কি সত্যিই Qr Code Generat করে নাকি ভুয়া;

প্রথমে আপনার পোস্টের থ্রি ডটে ক্লিক করে Viwe অপশনে ক্লিক করুন –

এবার দেখবেন আমাদের qr code generat tool এ নিয়ে এসেছে –

এখন আপনি নিচের ইনপুট বক্সে আপনার ইচ্ছা মত text , link , ইত্যাদি লিখতে পারবেন । বেশি না লিখা ভালো এতে qr code টি বেশি বড় হয়ে যায় মাঝে মাঝে জেনারেট হতে প্রবলেম হয়।

Text ইনপুট করা হয়ে গেলে Generate QR Code এ ক্লিক করুন –

এবার দেখবেন qr code generat হয়ে গেছে । এখন নিচে Download QR Code অপশনে ক্লিক করে qr code টি gallery তে সেইভ করে রাখতে পারবেন।

আজকের আর্টিকেল টি এতটুকুই;

আশাকরি বুঝতে পেরেছেন, যদি কোন কিছু বুঝে না থাকেন তাহলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। আর যদি Successfully qr code generator website তৈরি করে ফেলতে পারেন তাহলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ 🥀…………

The post ব্লগার দিয়ে বানিয়ে ফেলুন Qr Code Generator Website appeared first on Trickbd.com.

 ব্লগার দিয়ে বানিয়ে ফেলুন Qr Code Generator Website

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form