Office 365 বা Office Professional Plus Use করুন ফ্রী MS official Genuine digital license দিয়ে । কোনো রকম কোন crack বা বাইপাস করা ছাড়া।

 

আসসালমুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি দেখাবো কিভাবে আপনরা Office Application ফ্রী ও জেনুইন ভাবে ইউজ করবেন।

কিছু কথা:

  1. যেহেতু ফ্রী তাই একেবারে প্রিমিয়াম ই, এরকম আশা করা বোকামি।
  2. সামান্য ভোগান্তি তো আছে ই। তা হলো 1 লাইসেন্স 150 দিন ব্যবহারযোগ্য।
  3. কিছু লগইন অ্যাকটিভিটি থাকা লাগবে । অর্থাৎ আপনি মাসে অন্তত 5 দিন লগইন না করলে প্রোফাইল auto delete হয়ে যাবে।

Condition:

নিচের কন্ডিশন গুলা ভালো করে পড়ে নিবেন

1.

Step:

  1. প্রথম কাজ হচ্ছে MS office devoloper account create করা।
  2. আমি যে অপশন সিলেক্ট করছি আপনারাও সেইগুলুই সিলেক্ট করবেন।

গুগলে search করেন MS office devoloper

অথবা লিংক এ যান

Follow screenshots:
1.2

2. Company name যত ছোট রাখতে পারেন । 1 টা example দিলাম।
4

3.

4.

 

 

 

5. Configurable Sandbox Select করবেন।

6. Country দিবেন Bangladesh। Username মনমতো । আর ডোমেইন name যত ছোট রাখতে পারেন। কারণ পরে লগইন করতে সুবিধা হবে ।

7. আপনার নম্বর দিয়ে ভেরিফাই করে নিন ।

 

8. Account হয়ে গেলে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন।

 

  1. আপনার ড্যাশবোর্ড এর ডোমেইন নামে কোনো দরকারে আসবে না।
  2. Administrator এর যে mail আছে ঐটা ই আপনার লাইসেন্স mail।
  3. একটু যে আগে 10 সংখ্যার পাসওয়ার্ড দেয়া লাগছে ঐটা আপনার এই mail এর password।
  4. এই পাসওয়ার্ড change করলে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন ।
  5. আর সর্বশেষ কথা, 15 দিন এর ভিতর MS Authenticator দিয়ে 2fa এনাবল করতে হবে ।

সর্বশেষ কাজ হচ্ছে MS office এর যেকোনো 1টি পোগ্রাম ওপেন করে তাতে লগইন করা। অনেকের লগইন করতে বা লগইন এর পর প্রোডাক্ট key চাইতে পারে । সেই অবস্থায় 1বার লগইন compelete করে (অবশ্যই signin for all applications দিবেন) । অ্যাপ ক্লোজ করে আবার ওপেন করলে দেখবেন নিচের মতো Subscription product for আপনার email দেখাচ্ছে।

আপনি যদি উপরের কন্ডিশন না পড়ে থাকেন তাহলে আমিই বলে দিচ্ছি

  1.  প্রথম অবস্থায় 90 দিন দেয়া হবে ।
  2. 90 দিন শেষ হলে ডিলিট প্রোফাইল এ ক্লিক করলে 1 দিন সময় নিয়ে প্রোফাইল রিসেট হবে। তখন আরো 60দিন সময় পাবেন ।
  3. 1 অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 25 টি সাবডোমেইন তৈরি করতে পারবেন। অর্থাৎ 1 টা অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা 25 টি আইডি পাস নিতে পারবেন । সবগুলার মেয়াদ mother account এর সমান হবে।

1.

আশা করি কারো সমস্যা হওয়ার কথা না ।

মন্তব্য:

  1. অনেকে বলবেন এটা পার্মানেন্ট না । কথা সত্য কিন্তু আপনে 1 অ্যাকাউন্ট করে প্রায় 5 মাস premium চালাতে পারবেন। তাছাড়া বেটা আপডেট তো পাচ্ছেন ই। এটা যদি না পোষায় তাহলে ভাই sorry।
  2. এটাও বাইপাস এর সিস্টেম আছে তবে আমি কোনো ক্র্যাক ছাড়া win11 চালানোর চেষ্টা করি ও আপডেট রাখি। যতটা সম্ভব।
  3. আবার অনেকে বলবেন Edu mail দিয়ে পার্মানেন্ট হয়। কিন্তু এটা বাস্তবতা না। Edu mail দিয়ে কিছু দিন চালানো যায় । তারপর payment না করলে ব্লক করে দেয়। আবার অনেক জায়গায় vpn ইস্যু আছে। মোটকথা সবাই এটা নিতে পারবে না।
  4. সবশেষে বলতে চাই, বাজে মন্তব্য করবেন না । সমস্যা হলে কমেন্ট বক্স আছে । কিছু mistake হতেই পারে।
  5. আর যদি এই সার্ভিস নেন দয়া করে সপ্তাহে 1 বার ও মাসে 5 বার লগইন কইরেন । ওয়ার্ড অ্যাপ এ নেট কানেকশন দিয়ে করলেও হবে।

ধন্যবাদ।

 

***** আপনারা KMS auto বা এই জাতিও ম্যালওয়্যার দিয়ে উইন্ডোজ এক্টিভ না করে normally command promt দিয়ে win অ্যাক্টিভ করার trick জানতে চাইলে কমেন্ট এ জানতে পারেন । যদিও কাজটা অনেক সহজ । যারা একটু বুঝেন তাদের হয়তো দরকার হবে না । *******

The post Office 365 বা Office Professional Plus Use করুন ফ্রী MS official Genuine digital license দিয়ে । কোনো রকম কোন crack বা বাইপাস করা ছাড়া। appeared first on Trickbd.com.

 Office 365 বা Office Professional Plus Use করুন ফ্রী MS official Genuine digital license দিয়ে । কোনো রকম কোন crack বা বাইপাস করা ছাড়া।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form