আসসালামুআলাইকুম
হ্যালো গাইজ, আশ করি আপনারা সকলেই ভালো আছেন । আর ভালো না থকলে ত, ভালো লাগার মত ওযেবসাইট TrickBD আছেই ।
অনেক দিন পর TrickBD তে একটা পোষ্ট লিখতে বসলাম । পোষ্ট এর টপিক দেখেই ইতিমধ্যে জেনে গেছেন কি নিযে পোষ্ট করতে যাচ্ছি ।
অবাক লাগলেও এটাই বাস্ত, আপনি জাভা ফোনে YouTube ভিডিও দেখতে পারবেন । তবে হ্যা, শধুমাত্র Nokia ফোনেই ভিডিও প্লে হবে । Itel, Symphony অথবা অন্যান্ন ফোনে ডাউনলোড করা যাবে । তবে Symphony ফোনে দেখা গেলেও যতে পারে ।তবে আইটেল এ দেখা যাবে না ।কেনোনা আইটেল ফোনে ব্রাউজার থেকে ভিডিও প্লে এই ধরনের স্টিমিং সাপোর্ট করে না ।
তো যাই হোক, চলুন দেখে নেয়া জাক কিভাে আপনারা YouTube ভিডিও দেখবেন জাভা মোবাইলে ।
প্রথমে নিচ থেকে আ্যপস টা ডাউনলোড করে নিন ।
App Name : JTube
Resolution : 240 * 320
Size : 126kb
আ্যপস টি সব ফোনেই সাপোর্ট করবে ।
তো আ্যপস ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে Open করুন ।তারপর পারমিশন চাইবে Yes দিন ।
তারপর নিচের Screenshoot ফলো করুন ।
একটু লোড নিবে । কিছুক্ষন অপেক্ষা করুন ।
তারপর ভিডিও লিষ্ট আসবে
এখান থেকে মেনুতে ক্লিক করে অনেক অপসন পাবেন ।
যেকোনো একটা ভিডিও তে ক্লিক করেন ।একটু লোড নিবে ।
নিচের Screenshot এর মত আসবে ।
তারপর মাঝে ক্লিক করে একটু অপেক্ষা করুন । নিচের মত অপসন আসবে ।
এখান থেকে Watch এ ক্লিক করুন ।যদি আপনার ফোন ডিরেক্ট Streaming সাপোর্ট করে ,তাহলে এখানেই ভিডিও প্লে হবে ।আর না হলে ডিফল্ট ব্রাউজারে প্লে হবে ।
তো এই ছিলো আজকের পোষ্ট ।আ্যপস টি ডাউনলোড করুন আর উপভোগ করুন YouTube এর মজা ।
The post জাভা ফোন দিযে YouTube ভিডিও দেখুন আ্যাপ এর মাধ্যমে appeared first on Trickbd.com.