আপনার ছবি দিয়ে বানিয়ে ফেলুন Anime Character. বিস্তারিত পোস্টে।

আসসালামু আলাইকুম

তো সম্প্রতি Anime Face Change করার একটা ট্রেন্ড চলছে। তো চলুন দ্রুত দেখে আসা যাক খুব সহজে এবং টাকা-পয়সা ছাড়া কিভাবে আপনার ছবিকে 2d Anime Character এ রুপান্তর করবেন।

Anime AI

এটি একটি টেলিগ্রাম বট। তাই টেলিগ্রাম অ্যাপ থাকলে আর কোনো অ্যাপ ইনস্টল করা লাগবে না।

Anime AI : Bot Link

অথবা টেলিগ্রাম এ গিয়ে qq_2d_ai_bot লিখে সার্চ দিলে চলে আসবে।

Process:

প্রথমে বট এ প্রবেশ করুন।

তারপর মেনু থেকে /2d সিলেক্ট করুন

এরপর এখান থেকে ছবি আপলোড দিন

প্রথমে Failed দেখতে পারে

আবার forward করে ছবি দেন

আশাকরি তারপর রেজাল্ট পেয়ে যাবেন

Done ✅

এইবার ছবি দুইটা গ্যালারি তে সেভ করে রাখতে পারবেন।

বিদ্র: যেহেতু ফ্রি তাই অনেক সময় কাজ হবে না। Failed/Try again later দেখাবে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

The post আপনার ছবি দিয়ে বানিয়ে ফেলুন Anime Character. বিস্তারিত পোস্টে। appeared first on Trickbd.com.

 আপনার ছবি দিয়ে বানিয়ে ফেলুন Anime Character. বিস্তারিত পোস্টে।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form