আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব

আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । কেমন আছেন প্রিয় ভিজিটর আশা করি ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব । আপনারা যারা Ayatul Kursi Bangla উচ্চারণ পড়তে পারেন না । তারা তারাতাড়ি শিখে নিবেন আশা করি । কেননা আয়াতুল কুরসি এমন একটি আয়াত সেই আয়াত পড়া সবসময় জরুরী । তাই আয়াতুল কুরসি সবসময় মুখস্থ রাখা উচিত ।

আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব

 

আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত । হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন , আল্লাহ তায়ালার কিতাবে সর্বাপেক্ষা মর্যাদা বিশিষ্ট আয়াত কোনটি ? তিনি উত্তরে বলেন আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন ।

 

তিনি পুনরায় এটাই জিজ্ঞেস করেন ।‌ বারবার প্রশ্ন করায় তিনি বলেন এটা ayatul kursi । তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাম বলেন হে আবুল মুনজির! আল্লাহ তাআলা তোমার জ্ঞানে বারাকাত দান করুন । যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার নামে শপথ করে বলছি যে,এর জিব্বা হবে , ওষ্ঠ হবে , এটি প্রকৃত বাদশার পবিত্রতা বর্ণনা করবে ও আরশের পায়ায় লেগে থাকবে ।

( মুসনাদে আহমদ, ৫/১৪ সহীহ মুসলিম হাদীস নং ১/৫৫৬ )

 

তিন কুল পাঠের গুরুত্ব

 

হযরত আবু উমামা রাদিআল্লাহু তা’আলা আনহু বলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে আর কিছু তার জান্নাতে প্রবেশের পক্ষে অন্তরায় নেই । অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে । ( সুনানে নাসায়ী ,তাবারানী ও সহীহ ইবনে হিব্বান )

 

আয়াতুল কুরসির পাশাপাশি তিন কুল পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক। শরিয়ত মোতাবেক যত রুকাইয়ার আয়াত বা সূরা আছে তার মধ্যে তিন কুল আছে । এই তিন কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক্ব ও নাসের কার্যকরীতা অনেক।

 

আরো পড়ুন ayatul kursi bangla

ayatul kursi benefits

 

এগুলো ৩ বার করে পড়ে হাতে ফুঁক দিয়ে শরীরের সম্মুখ ভাগে মুছে দেওয়া যায় । এ সম্পর্কে স্পষ্ট হাদীস এসেছে । প্রতি রাত্রে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয্যা গ্রহণকালে সূরা ইখলাস ,সূরা ফালাক, সূরা নাস পাঠ করে দুহাত একত্রিত করে হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীরে হাত বুলাতেন । মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সম্মুখভাগের উপর হাত বুলাতেন এবং তিনবার এরূপ করতেন । ( সহীহ বুখারী, হাদীস নং ৪৬৫২)

 

ফজর ও মাগরিব‌ এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নাত । অন্যান্য ফরজ নামাজ আদায় করে একবার করে এই তিন সূরা পড়ার কথা বলা হয়েছে । (আবু দাউদ )

 

শেষকথাঃ

আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব শিরোনামে আজকের লেখাটি এখানেই শেষ করতে চাচ্ছি । প্রত্যাশা রাখি আজকের এই লেখা থেকে আমল করবেন ইনশাআল্লাহ । আগামীতে আবারো দেখা হবে ভিন্ন কোন টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন।

এ পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার এই সাইটে

easyblogbd.com

ধন্যবাদ Trickbd  এর সাথেই  থাকুন নতুন কিছু জানতে। 

 

The post আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব appeared first on Trickbd.com.

 আয়াতুল কুরসি ও তিন কুল পাঠের গুরুত্ব

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form