BDIX স্প্রিডে ফাইল ডাউনলোড করুন কোনো ভিপিএন ছাড়াই | BDIX Speed bypass

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
BDIX Speed bypass করার জন্য আমরা অনেকেই বিভিন্ন ভিপিএন ব্যবহার করে থাকি, অনেক সময় সেগুলোতে ভালো স্প্রিড পাওয়া যায় না। তাই অনেক দিন থেকেই BDIX Downloader বানাতে চাচ্ছিলাম।

BDIX কি?

BDIX হলো Bangladesh Internet Exchange । যেটি কিনা অনেক গুলো ISP বা Internet Service Provider মিলে তৈরি করা হয়েছে। এর প্রধান কাজ হলো, সব ISP এর User দের মধ্যে ডাটা শেয়ার করা। সব ISP বলতে, যেসব ISP , BDIX এর সদস্য তাদের মধ্য দ্রুত গতির ডাটা শেয়ার করার একটি মাধ্যম । BDIX এর মাধ্যমে শুধু তাদের ডাটা ডাউনলোড করা যায়।

BDIX Downloader কিভাবে কাজ করে?

BDIX Downloader সাইট টি BDIX VPS দিয়ে বানানো হইছে।আপনার দেওয়া লিংক থেকে BDIX সার্ভারের প্রক্সি(proxy) এর মাধ্যমে ডাউনলোড হয়।
যদিও প্রথমে Save File সিস্টেম করেছিলাম কিন্তু VPS এর ইনবাউন্ড ও আউটবাউন্ড ডাবল ব্যান্ডউইথ যাওয়ার কারনে প্রক্সিতে করেছি।

ডাউনলোড করার নিয়মঃ

প্রথমে BDIXDownloader.top গিয়ে সাইন আপ করুন

সাইন আপ & লগইন হলে একন পেজ দেখতে পাবেন।
উপরের বক্সে ডিরেক্ট ডাউনলোড লিংক (যেমনঃ abc.com/file.zip) এবং নিচের বক্সে গুগুল ড্রাইভ, ড্রপবক্স সহ নিদিষ্ট সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন।

গুগুল ডাইভ থেকে ফাইল ডাউনলোডঃ

গুগুল ডাইভ থেকে ফাইল ডাউনলোড করার জন্য দুই বক্সই ব্যবহার করতে পারবেন।

মেথড ১ঃ
অন্য একটি ট্যাবে ড্রাইভ ফাইল লিংকটি ওপেন করে নিন।
ডাউনলোড আইকনে ক্লিক করে পরবর্তী পেজের লিংকটি কপি করে নিন।

কপি করা লিংকটি উপরের বক্সে পেস্ট করে Download বাটনে ক্লিক করুন


Click To Download ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে

মেথড ২ঃ
২য় বক্সে এই মেথডে Google Drive, Dropbox, Mediafire, Zippyshare, Yandex, Bayfiles, Openload, Letsupload,Anonfiles,Send.cm,Megaupload.nz ফাইল ডাউনলোড করতে পারবেব। কিন্তু এটা অন্য সাইটের api নেওয়া আছে তাই এড আসবে।

গুগুল ড্রাইভ থেকে কপি করা লিংকটি ২য় বক্সে পেস্ট করে দিন


এখানে ১০ সেকেন্ডের টাইমার সহ এড আসবে, Download here ক্লিক করলে ডাউনলোড পেজ আসবে

ডাউনলোড স্প্রিডঃ

ডাউনলোড স্প্রিড নির্ভর করবে আপনার ISP & BDIX স্প্রিডের উপর।
আমার RAW স্প্রিড গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করলে ২৫০-৪০০ kbps পাই। নিচের স্কিনসর্ট দেখুন
BDIXDOWNLOADER দিয়ে ডাউনলোড দিলে
5 MBps – 12 MBps পাই


যেকোন সমস্যা হলে কমেন্ট করুন।

The post BDIX স্প্রিডে ফাইল ডাউনলোড করুন কোনো ভিপিএন ছাড়াই | BDIX Speed bypass appeared first on Trickbd.com.

 BDIX স্প্রিডে ফাইল ডাউনলোড করুন কোনো ভিপিএন ছাড়াই | BDIX Speed bypass

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form