হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?
আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা এ্যাপ নিয়ে হাজির হলাম।আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।
টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ শেয়ার করবো যেই এ্যাপ ব্যবহার করে দুনিয়ার শ্রেষ্ঠ উক্তি গুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। যদিও এ্যাপ টির উক্তি গুলো ইংরেজিতে লেখা কিন্তু আমি এ্যাপ টির সব উক্তি গুলো পড়েছি যা আমাকে অনেক বেশি motivate করেছে। তাই এ্যাপ টি আপনাদের মাঝে শেয়ার করছি।আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]
[b]প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন
এ্যাপ টির একটি ভালো সুবিধা হলো সব উক্তি ক্যাটাগরি তে ভাগ করা। মানে আপনি কোন বিষয়ের উক্তি চান সেই বিষয়ের ক্যাটাগরি তে ধুকলেই কংক্ষিত বিষয়ের সকল উক্তি পেয়ে যাবেন।আপনারা চাইলে লেখার পিছনের wallpaper গুলো ও change করতে পারেন। তারপর ছবি গুলো ডাউনলোড করে আপনি আপনার ফোনের screen এ wallpaper দিতে পারেন অথবা আপনার যেকোনো প্রিয় বন্ধুকেও পাঠাতে পারেন।
এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।তারপর এমন interface আসবে।
এখানে থেকে যেইটি পছন্দ সেটি সিলেক্ট করে নিন।
ধরুন আমি alone এই option টি সিলেক্ট করলাম।open করলে এমন interface আসবে।
এখন এই image এ ক্লিক করলে লেখার পিছনের background change হয়ে যাবে। এখানে অনেক গুলো background রয়েছে। আমি কয়েকটি আপনাদের দেখাচ্ছি।
এখানে save এ ক্লিক করলে image টি আপনার phoner gallery তে save হয়ে যাবে।
আর এই লাভ icon টিতে প্রেস করলে সেগুলো আলাদা একটা ক্যাটাগরি তে save হয়ে থাকবে।
দেখুন ডাউনলোড হয়ে গেছে কিন্তু ডাউনলোড হলে আপনারা এই এ্যাপ টির logo image এ দেখতে পাবেন। আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে premium membership কিনতে পারেন। তাহলে এ্যাপ এর logo আপনার ডাউনলোড করা কোনো image এ প্রতিফলিত হবে না। আর কোনো অ্যাড ও show করবে না এ্যাপ এ।
আর copy তে ক্লিক করে browser এ গিয়ে পেস্ট করলে same উক্তি টি আপনি পেয়ে যাবেন।
এ্যাপ টিতে কোন কোন ক্যাটাগরি রয়েছে দেখে নেওয়া যাক:
এ্যাপ টি অনেক encourage করেছে আমাকে। আশা করি আপনাদের ও এ্যাপ টি ভালো লাগবে। সবাই অন্তত একবার এ্যাপ টা ডাউনলোড করে দেখবেন। অনেক ভালো একটা এ্যাপ।
আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
The post বিশ্বের সেরা উক্তি সমূহ দেখেনিন এক নজরে। সাথে থাকছে উক্তি গুলো নিজের ফোনের wallpaper হিসেবে সেট করার সুযোগ। যা আপনাকে প্রেরণা জোগাবে।[Hot post] appeared first on Trickbd.com.