মাত্র ৫ মিনিটে যে কোন Live TV Apps থেকে লিংক বের করে বানিয়ে ফেলুন Playlists

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সকলে অনেক ভালো আছে।
অনেক দিন পর  লাইভ টিভি নিয়ে লিখতে বসলাম।
কারণ অনেকে দেখছি Live TV নিয়ে অনেক আগ্রহ।  তাই ভাবলাম এটা একটি অসাধারণ ট্রিক।  অনেকে live টিভি বানিয়ে ইনকাম করতে চায়, কিন্তু তাদের সমস্যা তারা লিংক ক্যাপচার করতে পারে না। তাদের জন্য আজকের পোস্টটি কাজে লাগবে।
আগে দেখিয়েছিলাম Bioscope হ্যাক। আজ দেখাবো Dora TV থেকে লাইভ টিভি লিংক বের করা
এরপর আস্তে আস্তে HDstreamz,  Rts TV, StreamIndia গুলো দেখানোর টাই করবো।
তো চলুন পোস্ট শুরু করি।
নোটঃ এই পোস্ট ভালো ভাবে পড়বেন। কারণ এখান থেকে আপনি হাইডেন অনেক কিছু জানতে পারবেন। যা আপনার লাইভ টিভির লিংক ক্যাপচারের কাজে লাগবে

স্টেপঃ-১, লিংক ক্যাপচার


১. প্রথমে Google Play Store থেকে API Clinet ডাউনলোড করুন।
২. Apps installed হলে ওপেন করুন
৩. তারপর Get মেথড এ Enter Request Url এর স্থানে https://ift.tt/6RLsP1S এই লিংক বাসান।
৪. এবার নিচের স্কিনশর্ট এর দেখানো + (প্লাস) আইকন এ ক্লিক করুন।

৫. এবার Key এর স্থানে User-Agent
বসান

৬. পাশের Value এর স্থানে okhttp/5.0.0-alpha.5 এটা বসান। এবং Send এ ক্লিক করুন
৭.  ডাটা লোড হলে নিচের স্কিনশর্ট এর মত Row লিখায় ক্লিক করে প্রয়োজনীয় লিংক কপি করুন

৮. লিংক তো কপি করছেন কিছু হিবি জিবি লিখা। আসলে লিংক টা ইনক্রিপ্টেট করে রাখছে। এই নিয়ে পরে বলছি।

স্টেপঃ-২, লিংক Decode


১. প্রথমে Google Play Store থেকে Base64 Encoder

Reverse Text Apps টি ডাউনলোড করুন।
২. এখান হচ্ছে আসল খেলা। Dora TV মূলত ডিকোড এর জন্য ৪টি ধাপ চালিয়েছে। সমস্যা নাই কস্ট করে ধাপ বের করতে হবে না। আমি বের করে দিচ্ছি। এই ধাপটি মনে রাখুন Base64 Apps ওপেন করুন এবং আমার মতো  [/b] Base64 থেকে Decode করে

আবার Decode লিংক কপি করে আবার Decode।

মানে দুই বার এমন করবেন ডিকোড করে লিংক কপি করে রাখুন,
৩. এবার Reverse App টি ওপেন করে,
কপি করা লিংক টা বসিয়ে রিভার্স করে Copy করুন

৪. রিভার্স করা লিংক আবার Base64 এ Decode করুন
৫. আবার রিভার্স Apps দিয়ে লিখা রিভার্স করুন,  এবং আবার লিংক টা Base64 এ বসিয়ে Decode করুন।
দেখুন লিংক বের হয়ে গেছে।
  NOTE: Base64 Decode > Copy > Agin Base64 Decode > Copy > Reverse Text > Copy> Agin Base64 Decode > Copy> Agin Reverse Text > Copy> Base64 Decode = Output এ লিংক পাবেন, না হলে পাবেন না। ধাপটি দেখে নিন ভালো করে৷
যতদিন আপডেট না হয় এই পদ্ধতিতে DoraTV লিংক বের করে apps এ ব্যবহার করতে পারবেন।

শুরুতে এট্টু কঠিন মনে হবে কিন্তু এতটাও কঠিন নয়। যারা IPTV থেকে ইনকাম করতে চান তাদের জন্য এটা খুব উপকার এ আসবে।

IPTV রিলেটেড যেকোন সমস্যা জন্য Join Telegram Group
কোন সমস্যা হলে ফেসবুক এ জানাবেন FB লিংক
কারো যদি আরো API লাগে তো ইনবক্সে করবেন।
— ধন্যবাদ

The post মাত্র ৫ মিনিটে যে কোন Live TV Apps থেকে লিংক বের করে বানিয়ে ফেলুন Playlists appeared first on Trickbd.com.

 মাত্র ৫ মিনিটে যে কোন Live TV Apps থেকে লিংক বের করে বানিয়ে ফেলুন Playlists

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form