চলে এল Jade Ai App এর বিকল্প এপ। কোনো কাজ ছাড়াই মোবাইল দিয়ে ইনকাম করুন।সময় সীমিত।

TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

শুরুতেই বলে রাখি ধৈর্য্য ধরে পুরো পোস্ট পড়ুন নাহলে ঠিকমতো বুঝতে পারবেন না।আজকের পোস্ট অনেকের‌ই উপকারে আসবে।
আজকে আমি jade ai এর বিকল্প এপ rulai নিয়ে আলোচনা করব।
Rulai হল এমন একটি প্ল্যাটফর্ম যা কোনো বিনিয়োগ ছাড়াই মোবাইল অ্যাপ থেকে অর্থ উপার্জনের অফার করে। এটা খুবই মজার যে আপনার নিয়মিত কাজ করার দরকার নেই। এমনকি প্রতিদিন Rulai অ্যাপ খুলতে হবে না। রোবট আপনার কাজ করবে এই Rulai অর্থ উপার্জনের সিস্টেমে। মজাদার! তাই না? হ্যাঁ! Rulai জনপ্রিয় ক্যাশ-আউট প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত আয়ের প্রস্তাব দেয় যাদের কাছে স্মার্টফোন রয়েছে। সুতরাং, আপনি যদি উপার্জন করতে আগ্রহী হন এবং Rulai অ্যাপ উপার্জন সিস্টেম সম্পর্কে জানতে চান, তাহলে আমরা আপনাকে সহায়তা করতে এখানে আছি। এই নিবন্ধে, আমরা Rulai সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করি যেমন Rulai ব্যবহার করে কিভাবে আয় করা যায়, ডাউনলোড/ইনস্টল, নিবন্ধন/সাইন আপ, এবং বিনামূল্যে রোবট কেনাকাটা, টাকা, USD, ব্যালেন্স উত্তোলন/বিকাশ, নাগোদ, রকেট থেকে ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, ইত্যাদি।

আয় করা এত সহজ নয়! কিন্তু Rulai এর ক্ষেত্রে আয় করা খুবই সহজ। এই ক্ষেত্রে, Rulai বিনামূল্যে উপার্জন খুবই ধীর প্রক্রিয়া। কারণ Rulai তাদের প্রচারকে আকৃষ্ট করতে বিনিয়োগ না করেই আয় করার সুযোগ দেয়। যাইহোক, আসুন জেনে নেই Rulai এর সম্পূর্ণ (ফ্রি বা পেইড) উপার্জন প্রক্রিয়া।

Rulai বিভিন্ন টাকা ইনকামের শক্তিসম্পন্ন ভার্চুয়াল রোবট বিক্রি করে। প্রতিটি রোবটের প্রতিদিনের টাকা ইনকামের একটি নির্দিষ্ট সামর্থ থাকে এবং সামর্থ অনুযায়ী মূল্য নির্ধারিত। নতুনদের জন্য খুশির খবর এই যে ব্যবহারকারী একটি রোবট ফ্রি তে কিনতে পারবেন যেটা প্রতিদিন প্রায় ১৫ টাকা ইনকাম করতে পারবে। উল্লেখ্য যে, প্রতিটি রোবটের মেয়াদ থাকবে ৩০ দিন। এছাড়াও যারা বেশি শক্তি সম্পন্ন রোবট কিনে বেশি টাকা ইনকাম করতে চান, তারা ৪ ধরনের রোবট কিনতে পারবেন।

এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে Rulai এর টাকা ইনকাম প্রক্রিয়া কেমন। এটি থেকে মূলত ইনভেস্ট করে টাকা উপার্যন করতে হয়। যেহেতু বর্তমানে টাকা উপার্যনের নামে অনেক স্ক্যাম হচ্ছে, আর Rulai ফিতে প্রতিদিন ১৫ টাকা করে উপার্যন করতে দিচ্ছে। তাই ঝুকি নিয়ে টাকা ইনভেস্ট না করে ফ্রিতে একটি রোবট কিনে তা চালু করে দিন। কাজ শেষ, এবার ৩০ দিন Rulai এপটি ওপেন না করলেও চলবে। তবে যদি বেশি লোভ করে টাকা ইনভেস্ট করতে চান বা করেন এবং পরবর্তীতে আপনার টাকা লস হয় তাহলে সেটা আপনার দায়ভার। আমি এর সাথে কোনোভাবে জড়িত না। তাহলে এবার দেখা যাক প্রাক্টিকালি স্টেপ বাই স্টেপ কিভাবে Rulai এপ দিয়ে টাকা ইনকাম করবেন।

Rulai এর মাধ্যমে টাকা ইনকাম করতে হলে সর্ব প্রথম একটি ভেরিফাইড একাউন্ট লাগবে। একাউন্টটি Rulai এর ওয়েবসাইটে (আমাদের দেওয়া নির্দিষ্ট লিঙ্কে) গিয়ে তৈরি করতে হবে। কেননা এখানে টিম তৈরির একটা বিষয় রয়েছে যা আমরা বাম হাত, ডান হাত নামে জানি। সুতরাং এখানে আমি যেই ভাবে নির্দেশনা দিব ঠিক সেই ভাবেই Rulai ফ্রি একাইন্ট তৈরি করবেন।

Rulai একাউন্ট করতে প্রথমে
এই লিঙ্কে প্রবেশ করুন।

এবার, আপনি ছয়টি ঘর দেখতে পাবেন যেগুলো পূরণ করতে হবে।

প্রথম ঘরটিতে আপনার নাম দিন।
দ্বিতীয় ঘরটিতে আপনার মোবাইল (০ ছাড়া) নম্বর দিন।

এবার তিন নম্বর ঘরে মোবাইল এসএমএস ভেরিফিকেশন কোড বসাতে হবে। তাই মোবাইলে ভেরিফিকেশন কোড পেতে “Get” লেখাতে ক্লিক করুন। মোবাইল নম্বর সঠিক হলে আপনি আপনার মোবাইলে একটি এসএমএস পাবেন যেখানে ৬ ডিজিটের একটি কোড থাকবে। সেই কোডটি ৩ নম্বর ঘরে দিন

তারপর, আপনি ৪ ও ৫ নং ঘরে ৬ অক্ষরের অধিক একটি পাসওয়ার্ড দিন যাতে কমপক্ষে একটি অক্ষক ও একটি সংখ্যা থাকবে।

সবশেষে ৬ নং ঘরে রেফার কোড থাকবে, যেটা ভুল করেও চেন্জ করতে যাবেন না।

সব শেষে সকল তথ্য সঠিক ভাবে দিয়ে থাকলে নিবন্ধন বাটনে ক্লিক করুন তাহলে আপনার Rulai একাউন্ট তৈরি হয়ে যাবে।

অতপর লগিন পেজ আসলে আপনাকে লগিন করতে হবে।

রোবট কেনার জন্য প্রথমে লগিন করুন এবং নিচের screenshot গুলো ফলো করুন।

এবার আপনার কাজ শেষ। এখন অটো ইনকাম হবে। ব্যালেন্স চেক করার জন্য ফুটার থেকে সম্পদ এ ক্লিক করুন।

ব্যাস আজ এখান থেকে এ পর্যন্তই। এখান থেকে আপনারা
৫০০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন।আপনাদের রেসপন্স পেলে আগামী পোস্টে পেমেন্ট প্রুফ দেখাবো।।।। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই।।।

The post চলে এল Jade Ai App এর বিকল্প এপ। কোনো কাজ ছাড়াই মোবাইল দিয়ে ইনকাম করুন।সময় সীমিত। appeared first on Trickbd.com.

 চলে এল Jade Ai App এর বিকল্প এপ। কোনো কাজ ছাড়াই মোবাইল দিয়ে ইনকাম করুন।সময় সীমিত।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form