[Hot Post ] যে কোন ওয়াইফাই হ্যাক করে ফেলুন মাত্র কয়েক সেকেন্ডে ।

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিসি দিয়ে ওয়াইফাই হ্যাক করতে হয়। আমরা সবাই কম বেশি ওয়াইফাই হ্যাক করতে চাই কিন্তু সবাই পারি না। আজকে যেই উপায় দেখাবো সেটা জন্য আমাদের তেমন জ্ঞানের প্রয়োজন নেই। মুটামুটি জানলেও চলবে।যেটা দিয়ে হ্যাক করবো কোন সফটওয়্যার না। একটি টুলস এর মাধ্যমে কাজটি করবো।

আগে অনেক পোস্ট হইছে ওয়াইফাই হ্যাক নিয়ে যার কারণে আমি আর বিস্তারিত বলছি না। চলুন কাজে নামা  যাক।

আমাদের ২ টি জিনিস লাগবে :

1) Wincap Download

2) Routerscan Download

প্রথমে আমরা prerelase ta unzip করবো ।

এখন আমরা wincap টা ইনস্টল করবো।

ইনস্টল হয়ে গেলে আমরা prerelease ফোল্ডারে চলে যাবো।

তারপর আমরা routerscan টি ডাবল ক্লিক করা ওপেন করবো।

ওপেন হলে আমরা wireless networks চলে যাবো।

এখন আমরা enable discovery ক্লিক করবো। এবং start scan ক্লিক করবো।

এখানে আমরা অনেক গুলো ওয়াইফাই দেখতে পাচ্ছি ।যেই ওয়াইফাই গুলো wpa এবং wpa/wpa2 এবং wps 2.0 এবং  configured Yes থাকবে সেই গুলো ৯০% হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি কয়েক টা ওয়াইফাই

টেস্ট করবো ।

আমাদের পছন্দ মতো একটি ওয়াইফাই সিলেক্ট করবো এবং  যেই ওয়াইফাই টি টেস্ট করবো তার Mac address ক্লিক করবো এবং ইদুরের ডান বাটন ক্লিক করবো তাহলে ss এর মতো দেখতে পাবো। এখন আমার wireless audit function ইদুরের পয়েন্ট নিবো।

এখন আমরা obtain key wps ক্লিক করবো।

এখন কথা হচ্ছে যে যেই ওয়াইফাই ভালো লেভেল পাবেন সেটা টেস্ট করবেন। লেভেল কম হলে টেস্ট ফেইল আছে বেশি বাগ সময়। এখন আমরা Start audit ক্লিক করবো ।

দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড এর ভিতরে ওয়াইফাই wps বের করে ফেলছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের key বের করে দিবে।

দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর key চলে আসচ্ছে। আমি আর একটা ওয়াইফাই টেস্ট করবো ।

দেখতে পাচ্ছেন আমি আর একটা ওয়াইফাই টেস্ট করা শুরু করে দিছি এবং আমাকে কয়েক সেকেন্ড এর ভিতরে wps pin টা বের করে দিছে। আর কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে key টা বের করতে পারে।

দেখতে পাচ্ছেন key করে দিছে। ।

আপনি চাইলে ইজিলি বের করতে পারবেন। সব ওয়াইফাই যে হ্যাক হবে এমন নয় কিন্তু অধিকাংশ হ্যাক হবে আশা করি। তো আজ এই পর্যন্তই ভালো থাকেবন কারো কোন সমস্যা হলে নিচের লিংকে যোগাযোগ করবেন।

বি:দ্র : Wps disabled থাকলে সেই ওয়াইফাই হ্যাক হবে না। wps enable থাকতে হবে। 

Facebook

Telegram

The post [Hot Post ] যে কোন ওয়াইফাই হ্যাক করে ফেলুন মাত্র কয়েক সেকেন্ডে । appeared first on Trickbd.com.

 [Hot Post ] যে কোন ওয়াইফাই হ্যাক করে ফেলুন মাত্র কয়েক সেকেন্ডে ।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form