[Hot Post ] এন্ড্রোয়েড RAT দিয়ে কিভাবে শত্রুর ফোন হ্যাক করবেন এবং termux এ কিভাবে L3MON ইনস্টল করবেন চলুন দেখে আশা যাক ।[Part 1]

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম android মোবাইল কিভাবে হ্যাক করতে হয়। এটাকে android হ্যাকিং বললে ভুল এটা হলো android rat। আমরা সবাই কম বেশি হ্যাকিং শিখতে চাই এবং হ্যাক করতে চাই সেটা হোক ফেইসবুক বা ইনস্টাগ্রাম বা এন্ড্রোয়েড ফোন বা অন্য কিছু। কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আছে আবাব কিছু কিছু ক্ষেত্রে সাফল্য আছে না। যাই হোক আজ যেটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো সেটা হচ্ছে android rat Lemon Or L3mon।

এন্ড্রোয়েড RAT কি?

RAT খুবই Dangerous Malware.,এই ম্যালওয়্যার যদি ভিকটিমের ডিভাইসে ইন্সটল হয়ে তাহলে হ্যাকার সেই ডিভাইসের পুরো কন্ট্রোল পেয়ে যাবে।

যে ডিভাইসে RAT ইন্সটল হবে সেই ডিভাইস এর সমস্ত ফাংশন যথা – তার একাউন্ট ইনফরমেশন, ফাইল এর ছবি ভিডিও,সোশ্যাল মিডিয়ায় password, sms,call logs,whatsapp,camera এমনকি কি টাইপ করছে তার পুরো ইনফরমেশন রিমোটলি ইন্টারনেটের সাহায্যে সেই হ্যাকার জানতে পারবে।

যাইহোক,RAT সম্পর্কে ছোট্ট করে আপনাদের বলে দিলাম।RAT খুবি পাওয়ার ফুল সফটওয়্যার এবংসেরা মোবাইল হ্যাকিং সফটওয়্যারএর সাহায্যে আপনি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের Administrator লেভেল Access পেয়ে যাবেন।

তবে এই সফটওয়্যার টি আপনি যে মোবাইলে কন্ট্রোল পেতে চান সেই ফোনে ইন্সটল করতে হবে।তারপর আপনি তার কন্ট্রোল পাবেন।

তো বেশি কথা না বলে চলুন আসল কাজে আশা যাক।

যা যা লাগবে :

১) termux

2)ইন্টানেট কানেকশন

প্রথমে আমরা termux এ চলে যাবো।

Termux এ চলে আশার পর আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

apt update && apt upgrade -y

আপডেট এবং আপগ্রেড হয়ে গেলে আমরা git প্যাকেজ ইনস্টল করবো।

pkg install git

এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

আর হ্যাঁ অবশ্যই কিছু মেগাবাইটের প্রয়োজন হবে।

git clone https://ift.tt/BJVjpy5

ডাউনলোড শেষ হলে আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Lemon-termux

এখন মেইন টুলসটি ইনস্টল করবো। এখানে কিছু সময় লাগতে পারে।

bash lemon.sh -i

ইনস্টল শেষ হলে উপরের মতো দেখতে পারবো।

এখন আমরা termux এর হোমে চলে আসবো cd লিখে ইন্টার করবো।

এখন আমরা টুলসটি রান করবো ।

Termux হোমে এসে

lemon

লিখে ইন্টার করলেই সার্ভারটি রান হয়ে যাবে।

দেখতেই পাচ্ছেন আমাদের সার্ভার রান হয়ে গেছে।এখন আমরা http://localhost:22533 এই লেখাটা কপি করবো এবং আপনার পছন্দের যে কোন একটা ব্রাউজারে চলে যাবো।

দেখতেই পাচ্ছেন আমাদের সার্ভার রান হয়ে গেছে এখন আমাদের user or password লাগে ।

কথা হচ্ছে পাসওয়ার্ড কই পাবো কি টেনশন করবেন?

টেনশন করার কোন কারণই নাই কারণ পাসওয়ার্ড এখন আমরা নিজেরাই সেট করবো।

ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব নিবেন এবং নিচের URL কপি করে পেস্ট করবেন।

https://ift.tt/y3YLRkf

L3mon এর জন্য আপনি যেই পাসওয়ার্ড দিতে চান সেটা বক্সে টাইপ করেন এবং নিচে দেখেন md5 hash নিচের অনেক গুলো হাবিজাবি লেখা আছে সেটা কপি করেন।

আমরা termux এ আসে সার্ভার টি অফ করে দিবো তার জন্য CTRL+C দিয়ে ইন্টার করবো।

এখন কাজ হচ্ছে আমাদের lemon এর ভিতরে পাসওয়ার্ড সেট করা সেটার জন্য আমরা চলে যাবো। পিছনের ডিরেক্টরিতে

cd ..

তারপর লিখবো

cd usr

 

এখন লিখবো

cd share

cd lemon

এখন আমরা লিখবো

nano maindb.json

দিয়ে ইন্টার করবো।

আর হ্যাঁ যাদের nano প্যাকেজ ইনস্টল নাই তারা ইনস্টল করে নিবেন।

pkg install nano

এই রকম পেইজ আসলে পাসওয়ার্ড লেখা কোথায় আছে সেটা খুজে বের করেন এবং “” এই চিহ্ন মাঝে আমরা যেই md5 hash লেখাটা কপি করছি সেটা পেস্ট করে দিবো। এখন আমাদের edit টা সেইভ করতে হবে তারজন্য CTRL+X+Y

দিয়ে ইন্টার করলেই সেইভ হয়ে যাবে।

সেইভ করা হলে আমার termux এর হোমে আসবো এবং  lemon লিখে আগের মতো সার্ভার টি রান করবো ।

 

সার্ভার রান করে চলে আসলাম ব্রাউজারে এবং এখন আমরা লগইন করবো।

User name: admin

Password : (যেটা আপনি md5 hash কনভার্ট করছেন সেটা দিবেন)

দেখতেই পাচ্ছেন আমরা সফল ভাবে সার্ভারে প্রবেশ করতে পারেছি। এখন হচ্ছে মূল কাজ মানে malware or payload যেটাই বলেন না কেন সেটা তৈরি করবো।

এখন চলে যাবো apk builder এ ।

 

Apk builder যাওয়ার পর আমরা একটা বক্স পাবো সেখানে আমাদের লোকালহোস্টি সার্ভারটি দিয়ে app create ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমাদের একটা error সো করছে।

দেখতে পাচ্ছেন আমরা কিন্তু app টা তৈরি করতে পারলাম না আমাদের error দেখাচ্ছে যে আমাদের ফোনে Java ইনস্টল করা নাই।

এখন কথা হচ্ছে যে এমনিতেই পোস্ট অনেক বড় হইছে এখন যদি Java process দেখাই সবার মাথার উপর দিয়ে চলে এবং সবাই বিরক্ত বোধ করবে। তো কথা হচ্ছে যে আমরা পরবর্তী পোস্ট দেখবো কিভাবে জাবা ইনস্টল করতে হয় এবং malware or payload দিয়ে কিভাবে ফোন হ্যাক করা যায়। এবং কি কি করা যায়। পরবর্তী পোস্টের জন্য সাথে থাকুন ভালো থাকেন। টা টা বায় বায় গোড বায় 😀😀 ফানি।

কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

Facebook

Telegram

আল্লাহ হাফেজ।❤❤

 

The post [Hot Post ] এন্ড্রোয়েড RAT দিয়ে কিভাবে শত্রুর ফোন হ্যাক করবেন এবং termux এ কিভাবে L3MON ইনস্টল করবেন চলুন দেখে আশা যাক ।[Part 1] appeared first on Trickbd.com.

 [Hot Post ] এন্ড্রোয়েড RAT দিয়ে কিভাবে শত্রুর ফোন হ্যাক করবেন এবং termux এ কিভাবে L3MON ইনস্টল করবেন চলুন দেখে আশা যাক ।[Part 1]

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form