আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আল্লাহর রহমতে আপনার সুস্থ্য আছেন। ইনশা’আল্লাহ আমিও সুস্থ্য আছি। চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি [Giveaway] নিয়ে। আশা রাখছি আপনাদের পছন্দ হবে।
আপনাদের আগে বলে নিয়ে এই Advanced SystemCare [version 17] সফটওয়্যারটিতে অনেক ফিচার রয়েছে যা আপনাদের বলতে গেলে পোষ্টটি অনেক বড় হয়ে যাবে। আপনারা ইন্সটল করলেই বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সম্পূর্ণ ইন্সটল প্রেসেস শেষ হওয়ার পর উক্ত কোড গুলো ব্যবহার করবেন।
- License Code #1: E3F38-DAAA4-0AC7E-4160N (Exp. on 2024-06-02)
- License Code #2: 34059-565B5-9EFEA-D320N (Exp. on 2024-04-26)
- License Code #3: 65730-27717-F226F-5E00N (Exp. on 2024-04-23)
- License Code #4: 138FE-DF4CD-84AE2-3C00N (Exp. on 2024-04-17)
- License info: 6-month licenses
- Update policy: Free updates during the subscription
- Non-commercial use
- No free tech support
১. বরাবরের মত সফটওয়্যারটি ডাউনলোড করুন। নিচে দেখানো ছবি অনুযায়ী।
২. এখন নিচে দেখানো চেক বক্স দুুটি উঠিয়ে দিবেন। তারপর Install এ ক্লিক করুন।
৩. তারপর নিচে দেখানো স্ক্রিনশটে যে রকম দেখিয়েছি ঠিক সেই রকম দিবেন। তারপর Install এ ক্লিক করুন।
৪. Install হয়ে গেলে No, Thanks ওপশটিতে ক্লিক করুন।
৫. অতপর, নিচে দেখানো পদ্ধতিতে Enter Code লিখাতে ক্লিক করুন এবং আপনাদের দেওয়া Premium Code গুলো ব্যবহার করুন।
৬. কোড দেওয়া হয়ে গেলে Register Now বাটনটিতে ক্লিক করুন।
৭. Register Now তে ক্লিক করার পর নিচে দেখানে স্ক্রিনশটের মত দেখাবে।
তো ব্যবহার করুন নিজের ইচ্ছে মত আর মজা নিন সব প্রিমিয়াম ফিচার গুলোর।
আশা রাখি কষ্টের কথা ভেবে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ
Join Our Telegram for Any Questions
The post [Giveaway] IObit Advanced SystemCare Pro ছয় মাসের জন্য। [দেরি করলে পস্তাবেন] appeared first on Trickbd.com.