জনপ্রিয় গেম Devil May Cry অফিশিয়ালি চলে এসেছে mobile প্ল্যাটফর্মে। আজ শেষ হচ্ছে এর সার্ভার কাউন্টডাউন


ডেভিল মে ক্রাই বাংলায় এর অনুবাদ করলে দাঁড়ায় শয়তান হয়তো কাঁদবে!

২০০১ সালে রিলিজ হ‌ওয়া ডেস্কটপ গেম Devil May Cry গেমারদের কাছে বেশ‌ জনপ্রিয়।অ্যাকশন,অ্যাডভেঞ্চার জনরার গেমের মধ্যে একটি পপুলার গেম হলো ডেভিল মে ক্রাই।শুরু থেকে আজ এখন পর্যন্ত বিভিন্ন windows ও কনসোল প্ল্যাটফর্মে এ গেম বিক্রি হয়েছে ২৭ মিলিয়নের ও বেশি।
এর অ্যাকশন,স্টোরি, গ্রাফিক্স স্বভাবত‌ই গেমারদের নজর কেড়েছে।

এতদিন windows ও কনসোলের এর গন্ডিতে সীমাবদ্ধ থাকলেও এটি অফিশিয়ালভাবে চলে এসেছে mobile প্ল্যাটফর্মে। গেমাররা এখন ডেস্কটপ ব্যতীত মোবাইলেও নিতে পারবে এর গেমপ্লে এর স্বাদ ।
গুগল প্লে স্টোরে এর এতদিন pre registration চালু ছিল।এখন‌ চলে এসেছে গেমের অ্যাপ্লিকেশন ফাইল।
চলুন একনজরে দেখা যাক এই গেমের সিস্টেম রিকোয়ারমেন্ট


গেমের নাম Devil May Cry


Minimum system requirement: Android 6.0+
Minimum Ram: 3Gb
Minimum device storage: 5gb+
Official Release date: jan 4 2024
Server release date: January 10, 2024

গেমের প্লে স্টোর ডাউনলোড লিংক: এখানে

Devil may cry হতে যাচ্ছে একটি মাল্টিপ্লেয়ার গেম। গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ডাউনলোডের অপশন‌ চালু হয়েছে। আজ ১০ জানুয়ারী বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা নাগাদ এর সার্ভার অফিশিয়ালি রিলিজ পেতে চলেছে।সবার আগে গেমের স্বাদ পেতে আগে আগেই ডাউনলোড করে রাখতে পারেন। ইতোমধ্যেই এর ডাউনলোড ভলিউম ৫ লক্ষের অধিক অতিক্রম করেছে।এটির গেমপ্লে অনেকটা Genshin Impact এর মতো।সার্ভারের কাউন্টডাউন রিলিজের ঘন্টা টিক টিক করে বেজে চলেছে। অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার..




ডেভিল মে ক্রাই কি মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করে নিতে পারবে? মোবাইল গেমারদের জন্য এটি কি নতুন আকর্ষণ হতে চলেছে? নাকি আরেকটি ফ্লপ গেম দেখতে চলেছে বিশ্ব? মতামত জানাতে পারেন।
আজ এ পর্যন্তই। দেখা হবে আবারো নতুন কোনো টপিক নিয়ে।trickbd.com এর সাথেই থাকুন।ধন্যবাদ।

The post জনপ্রিয় গেম Devil May Cry অফিশিয়ালি চলে এসেছে mobile প্ল্যাটফর্মে। আজ শেষ হচ্ছে এর সার্ভার কাউন্টডাউন appeared first on Trickbd.com.

 জনপ্রিয় গেম Devil May Cry অফিশিয়ালি চলে এসেছে mobile প্ল্যাটফর্মে। আজ শেষ হচ্ছে এর সার্ভার কাউন্টডাউন

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form