আস্সালামুআলাইকুম,
সবাই আশা করি ভালো আছেন, আজকে আরো একটি কাজের পোস্ট নিয়ে হাজির হলাম।
তো কথা না বাড়িয়ে মূল বিষয় এ যাওয়া যাক।
,
SEIP – Skills for Employment Investment Program. যেটি বাংলাদেশের যুবকদের স্কিল কে বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।
,
SEIP এর মাধ্যমে ৪ মাস মেয়াদি শর্ট কোর্স করানো হয়, এখানে নিদিষ্ট কাজের ওপরে আপনাকে ট্রেনিং দেওয়ানো হবে, এতে করে আপনি কর্ম ক্ষেত্রে একজন দক্ষ মানুষ এ পরিণত হবেন। এবং কাজ শেষে আপনাকে বৃত্তি ১২৫০০/- প্রদান করা হবে। সেই সাথে পাবেন আপনার স্কিল সার্টিফিকেট।
,
SEIP বেশ কয়েকটা ক্যাটাগরির ওপরে ট্রেনিং প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম
১. ইলেকটিক্যাল ইনস্টলশন এন্ড মেন্টান্স
২. গ্রাফিক্স ডিসাইন
৩. মেশন
৪. ড্রাইভিং
৫. প্লামবিং
৬. মিড লেভেল সুপার ভাইজার
৭. রিফ্রেইজারেশন এন্ড এয়ারকন্ডিশন
৮. কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট
৯. ওয়েল্ডিং
ইত্যাদি ছাড়াও আরো কিছু কোর্স আছে, যেগুলা শিখে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
কোর্স করার যোগ্যতা ও শর্ত,
১. নূন্যতম এসএসসি পাশ হলেই সব কোর্স করতে পারবেন, কিছু কিছু কোর্স JSC পাশ করেও করতে পারবেন, রিকুরমেন্ট এ লেখা থাকবে যোগ্যতা।
২. প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত ভর্তি পরীক্ষায় উর্তীন্ন হতে হবে।
উক্ত শর্ত পূরণ হলে আপনি কোর্স এ ভর্তি হয়ে যেতে পারবেন। এর পরে আপনাকে উনারা ট্রেনিং করবে কাজের ওপরে, ট্রেনিং শেষে আপনাকে যাচাই করা হবে, আপনি পাশ করলে আপনাকে SEIP থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। যেটা আপনার স্কিল সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে।
আজ এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো পোস্টে, সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই trickbd এর সাথে থাকুন।
ধন্যবাদ।
The post সরকারি ভাবে বিনা মূল্যে SEIP কোর্স করে নিজের স্কিল বৃদ্ধি করুন, প্রশিক্ষণ শেষে ১২৫০০ /- টাকা বৃত্তি সহ সরকারি সার্টিফিকেট। appeared first on Trickbd.com.