ট্রিকবিডিতে গার্মেন্টস নিয়ে অনেক পোস্ট করেছি, আরো করবো ৷ আপনাদের সাপোর্ট পেলে নিয়মিত গার্মেন্টস নিয়ে পোস্ট করা যেতে পারে ৷
কথা না বারিয়ে দেখা যাক আমাদের নিয়মিত ব্যাবহিত প্যান্ট সম্পর্কে জানি ৷
যারা আগের পোস্ট দেখেননি দেখে নিবেন একনজরে……
[গার্মেন্টস ep-25] ধারবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ছবিতে ছবিতে অল্টার-03)
কিছু কথাঃ
আমরা তো সবাই প্যান্ট ব্যবহার করি। আমরা কি জানি আমরা যেই প্যান্টটি পড়ে আছি তার কোন অংশের কি ? অনেকেই জানি আবার অনেকেই জানিনা। আসলে এটা সম্পর্কে বেসিক ধারণা আমাদের সবারই থাকা উচিত তাই নয় কি?
একটি প্যান্টের বিভিন্ন অংশের নাম ও ছবি সহ দেখুন ।
বিভিন্য অংশের নাম গুলো হলঃ
- বেল্ট লুপ (Belt Loop)
 - ওয়েস্ট বেল্ট (Waist Belt)
 - ওয়াচ/ফ্রন্ট পকেট (Watch/fornt Pocket)
 - ব্যাক পকেট (Back pocket)
 - কয়েন পকেট (Coin Pocket)
 - ক্রোস/ফোর পয়েন্ট (Cross/4 point)
 - ইয়োক (Yoke)
 - ফ্লাই (Fly)
 - রাইজ (Rise)
 - টপ সাইড (Top Side)
 - ইন সাইড (In Side)
 - আন্ডার সাইড (Under Side)
 - ইনসেয়াম (Inseam)
 - সাইড সেয়াম (Side Seam)
 - বটম হেম (Hem)
 - লেগ ওপেনিং (Leg Opening)
 
বুজতে সমস্যা হলে কমেন্টস করুন ৷৷
আজ এই প্রযুন্ত চোক রাখুন ট্রিকবিডিতে পরবর্তী পোস্টের জন্য ৷৷||৷৷
The post [গার্মেন্টস ep-26] ধারবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন appeared first on Trickbd.com.