ব্লগারে থাম্বনেইল জেনারেটর টুল | One Click Thumbnail Generator

ফ্রীতে ব্লগিং করার জন্য সেরা একটা প্ল্যাটফর্ম হলো Blogger । যেখানে অনেক ব্লগারই বিগীনার হিসেবে ব্লগিং শুরু করে থাকেন।Blogger একটি CMS (Content Management System) যেখানে যে কেউ একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই ব্লগিং শুরু করতে পারে।এজন্য তাকে কোনো প্রকার অর্থ খরচ করতে হবে না।ওয়ার্ডপ্রেসে ব্লগিং করার জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হয়।কিন্তু ব্লগারে একটি ডোমেইন কিনলেই হয়,কিংবা সাবডোমেইন দিয়েও ব্লগিং করা যায়।গুগল এখন ব্লগারের সাবডোমেইন দিয়েও অ্যাডসেন্স এপ্রুভাল দিয়ে থাকে।

ইতোমধ্যে আমি ব্লগার নিয়ে অনেক পোস্ট করেছি সেটা আপনি আমার প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন।আশা করি ব্লগার সম্পর্কিত সকল সমস্যা নিয়ে পোস্ট করতে পারবো।ব্লগার ওয়েবসাইটে স্ট্যাটিক পেজে এবং মেইন ব্লগে বানানোর মত অনেক টুল এর স্ক্রিপ্ট এবং ব্লগার টেমপ্লেট শেয়ার করেছি আমি।আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি স্ক্রিপ্ট, যেটি দিয়ে আপনি সহজেই ব্লগারের স্ট্যাটিক পেজে একটি থাম্বনেইল জেনারেটর পেজ বনাতে পারবেন।এবং সহজেই ব্লগ পোস্টে ব্যবহার করার জন্য থাম্বনেইল বানানো যাবে ইচ্ছে মত কাস্টোমাইজ করে।

থাম্বনেইল জেনারেটর কি?

আমি ইতোমধ্যে QR Code জেনারেটর কিংবা Random Password জেনারেটর টুল শেয়ার করেছি।কিন্তু আপনার মনে কি প্রশ্ন জেগেছে,যে থাম্বনেইল জেনারেটর কি?এই টুলটি দিয়ে আপনি সহজেই আপনার ব্লগ পোস্টের জন্য থাম্বনেইল বানাতে পারবেন।ইচ্ছে মত কালার,টেক্সট দিয়ে থাম্বনেইল বানাতে পারবেন এই টুলটি ব্যবহার করে।থাম্বনেইল জেনারেট করার পর সেটি png ফরম্যাটে ডাউনলোড ও করতে পারবেন।

থাম্বনেইল জেনারেটর টুলের উপকারিতা

আমরা যারা ব্লগিং করি তাদের প্রতিনিয়ত ব্লগ পোস্ট লেখার পাশাপশি থাম্বনেইল বানাতে হয়।যা একটি সময়সাপেক্ষ ব্যাপার।তাই এই কষ্ট লাঘব করতে এই টুলটি আপনাকে সাহায্য করবে।আপনি এই টুলটি আপনার ব্লগার ব্লগের পেজে যুক্ত করলে সহজেই সেই পেজ ভিজিট করে নতুন ব্লগ পোস্টের জন্য সুন্দর থাম্বনেইল বানাতে পারবেন অনেক সহজেই এবং দ্রুত।

যেমনটা আমি একটু আগেও উল্লেখ করেছি,এই টুলটিতে আপনি কালার এবং টেক্সট চেঞ্জ করে আলাদা আলাদা ইউনিক থাম্বনেইল বানাতে পারবেন।নিচে আমি এই টুলটির একটি ডেমো লিংক দিয়ে দিচ্ছি,আপনি চাইলে দেখে আসতে পারেন।

ডেমো দেখতে : এখানে ক্লিক করুন

ডেমো তো দেখলেন।টুলটি কাজের মনে হয়েছে? তাহলে চলুন দেখা যাক কিভাবে টুলটি আমরা আমাদের ব্লগার ব্লগে ইনস্টল করবো।

ব্লগার থাম্বনেইল জেনারেটর টুল বানানোর উপায়

নিচে দেখানো স্টেপগুলো ফলো করলে আপনি সহজেই আপনার ব্লগার ওয়েবসাইটে একটি থাম্বনেইল জেনারেটর টুল বানাতে পারবেন।

Step 1 : প্রথমে যাবেন Blogger এ।তারপর যাবেন Pages এ।

Step 2 :তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

Step 3 :এখন এখানে ক্লিক করুন।

Step 4 :তারপর HTML VIEW অন করে দিন।

Step 5 :এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।

তারপর এখানে ক্লিক করে থাম্বনেইল জেনারেটর টুল স্ক্রিপ্ট ডাউনলোড করে সবগুলো কোড কপি করে কোডগুলো পেস্ট করে পেজ/পোস্টটি পাবলিশ করে দিন

আপনার পাবলিশ করা পেজ/পোস্টটি ভিজিট করে দেখুন আপনার ব্র্যান্ড নিউ Thumbnail Generator Tool রেডি।

How to add Download Box Countdown Timer in Blogger

উপসংহার

থাম্বনেইল জেনারেটর টুলটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না।আবারও নতুন কোনো বিষয়ে পোস্ট করার চেষ্টা করবো।কোনো প্রকার সমস্যা ফেস করলে কমেন্ট করে জানাবেন।

প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট , ব্লগিং টিপস , ব্লগার উইজেট স্ক্রিপ্ট , এসইও টিপস পেতে ভিজিট করুন আমার Blogen ব্লগ।আল্লাহ হাফেজ।

The post ব্লগারে থাম্বনেইল জেনারেটর টুল | One Click Thumbnail Generator appeared first on Trickbd.com.

 ব্লগারে থাম্বনেইল জেনারেটর টুল | One Click Thumbnail Generator

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form