আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল জানার উপায়।

  • আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

আমরা ফোন কেনার সময় বা আমাদের হাতে থাকা ফোনটি আসলে অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটা জানি না। আজকের আর্টিক্যালটি সম্পন্ন পড়লে খুব সহজে জানতে পারেন,আপনার হাতে থাকা ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল।

সকলে শুনে থাকবেন,যে ফোনগুলো আনঅফিশিয়াল সে ফোনগুলো নাকি বন্ধ হয়ে যাবে। যাই হোক আমাদের ফোনটি আসলে অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটা আমরা আজকে খুব সহজে জানতে পারব।

তার আগে আপনাদের ধারনা দেব, এই অফিশিয়াল এবং আনঅফিশিয়াল জিনিস টা কি।

  • অফিশিয়ালঃ

অফিশিয়াল ফোন গুলো বাজারে আসার আগে সরকারকে ভ্যাট দেয়ার পর বাজারে আসে। এবং তার পর আমরা বাজার থেকে কিনে ব্যাবহার করতে থাকি।

  • আনঅফিশিয়ালঃ

ফোন বাজারে আসার আগে সরকারকে ভ্যাট না দিয়ে বাজারে যে ফোন গুলো আসে, সে ফোনগুলো সাধারণত আনঅফিশিয়াল ফোন।

আনঅফিশিয়াল ফোন গুলোর দাম সাধারণত দামের তুলনায় অনেক কম কিন্তু সে ফোনগুলো বৈধ ফোন নয়। সরকার ইচ্ছা করলে অনেক ঝামেলা করতে পারে৷ কারন আপনি আনঅফিশিয়াল ফোন ব্যাবহার করছেন। সরকারকে ফ্যাট না দেয়া সে ফোন আপনি ব্যাবহার করছেন।

 কথা না বাড়িয়ে শুরু করা যাক, 

আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল কিভাবে জানবেনঃ-

এটি জানার জন্য আপনার ফোনটির IMEI জানা থাকা লাগে।
ফোনের বক্স এর সাথে লেখা থাকে IMEI যাদের বক্স নেই বা দূরে আছে তারা মোবাইল থেকে ডায়াল করবেন *#06# 

তার IMEI দেখাবে, তার পর সে IMEI নম্বরটি কপি করবেন বা লিখে রাখবেন।

তারপর আপনার ফোনের মেসেজে গিয়ে 

KYD (IMEI No) পাঠিয়ে দিবেন 16002 এই নম্বারে।

মেসেজ এর কোনো চার্য নেই।

ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনটি BTRC এর ডেটাবেজে আছে নাকি।
যদি BTRC ডেটাবেজে থাকে তাহলে আপনার ফোনটি অফিশিয়াল না থাকলে আপনার ফোনটি আনঅফিশিয়াল।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • যেকোন প্রয়োজনে,
  • ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 




The post আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল জানার উপায়। appeared first on Trickbd.com.

 আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল জানার উপায়।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form