FarCry 3
কেউ যদি আপনাকে হুট করে প্রশ্ন করে বসে..
ভাই একটা Legendary গেম এর নাম বলেনতো..
তখন Must Be আপনার উত্তরটা হওয়া উচিত FarCry 3.
FarCry Series এর অন্যতম গেম এটি.
২০১১ সালে রিলিজ হয় First Person Shooter Type এর এই গেম.
তবে ২০১৮ তে রিলিজ দেওয়া হয় এর Classic Edition.
রিলিজ হয় Microsoft Windows / Xbox One / Xbox 360 / Play Station 3 / Play Station 4 প্লাটফর্ম এ.
আগের গেম গুলোর মতো এই গেমেও ব্যাবহার করা হয়েছে Dunia Engine.
Action – Adventure এবং Open World গেমটির ডেভেলপার হলো Ubisoft Montreal.
গেমটি পাবলিশ ও করে Ubisoft.
গেমটি খেলা যাবে Single Player এবং Multi – Player Mode এ যার সাথে থাকছে Co – Op Mode.
বেশিরভাগ গেমররাই এই গেমকে তাদের MasterPiece গেম এর তালিকায় রেখেছে.
গেমটির স্টোরি লাইন খুব Strong & Interresting.
প্রতিটি মোড়ে মোড়ে সম্মুখীন হতে হবে নতুন নতুন Experience এর.
আবার আপনার Experience Point এর উপর ভিত্তি করে আপনাকে নিজের Skills বাড়িয়ে নিজেকে গড়ে তুলতে হবে দক্ষ মানুষ হিসেবে.
গেমটির গল্প শুরু হয় যখন এই গেম এর মূল চরিত্র Jason Brody তার ভাই.গার্লফ্রেন্ড এবং ফ্রেন্ড দের নিয়ে স্কাইড্রাইভিং করতে গিয়ে Rook Island
এ Pirates দের হাতে আটকা পড়ে.
সেখান থেকে বেরোতে গিয়ে Jason Brody কে হারাতে হয় তার বড় ভাইকে.
এরপর শুরু হয় তার ছোটভাই,গার্লফ্রেন্ড এবং বাকীদের খোজার কাজ.
গেমটির মূলত Part দুটি.
1st Part এ খেলতে হবে South Island এ.
যেখানে মূল কাজ হবে Explore The Jungle & Listen To Your Heart.
2nd Part খেলতে হয় North Island এ.
যেখানের Pirates দের শেকড় এবং শিখর দুই ই নষ্ট করতে হবে.
তারপর বাকিদের নিয়ে পালাতে হবে বাড়ির দিকে.
অবশ্য পালাবেন না থেকে যাবেন সেটা নির্ভর করে আপনার উপর.
FarCry 3 এর Interresting Character হলো Vaas Montenegro.
Vaas Montenegro এর ভূমিকায় Cast করেছেন Michal Mando.
যে আসলে ভেতর থেকে একজন ভাঙ্গা মানুষ.
তবুও Vaas পূরো গেম জুড়ে Surprise & Entertain দিয়ে যাবে.
যার মূল কথা হলো –
DID I EVER TELL YOU THE DEFINITION OF INSANITY..?
খেলার সময় খেলতে হবে Vaas এর বোনের সাথেও.
যার সাথে পরিচয় করিয়ে দিবে Dannis Roger.
যে Jason Brody কে খুজে পেয়েছিলো.
এছাড়াও খেলার সময় খুজে পাবেন আরো অনেককে.
Main Mission ছাড়াও রয়েছে Side Missions.
Liberate করতে হবে Enemy OutPost.
Radio Tower Unlock করে জিতে নিতে হবে নতুন নতুন অস্ত্র.
মারতে হবে ভয়ংকর সব হিংস্র প্রাণিদের.
তাদের চামড়া তুলেই আবার বানাতে হবে নিজের প্রয়োজনীয় সামগ্রি.
আর কথা বাড়াচ্ছি নাহ..এমনিতেই অনেক হয়েছে.
যারা এখনো খেলেননি তারা Must খেলবেন.
আর অবশ্যই যদি ভূল ক্রুটি পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন.
সৌজন্যে: Frost Gaming
যদি আপনি গেম খেলতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এবং সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে।
The post লিজেন্ডারি গেম Far Cry 3 এর কাহিনি। Car Cry 3 Game Review appeared first on Trickbd.com.