আসসালামু-অলাইকুম, আজ আমি দেখাবো কিভাবে অনলাইনে প্রিমিয়ার ব্যাংকে একাউন্ট খুলতে হয় এবং কিভাবে প্রিমিয়ার ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং বা pmoney একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হয়। তার আগে প্রিমিয়ার ব্যাংক নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক –
প্রিমিয়ার ব্যাংকঃ
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিবন্ধিত অফিস বনানী, ঢাকা, বাংলাদেশের। ড. এইচ.বি.এম. ইকবাল চেয়ারম্যান এবং শফিকুর রহমান এই ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক। এম. রিয়াজুল করিম, এফসিএমএ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রতিষ্ঠিত: 1999
কর্মচারীর সংখ্যা: 1,947 (2019)
রাজস্ব: 12.95 বিলিয়ন BDT (2019)
মোট সম্পদ: 26.19 ট্রিলিয়ন BDT (2019)
সদর দপ্তর: 42 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ
অবস্থানের সংখ্যা: 118টি শাখা, 10টি উপ-শাখা, 186টি এজেন্ট আউটলেট
সাবসিডিয়ারি: প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, অ্যাসেট ম্যানেজমেন্ট আর্ম
ওয়েবসাইটঃ প্রিমিয়ার ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবেঃ
- একাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্র,
- পাসপোর্ট সাইজের ছবি,
- একটি সচল মোবাইল নাম্বার,
- নমিনীর জাতীয় পরিচয়পত্র,
- নমিনীর পাসপোর্ট সাইজের ছবি,
- নমিনীর একটি সচল মোবাইল নাম্বার,
- ইন্টারনেট ব্যাংকিং করার জন্য একটি ইমেল।
অনলাইনে প্রিমিয়ার একাউন্ট খোলার নিয়মঃ
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমেই এই লিংকে গিয়ে Account Open এ ক্লিক করুন-
ধাপ-১ঃ Identity verification
এই ধাপে একাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্রের ছবি,নিজের ছবি এবং স্বাক্ষর দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ধাপ-২ঃ General Information
এই ধাপে একাউন্টহোল্ডারের সাধারণ তথ্য দিতে হবে তার NID অনুযায়ী।
Customer Information:
Full Name: নিজের সম্পূর্ণ নাম ( MD. Abir Hosen),
Father’s Name: বাবার নাম,
Mother’s Name: মায়ের নাম,,,
spouse Name: স্বামী/ স্ত্রীর নাম
DOB/date of birth: নিজের জন্ম তারিখ,
Gender: লিজ্ঞ,
Religion: ধর্ম,
Account Information
Type: ধরন, (এটি সম্পর্কে আমার ক্লিয়ার ধারনা নেই যদি কেও জেনে থাকেন কমেন্ট করুন,আমি পোস্ট আপডেট করে নিব)
Branch Name: শাখার নাম ( যে শাখায় একাউন্ট খুলতে চান),
Account Type: একাউন্টের ধরন ( কোন ধরনের একাউন্ট খুলতে চান Savings নাকি Current account সেটা বেছে নিন),
Source of fund: আয়েয় উৎস,
Occupation : পেশা,
Monthly Transection: মাসিক আদান-প্রদান৷ ( আনুমানিক প্রতিমাসে কত টাকা আদান-প্রদান করতে চান তার পরিমান),
Internet banking: যদি ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চান Yes আর না করতে চাইলে No দিবেন,
Email: ইন্টারনেট ব্যাংকিং এর জন্য একটি ইমেল দিতে হবে।
এগুলো দেওয়ার পর Next এ ক্লিক করুন।
ধাপ-৩ঃ Address info
এই ধাপে একাউন্টহোল্ডারের ঠিকানা দিতে হবে-
Present Address info:
Present Address: বর্তমান ঠিকানা,
District : জেলার নাম নির্বাচন করতে হবে,
City: শহর নির্বাচন করতে হবে,
Thana: থানা নির্বাচন করতে হবে,
নোটঃ যদি কারো Present Address এবং permanent address একই হয় তবে নিচে দেখানো লাল বিত্তে টিক দিলেই হবে আলাদা করে ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই।
Permanent address info
Permanent address : স্থায়ী ঠিকানা,
District : জেলা নির্বাচন করতে হবে,
City: শহর নির্বাচন করতে হবে,
Thana: থানা নির্বাচন করতে হবে,
Post Coad: আপনার পোস্ট অফিসের কোড নাম্বার দিতে হবে।
বিদ্রঃ পোস্ট কোড অজানা থাকলে এখান থেকে দেখে নিন।
ধাপ-৪ঃ Nominee Information
Name: নমিনীর নাম, ( NID অনুযায়ী)
Mobile No: নমিনীর একটি সচল মোবাইল নাম্বার,
Email: নমিনীর ইমেল, ( বাধ্যতামূলক নয়)
DOB: নমিনীর জন্ম তারিখ,
Relationship: নমিনীর সাথে আপনার সম্পর্ক,
Contact Address: নমিনীর সাথে যোগাযোগের ঠিকানা,
Document Type: ডকুমেন্টের ধরন,( NID/Passport)
ID value: NID/passport নাম্বার,
Document Front : জাতীয় পরিচয় পত্রের সামনের অংশ,
Document Back : জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশ,
Upload photo : নমিনীর পাসপোর্ট সাইজের ছবি।
সবকিছুর আপলোড করে Next বাটন চেপে পরবর্তি ধাপে চলুন।
ধাপ-৫ঃ Mobile verify
এই ধাপে একটি সচল মোবাইল নাম্বার দিয়ে একাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে।
ভেরিভাই করার জন্য নিচের দেখানো Captcha টি ডানপাসের বক্সে বসিয়ে নিচের বক্সে মোবাইল নাম্বার দিয়ে Send OTP তে ক্লিক করুন।
আপনার দেওয়া নাম্বারে নিচের মত একটি কোড যাবে সেটি OTP বক্সে বসিয়ে Verify OTP তে ক্লিক করি,
সঠিক থাকলে Successfully Verified হয়ে যাবে। তারপর Submit এ ক্লিক করুন।
দেখুন একাউন্ট তৈরী হয়ে গেছে এবং সাথে সাথে মেসেজে একাউন্ট নাম্বার চলে আসছে।
এখন উক্ত একাউন্ট নাম্বার ব্যাবহার করে টাকা লেনদেন করতে পারবেন।
একাউন্ট তো করলেন এখন টাকা লেন-দেন করার জন্য কি আপনি ব্যাংকে যাবেন? অবশ্যই এটি কষ্টকর এবং সময়ের অপচয়। আপনি চাইলে ঘরে বসেই টাকা আদান প্রদান করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ( Pmoney app) এর মাধ্যমে।
আর এই ইন্টারনেট ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবেনা,আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কাজটি করতে পারবেন।
তাই দেরি না করে Pmoney একাউন্ট খুলতে নিচের পোস্ট টি দেখুন।
বিদ্রঃ আর্টিকেল অনেক বড় হয়ে যাবে বিধায় প্রিমিয়ার ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং বা পিমানি নিয়ে অন্য পোস্টে লেখা হবে,ততক্ষন অপেক্ষা করুন- ধন্যবাদ।
পূর্বে প্রকাশিতঃ এখানে
The post অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম appeared first on Trickbd.com.