আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মহান রব্বুল আলামীন এর রহমতে ভালো আছি। অনেকদিন পরেই আপনাদের সাথে একটা নতুন আর্টিকেল নিয়ে আমি হাজির হলাম। আর্টিকেল এর টাইটেল দেখে আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যা প্রিয় পাঠকবৃন্দ আপনারা ঠিকই ধরেছেন আজ আমি অনলাইন ইনকাম এর উপর আজকের ব্লগটি লিখতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক।
আমি আজকে যে সাইটটির কথা আপনাদের মাঝে শেয়ার করবো সে সাইটটিতে আপনাদের কোন কাজ করা লাগবে না, রোবটের মাধ্যমে কাজ করা হবে।
এই সাইটে কাজ করে আপনি প্রতি দিন ০.১৫$ ইনকাম করতে পারবেন ফ্রি রোবটের মাধ্যমে। মাত্র ৩$ হলেই আপনারা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন।
যদি আপনি রেফার করতে পারেন তাহলে আপনার ইনকাম বাড়তে থাকবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রেজিষ্ট্রেশন করবেন এবং রোবট এক্টিব করবেন।
Step-1: প্রথমে
এইখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে ফেলুন এরপর এইখানে ক্লিক করে Play Store থেকে এপ টি ডাউনলোড করুন।
Step-2: Install হয়ে গেলে এপ টি ওপেন করুন।
Step-3: রেজিষ্ট্রেশন করা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
Step-6: রোবট কেনা অপশনে ক্লিক করুন। আপনাকে আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে রোবট এক্টিব করতে হবে।
Step-7: এরপর নিচের কত করে রোবট ক্রয় লেখাতে ক্লিক করে রোবট কিনে ফেলুন।
Step-8: এরপর সক্রিয়করণ লেখানে ক্লিক করে রোবট টি এক্টিব করে দিন।
ব্যস আপনার কাজ শেষ। এখন আপনি চাইলে রেফার করে ইনকাম বাড়াতে পারবেন।
The post কোন ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করুন প্রতিদিন ১০০-১০০০ টাকা পর্যন্ত | নতুন পেমেন্ট প্রুপ appeared first on Trickbd.com.