Wapka blog and magazine template download

ব্লগার বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ওয়াপকা থিম। আপনারা হয়তো এমন একটি রেস্পন্সিব ডিজাইনের ওয়াপকা থিম খুজছেন যেটিতে সকল ফিচার আছে। আজকের যে টেমপ্লেট নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে Wapka blog and magazine template download এটি নিয়ে। তাই আমি আজকে আপনাদের জন্য একটি ওয়াপকা থিম এসেছি যেটিতে আপনি সকল ফিচার পাবেন এবং ওয়াপকাতে ব্লগিং করতেও স্বাচ্ছন্দবোধ করবেন কারন অন্যান্য ওয়েব বিল্ডার থেকে ওয়াপকা ইউজারদের বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে।
Wapka blog and magazine template download

 আপনি ইচ্ছে করলেই বিভিন্ন কোড হোস্ট করতে পারবেন ওয়াপকার রোট ডিরেক্টটরিতে এটিও ওয়াপকার একটি সুন্দর ফিচার। যাহোক আজকে থিম নিয়েই বিস্তারিত আলোচনা করবো এবং ধীরে ধীরে জেনে নিবো থিমের সকল ফিচার্স। এটি একটি দুর্দান্ত ব্লগ ও ম্যাগাজিন ওয়াপকা টেমপ্লেট এটি ওয়াপকার একটি রেস্পন্সিব টেমপ্লেট। এই টেমপ্লেটটি নিয়ে আপনি ব্লগিং করতে পারবেন বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করতে পারবেন বা কোনো রিভিউ ওয়েবসাইট বানাতে পারবেন। টেমপ্লেটটি SEO ফ্রেন্ডলি Wapka blog and magazine template যেটি আপনি ওয়াপকাতে ব্যবহার করতে পারবেন এবং একটি সম্পূর্ন রেস্পন্সিব ডিজাইনের ব্লগ বা রিভিউ সাইট বানাতে পারবেন। এই থিমে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে। আপনি যদি মোবাইল দিয়ে ভিজিট করেন তবে আপনি এটির মোবাইল ভার্সন দেখতে পারবেন এবং আপনি যদি কম্পিউটার দিয়ে ভিজিট করেন তবে আপনি এটির ডেস্কটপ ভার্সন দেখতে পারবেন।

Theme Features

এই থিমটি যেহেতু আমি আমার ওয়াপকা ওয়েবসাইটের জন্য তৈরি করেছিলাম তাই এটিকে আমি অনেক ফিচার্স যুক্ত করেছিলাম। ভালোভাবে SEO করেছিলাম থিমে এবং ম্যাক্স সার্চ রেজাল্টের জন্য JSON SEOSEO যুক্ত করেছি।

রেসস্পন্সিব ডিজাইনঃ

এি টেমপ্লেটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটির ডিজাইন সকল ডিভাইসে সুন্দর করে দেখা যায়। এটি আপনি মোবাইলে মোবাইল ভার্সন দেখাবে এবং কম্পিউটারে ডেস্কটপ ভার্সন দেখাবে। থিমে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে।

নেভিগেশন মেনুঃ

এই টেমপ্লেটটির ডিজাইন এমন যে আপনি যদি মোবাইল দিয়ে ভিজিট করেন তবে আপনি এটির মেনু বা গুরুত্বপূর্ণ লিংকগুলো আপনি নেভিগেশন বারে দেখতে পারবেন। আবার যদি আপনি কম্পিউটারে ভিজিট করেন তবে আপনি এটির গুরুত্বপূর্ণ লিংকগুলো রেস্পন্সিব আকারে দেখাবে।

সাইডবার এডিয়াঃ

এটির সাইডবার দেখা যাবে কম্পিউটার দিয়ে এবং মোবাইল দিয়ে এটির সাধারন ভাবেই দেখা যাবে। সাইডবারে রয়েছে সার্চ বক্স, লেটেস্ট পোস্ট সিস্টেম, ও ক্যাটাগরি সমুহ।

ডার্কমোড সিস্টেমঃ

আপনি থিমে রাতে ব্রাউজিং এর জন্য ডার্ক মোড এনাবল করতে পারবেন এবং যেকোনো সময় ডার্ক মোড চালু বা বন্ধ করতে পারবেন।

সার্চ সিস্টেমঃ

এই থিমে সার্চ সিস্টেম যুক্ত করা হয়েছে। আপনি অন্য কোনো ওয়াপকা থিমে সার্চ সিস্টেম পাবেন না কিন্তু এই থিমে আমি সার্চ সিস্টেম যুক্ত করে দিয়েছি।

ক্যাটাগরি সিস্টেমঃ

আপনি যদি অন্যকারোর কাছ থেকে ওয়াপকা থিমে কিনেন না নেন তবে আপনি সেই থিমে ক্যাটাগরি সিস্টেম পাবেন না কিন্তু আমি এই থিমে ক্যাটাগরি সিস্টেম যুক্ত করে দিয়েছি।

আইকন ক্লাসঃ

থিমে ডিফল্টভাবে আইকন ক্লাস যুক্ত করে দেওয়া হয়েছে। এবার আপনি পোস্টের মাধ্যে আইকন যুক্ত করতে পারবেন।

বাংলা ফন্ট ইনস্টলেডঃ

থিমে বাংলা ফন্ট ইনস্টল করে দেওয়া হয়েছে বাংলাতে ব্লগিং আরো আকর্ষণীয় করতে। বাংলা ফন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে Baloda 2 ফন্টকে।

Advance SEO যুক্তঃ

এই থিমে এমনভাবে SEO করা হয়েছে যেটির SEO স্কোর রেট খুবই ভালো। থিমের হোম পেইজ ও পোস্ট পেইজে অটোমেটিক এসইও করা হয়েছে এবং সার্চ র্যাংকিংয়ে থাকার জন্য Schema এসইও কোড যুক্ত করা হয়েছে। আরো আছেঃ roboats.txt পেইজ sitemap.xml পেইজ সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ পেইজ তৈরি করে দেওয়া হয়েছে। থিমে শুধু একটি জিনিস মিসিং রয়েছে সেটি হলো কমেন্ট সিস্টেম। কমেন্ট সিস্টেম যুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যুক্ত করার সাথে সাথেই টেমপ্লেট আপডেট দেওয়া হবে।

ডাউনলোডঃ

টেমপ্লেটটি প্রিমিয়াম তাই আপনি যদি এটি ডাউনলোড করেন তবে আপনাকে কিছু পরিমানে টাকা দিতে হবে। টাকা নেওয়ার কারন হচ্ছে টেম্পলেটটি বানাতে আমাকে একটানা ৪ দিন পর্যন্ত কাজ করতে হয়েছে। এই থিমের দাম হচ্ছে মাত্র ২০০ টাকা আপনি এডমিনের সাথে যোগাযোগ করে এর দাম কিছুটা কমাতে পারবেন। টেমপ্লেটটি কিনতে বা কোনো পরামর্শের জন্য এডমিনের সাথে ফেসবুকে যোগাযোগ করুন। ফেসবুকঃ থিমের স্ক্রিনশটঃ 
Mobile version homepage with header

Mobile version navigation bar with link
Dark mode 

Footer and category 
Desktop version homepage and sidebar

Desktop version post body




 সুন্দরভাবে ব্লগিং করার জন্য প্রয়োজন একটি সুন্দর টেমপ্লেট আর আমি আজকে আপনাদেরকে তেমনই একটি সুন্দর টেমপ্লেট দিতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনার যদি অন্যকোনো টেমপ্লেট বানাতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form