আসসালামু আলাইকুম,
আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।
প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??
যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।
কম মূল্যে টপ লেভেলের ডোমেইন কিনে নিন সীমিত সময়ের মধ্যে।অনেকেই হয়তো অবাক হবেন যে মাত্র ৫০ টাকায় টপ লেভেলের ডোমেইন কে দিবে, তাও আবার ১ বছরের জন্য? কিন্তু অবাক করা বিষয় হলেও সত্যি যে ৫০ টাকায় আপনি বাংলাদেশী হোস্ট ও ডোমেইন কোম্পানী থেকে বিকাশ, নগদ কিংবা ব্যাংক বা রকেটে পেমেন্ট করে এটি (.info) রেজিস্টার করতে পারেন।তবে পরের বছর রিনিউ একটু বেশি লাগবে।আমরা সকলেই জানি, টপ লেভেল ডোমেইনগুলোতে গুগল এডসেন্স পাওয়া যায়।আর আমাদের ব্লগিং এর মূল টার্গেট সবার কম বেশি গুগল এডসেন্সের উপরেই।আর টপ লেভেলের ডোমেইন বলতে .com, .net, .org আরো কিছু আছে এইগুলোকেই বুঝি।আমরা সাধারণত এইসব ডোমেইনই ব্লগিং কিংবা ই কমার্স সাইটের জন্য কিনে থাকি।অনেকে .xyz এইটাও নেয়, এটি মূল্য বর্তমানে ১০০ কিংবা ৯৫ টাকার মতো পড়বে।এই লেভেলের ডোমেইনেও এডসেন্স পাওয়া যায়, আমিও আল্লাহর রহমতে দুইটা সাইটে পেয়েছি। .info এইটা দিও আপনি এডসেন্স পাবেন, যদি আপনার কনটেন্ট বা পোস্ট ইউনিক থাকে।এই ডোমেইনটা যারা গুগল এডসেন্স পেয়ে সাইট সেল করে দিতে চান, তাদেরকে বলবো নেওয়ার জন্য কারণ পরের বছর এর রিনিউ ফি পড়বে ২ হাজার টাকার মতো।বর্তমানে একটা অফার থাকার কারণে এর মূল্য মাত্র ৫০ টাকা।আপনি চাইলে এটি কিনে হোস্ট ছাড়াও কিছু দিন রেখে দিতে পারবেন। আপনি চাইলে এই কোম্পানি থেকেও হোস্টিং নিতে পারেন।এরা বিগত ৬ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে।আমিও গত ১ বছর ধরে তাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট।যার কারণে আপনাদের মাঝে আজকের পোস্ট করা।
তবে হোস্ট নিলে সব সময় ব্যাক আপ নিয়ে রাখবেন নিজের সেফটির জন্য।অনেকে আমার মতো তাদের সার্ভিস ও সাপোর্ট নিয়েছে।এখন বলতে পারেন আমি তাদের প্রমোট বা প্রচার করছি, বিষয়টা একদমি সেরকম নয়।তাদের পেইজে অফারটা দেখলাম তাই নিজেও একটা নিলাম আর আপনার মাঝেও জানালাম।আমি এতোক্ষণ পর্যন্ত পুতুলহোস্ট কোম্পানির কথা বলছিলাম।তবে একটা কথা বলে রাখি তাদের সার্ভারে এই বছর একবার সমস্যা হয়েছিল।তবে আমার কিংবা ইউজারদের তেমন ক্ষতি হয়নি বলে মনে করি।এইখানেও অনেকে হয়তো আছেন সিনিয়র ভাইয়েরা পুতুলহোস্ট ব্যবহার করছেন।আশা করি এই কোম্পানি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন।
সীমিত সময়ের জন্য .Info ডোমেইন রেজিস্টার / ট্রান্সফার মাত্র ৫০ টাকা।
Note: একটিভ হতে ৩ দিন সময় লাগতে পারে।
এই ডোমেইন এর সুবিধা সমুহঃ
ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল,
Nameservers Option,
Whois Information Update Option,
Private Nameservers Option,
DNS Management Option,
Domain Push Option,
Domain Redirect Option,
Email Forwarding Option,
EPP Code Option (Domain Transfer),
২৪/৭ ঘন্টা লাইভ চ্যাট, সাপোর্ট।
পেমেন্ট : বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট ডেবিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং এ
(অর্ডার ইনস্ট্যান্ট একটিভ)।
ওয়েবসাইটের লিংক Putuhost কিন্তু এখানে একটা শর্ত আছে আপনার কাংক্ষিত ডোমেইনটি একটিভ হবে তিন থেকে চার দিন পরে।অর্থাৎ সোমবার কিংবা মঙ্গলবারে, খুব সম্ভবত এটি সোমবারে একটিভ হবে।
হয়তো ব্লাক মানডেতে কোন আন্তর্জাতিক কোম্পানি একদম কম দামে এই ডোমেইনের অফার দিয়েছে।এই জন্য সোমবারে বাংলাদেশী দুই একটা সাইট মাত্র ২৫ টাকায় .info ডোমেইন সেল করবো।যার বর্তমানে নেইমচিপে মূল্য ৩ ডলার।আর আপনি যদি তিন পরে নিন আবার বাংলাদেশী কিছু কোম্পানি ১০০ টাকাতে দিবে।এখন পুতুলহোস্ট থেকে আপনিও তিন পরে ৫০ টাকায় ডোমেইনটি নিতে পারেন।আর এখনি যদি এই ডোমেইনটি নিতে চান মানে ইনস্ট্যান্ট একটিভ তাহলে পুতুলহোস্টে এর দাম পড়বে ৩৫০ টাকা।আমি সব কিছু খবর নিয়ে এরপর পোস্টটা লিখতে বসেছি।যাতে কেউ বিভ্রান্ত না হন, এরপরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।আমি কিন্তু এখনি আপনাকে পুতুলহোস্ট থেকে কিনতে বলছি না।আপনার ইচ্ছা অনুযায়ী ভালো কোম্পানি থেকে কিনুন।যাদের সার্ভিস ভালো তাদের থেকে ডোমেইন নিন।দেখা গেল ৫০ টাকার পরিবর্তে ২৫ টাকায় নিলেন, কিন্তু হঠাৎ ডোমেইন নাই তখন যদি সার্ভিস না পান, তাহলে তো সব গেলো।এখন মার্কেটে আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেখান থেকেই কিনুন, দেখে শুনে কিনুন।
তো আমি যে ডোমেইনটা কিনেছি, তার কিছু স্ক্রিনশট নিচে দিয়ে দিলাম।আমি কিন্তু জানি না অফারটা কতদিন চলবে।এটি সীমিত সময়ের জন্য, তাই সময়ের মধ্যেই আপনার কাংক্ষিত ডোমেইনটি রেজিস্টার করে নিন।
এখানে আপনার মনে জাগা প্রশ্নটি করতে পারেন
The post মাত্র ৫০ টাকায় .info ডোমেইন কিনুন appeared first on Trickbd.com.