কথা দিয়েছিলাম অথেনটিক বাউন্টি নিয়ে আপনাদের আপডেট দিবো। টেলিগ্রাম যা গতকালকেই শুরু হয়ে গিয়েছে কিন্তু ট্রিকবিডিতে তা আজকে থেকেই শুরু হয়ে গেলো। আমার সাথে আপনারা প্রথম কাজ করবেন UUEX বা USDT ওয়েবসাইটটি নিয়ে নিয়ে। যারা বাউন্টি এবং আমার করা বাউন্টি বিষয়ে প্রথম পোস্টটি মিস করেছেন তারা নিচের লিংক থেকে পড়ে আসুন।
লিংকঃ বাইন্টি হান্টিং নিয়ে বিস্তারিত – সম্পূর্ণ ফ্রিতে আয়, দরকার শুধুমাত্র ধৈর্য্য
যদি ধৈর্য্যসহকারে কাজ করতে পারেন তবেই কাজটি করবেন। যদিও বেশি কাজ নেই। শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করে KYC ভ্যারিফাই করা এবং ৭দিন কনটিনিউওয়াসলি সাইনইন করা। আপনি কী প্রস্তুত আমার সাথে জার্নি করার? চলুন শুরু করি >
ধাপে ধাপে কাজ বা প্রসেস –
- প্রথমে লিংকে ক্লিক করে ভালো করে একটি অ্যাকাউন্ট করে নিবেন। মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার সময় কান্ট্রি কোড (+৮৮০) দিয়ে নাম্বারের ঘরে ১৭১৮৯৩৮৩৯৯ এভাবে নম্বর দিবেন।
- মোবাইল নান্বার বা ইমেইল দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটিতে ইংরেজি লেটার এবং সংখ্যা দুইটার কম্বিনেশন থাকতে হবে এবং কমপক্ষে পাসওয়ার্ড ৬টি সংখ্যার হতে হবে। যেমনঃ 87gH87gH [Image-02 দেখুন]
- রেজিস্ট্রার বাটনে ক্লিক করার পরে ভেরিফিকেশন কোড দিতে বলবে। এখানে সবার আগে [Send] বাটনে ক্লিক করবেন। [Send] বাটনে ক্লিক না করলে ভেরিফিকেশন কোড পাবেন না।
- ধরে নিলাম, আপনারা অ্যাকাউন্ট করে ফেলেছেন। এখন Google Play Store এ যাবেন এবং সেখান থেকে UUEX অ্যাপটি ইন্সটল করে লগইন করবেন। অথবা, ডাউনলোড করুন এখান থেকে – Google Play Store Link
- অ্যাপ ইন্সটল হয়ে গেলে সেখানে লগইন করুন। লগইন এর পর বা দিকের কোনে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন। সেখানে নিচের দিকে Security Settings অপশন পাবেন। সেখানে সঠিকভাবে Mobile, Email এবং Identity Verification[KYC] করে নিবেন।
- Identity Verify হয়ে গেলে অ্যাপের হোমপেজে আসবেন এবং হোমপেজে থাকা Activity Centre এ প্রবেশ করবেন। অ্যাপটির ইন্টারফেজ অনেক সুন্দর খুজে পেতে সনস্যা হবে না আশা করি
- Activity Centre এর মধ্যে Continues Sign in Event খুজে বের করে সেখানে Sign in করবেন। ইভেন্টটি একটু নিচের দিকে পাবেন।
শর্তসমূহ –
- যারা কাজ করবেন বিষয়টিকে একটু সিরিয়াসলি নিয়ে কাজ করবেন।
- টানা সাতদিন সাইন ইন না করলে কিন্তু তারা ডলার দিবে না।
- ৮$ আপনি সঙ্গে সঙ্গেই উইথড্র দিতে পারবেন না। আপনাকে সাতদিন পরে ২টি ব্যাটেলে অংশ নিতে হবে লস হলে ৬$ এবং লাভ হলে আনলিমিটেড অ্যামাউন্ট নিজের পকেটে পুরতে পারবেন।
- ৬$ মিনিমাম আর্নিং হবে এখানে, ম্যাক্সিমামের কোন হিসেব নাই
- ব্যাটেল নিয়ে ভয় পাবার কিছু নেই। ব্যাটেলে সহায়তা আমি করবো।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনাদের ইন্সপায়রেশন আমার জন্য অনেক। এই পোস্ট কপি করে অন্য যায়গায় না দেওয়ার জন্য বলা হইলো, চাইলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের চ্যানেলে এড দিয়ে আমাকে আপনাদের কাছে আরও বাউন্টি শেয়ার করার জন্য অনুপ্রেরণা দিতে পারেন, ধন্যবাদ।
সবার আগে আপডেট পেতে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে- Bounty With Hossain
টেলিগ্রামে আমিঃ Najmul
কোন সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবেন না।
The post [বাউন্টি – ০১] সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিন মিনিমাম ৮$ থেকে আনলিমিটেড। ১০০% গ্যারান্টিড – আসল আর্নিং পোস্ট। appeared first on Trickbd.com.