আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. …………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ Windows-এর ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ
বিস্তারিত পোস্টঃ
১. C Drive Format করা ছাড়া Windows Install দেওয়া যায় না/ Windows Install দিলে C Drive Format হয়ে যায়!
এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। সম্ভবত মানুষের মুখে মুখে
ব্যাপারটি প্রসার লাভ করেছে। Windows Install দেওয়ার ক্ষেত্রে C Drive Format করা বা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছানির্ভর।
আপনি যদি C Drive Format না করে Windows Install দেন তবুও Windows Install হবে, আর আপনার পূর্ববর্তী Windows-এর ব্যবহৃত Files-গুলো Windows.old নামক একটি ফোল্ডারে জমা হবে। একইভাবে আপনি যদি আবারও C Drive-এ Windows Install দেন তবে সেগুলো যথক্রমে Windows.old.000, Windows.old.001, Windows.old.002 ইত্যাদি নামে একে একে জমা হতে থাকবে। তবে C Drive Format করে Windows Install দেওয়া ভালো, কারণ এতে করে পূর্ববর্তী Wondows-এর Temporary/Junk File-গুলোসহ কোনো Virus থাকলে সে Virus-এর নতুন Windows-এ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। এছাড়াও এতে করে পূর্ববর্তী Wondows-এর ব্যবহৃত একটা বড় Space ফাঁকা হয়।
২. C Drive-এ কোনোকিছু রাখতে হয় না!
এই ধারণাটিও মূলত পূর্ববর্তী ধারণা হতেই এসেছে। কারণ আপনি যদি C Drive-এ কোনোকিছু রাখেন আর যদি আপনাকে পরবর্তীতে নতুন Windows দিতে হতে পারে, তাহলে হয়তো সেগুলো চলে যাবে! না, এটা ভুল কথা। আর বাস্তবেও কিন্তু আমরা প্রত্যেকেই C Drive-এ আমাদের প্রয়োজনীয় অনেক কিছু রাখি। কীভাবে জানেন?
আপনার This PC/My Computer Open করলে উপরে দেখবেন Documents, Musics, Pictures, Videos, Downloads ইত্যাদি নামের Folder থাকে, যেখানে আপনি আমি প্রতিনিয়তই File রাখি। আর এই সবই C Drive-এই জমা হয়। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার C Drive-এ গিয়ে Users Folderটা খুলে দেখুন তো, মিল খুঁজে পান কিনা! এখন আপনার মনে হতে পারে যে, যদি সত্যি সত্যিই C Drive Format করা ছাড়াই Windows Install দেওয়া যায়, তাহলে আমাদের আগের Windows-এ থাকা এই গুরুত্বপূর্ণ Fileগুলো কোথায় পাবো? হ্যাঁ, যদি আপনি/আপনি যাকে দিয়ে নতুন Windows দিয়ে নিয়েছেন তিনি যদি C Drive Format করা ছাড়াই নতুন Windows Install দিয়ে থাকেন, তাহলে আপনি এই
আগের Windows-এ রাখা প্রয়োজনীয় File-গুলো সেই Windows.old Folder-এর ভিতরের Users Folder-এ গেলে পেয়ে যাবেন। এতোকিছু যখন বললাম, তখন আরেকটা কথাও বলে রাখি। C Drive- এ File রাখবেন, রাখুন। কিন্তু আপনার Windows-এ যদি অনেক App Install করা থাকে/আপনি Photoshop,Illustrator এর মতো ভারি Application চালান; তাহলে সবসময় চেষ্টা করবেন আপনার C Drive- এর Capacity-এর থেকে কমপক্ষে 10GB ফাঁকা রাখতে। নতুবা আপনার Windows-এর উপর চাপ পড়বে।
৩. Crack File কোনো প্রকার ক্ষতির কারণ নয়!
Crack ছাড়া তো অনেকেরই চলে না। কিন্তু জানেন কি, আমাদের Windows-এ সবথেকে বেশি Virus আসে এই Crack থেকে?
হ্যাঁ, এটা একদম সত্য। যেসব Crack File Application (.exe) আকারে থাকে সেগুলো সবথেকে ঝুঁকিপূর্ণ। তাই সবসময় চেষ্টা করবেন Product Key দিয়ে Active করতে। এটা Crack থেকে অনেক নিরাপদ। আমি বলছি না যে সব Crack-ই Virus বহন করে, কিন্তু অধিকাংশ Crack-ই এমন। আর এই ব্যাপারটা যারা দীর্ঘদিন ধরে Computer ব্যবহার করেন তারা বেশ ভালোই জানেন।
৪. সবথেকে অকাজের Antuvirus হচ্ছে Windows Defender!
Windows Defender নিয়ে চারদিকে ট্রোলের শেষ নেই। কেউ বলে শুধু Crack File কে ধরার জন্যই এর জন্ম, তো কেউ বলেন এর থেকে অকাজের Antivirus আর একটাও নেই। কিন্তু সবথেকে বড় সত্য কথা হচ্ছে Windows Defender হচ্ছে Windows-এর জন্য সবথেকে নিরাপদ আর কাজের একটা Antuvirus। হ্যাঁ, এটা সঠিক যে Windows Defender প্রায়শই Crack File কে ধরে অনেক ঝামেলা করে, অনেক Software File কে Suspecious বলে ঠিকই; কিন্তু এটাই আপনার Wondows কে সবথেকে বেশি Protect করে। আর Windows Defender আপনার Windows এর Hang এর কারণ হয় না। আপনি হয়তো Third-Party Antivirus ব্যবহার করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু অন্যান্য Antivirus-এর নিকট আপনার তথ্য কতটুকু নিরাপদ? বেশ বড় বড় Antivirus-এর Data চুরি করার ঘটনা কিন্তু নতুন নয়!
৫. Windows Update Disable করলে ঝামেলামুক্ত হওয়া যায়!
Microsoft কয়েক মাস পরপরই তদের Windows 10-এর নতুন Version বের করে আর আপনার Wondows-এ ইন্টারনেট থাকলে Automatic Update হওয়া শুরু করে। আপনারা অনেকেই অপচয় ঠেকাতে Services থেকে Windows Update কে Disable করে দেন। কিন্তু আপনি যদি এই কাজ করেন, তাহলে আপনার Windows-এর অনেকগুলো System Application ঠিকমতো কাজ করবে না; এমনকি এমন সমস্যাও দেখা যায় যে, System Application Open করা মাত্রই সাথে সাথে Close হয়ে যায়। তাই এই পদ্ধতি অবলম্বন না করে Settings থেকে Windows Update-এ গিয়ে Pause Windows Update for 7 Days, 7 More Days…… এভাবে বেশ কয়েকবার Click করে কিছুদিনের জন্য Pause করে দিবেন। এভাবে কিছুদিন পরপর করে Pause করলে অন্তত এইসব ঝামেলা পোহাতে হবে না।
Windows নিয়ে মানুষের এমন আরও অনেক ধারণা রয়েছে, যা অনভিজ্ঞতার ফলে জন্ম হয়েছে। এগুলো ক্ষেত্রে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। নতুবা আপনার কম্পিউটারের কোনো বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই কোনো বিষয়ে সন্দেহ জন্মালে আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং বিষয়টি সম্মন্ধে বিস্তারিত জানুন। তাহলে সে বিষয়টি সম্মন্ধে জ্ঞানলাভের পাশাপাশি হয়তো কম্পিউটারের ক্ষতির হাত থেকেও বাচঁতে পারেন।
……..….………….…….…………………….……… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..
তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।
ধন্যবাদ।
The post Windows Operating System সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা। appeared first on Trickbd.com.