কমিউনিকেশন সিস্টেম (Communication System) নিয়ে বিস্তারিত সকল আলোচনা।

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ কমিউনিকেশন সিস্টেম (Communication System) নিয়ে বিস্তারিত সকল আলোচনা।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

কমিউনিকেশন সিস্টেম (Communication System)

বর্তমানে “যোগাযোগ (Communication)” আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে এর যুগান্তকারী ফলাফল আমরা আমাদের চারদিকে খুব সহজেই অনুধাবন করতে পারি। ফ্যাক্স, ফোন, সংবাদপত্র, টেলিভিশন, মোবইল ফোন, কম্পিউটার ও তার সাথে দ্রুত গতির ইন্টারনেট এমনভাবে ছড়িয়ে গেছে যে, যেকোনো মুহূর্তে এসবের সাহায্যে পৃথিবীর যেকোনো প্রান্তে যোগাযোগ করতে পারছি।

কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বোঝার আগে কমিউনিকেশন ও সিস্টেম এই দুটি শব্দ আগে ভালো করে বুঝে নিই। কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ “Communicare” থেকে এসেছে যার অর্থ “to share (আদান প্রদান)”। কমিউনিকেশন শব্দটির অর্থ হল যোগাযোগ। কার সাথে কার যোগাযোগ? মানুষের সাথে মানুষের? নাকি যন্ত্রের সাথে যন্ত্রের? প্রকৃত পক্ষে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগই হচ্ছে কমিউনিকেশন। অন্যদিকে সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে।


তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে পারস্পারিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থাকে বুঝব। আর এই যোগাযোগের জন্য ইলেকট্রনিক মাধ্যম যেমন- টেলিফোন লাইন, ফাইবার অপটিকস ক্যাবল, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব ইত্যাদি ব্যবহৃত হয়। সুতরাং যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে।


যোগাযোগ প্রক্রিয়া (Communication Process ) যোগযোগের জন্য নিম্নোক্ত প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হয়


  • “”Message signal” উৎপন্ন করা যেমন- কথন, সংগীত, চিত্র অথবা কম্পিউটার উপাত্ত।
  • ● “Message signal” (যা প্রেরণ করতে হবে) তা সূক্ষ মাপের চিহ্ন দিয়ে যেমন: electric বা visual signal এর মাধ্যমে বিবৃত করা।
  • তথ্য প্রেরণে ব্যবহৃত মাধ্যমের (Medium) জন্য উপযুক্ত করে একটি মানানসই (Suitable) আকৃতিতে (Form) চিহ্নগুলো এনকোড (Encode) করা।
  • কাঙ্খিত গন্তব্যে (Destintion) এনকোডেড চিহ্নগুলো প্রেরণ করা।
  • ডিকোডিং (Decoding) এর মাধ্যমে মূল চিহ্ন (Original Symbol) পুনরুৎপাদন (Reproduce) করা।
  • মূল Message Signal পুনরুৎপাদনের পর এটি পুরোপুরি প্রেরণকৃত Message Signal এর ন্যায় থাকে না। এই অসমতা যোগাযোগ ব্যবস্থা অপূর্ণতার (imperfection) উপস্থিতির কারণে হয়ে থাকে। তবে এই অপূর্ণতার পরিমাণ (measurement) অবশ্যই নিরূপনযোগ্য (definable) হতে হবে।

কমিউনিকেশন সিস্টেম তথ্য ও যোগাযোগ ব্যবস্থা অর্থবহ করার জন্য নিম্নলিখিত কাজ করতে হয়:

  • উৎস এবং গন্তব্যের ঠিকানা ঠিক করা।
  • ডেটা পাঠানোর সঠিক পথ নির্ণয়।
  • ডেটার নিরাপত্তা নির্ধারণ।
  • ডেটা পাঠানোতে কোনো ভুল হয়ে থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় করা এবং সঠিক ভাবে প্রেরণ করা।
  •  ট্রান্সমিশনের সময় ডেটা যাতে হারিয়ে না যায় সেজন্য ডেটা আদান-প্রদানে সমন্বয় সাধনকরণ করা এবং কোনো একটি ডেটা বা ইনফরমেশন হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা। তথ্য সমূহের আদান প্রদান ব্যবস্থাপনা।
  • ডেটা সমূহকে মেসেজের আকারে পাঠানোর জন্য কাঠামো নির্ধারণ করা।
  • ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থাপনা।
……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..


তো
আজ এই পর্যন্তই আজকের পোস্টটি এখানেই শেষ করছিএই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেনএবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছিসবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন

ন্যবা





The post কমিউনিকেশন সিস্টেম (Communication System) নিয়ে বিস্তারিত সকল আলোচনা। appeared first on Trickbd.com.

 কমিউনিকেশন সিস্টেম (Communication System) নিয়ে বিস্তারিত সকল আলোচনা।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form