কি-ওয়ার্ড রিসার্চ করার জনপ্রিয় দুটি ওয়েবসাইট

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

বর্তমানে যারা ব্লগিং নিয়ে কাজ করেন তারা সব সময় চান নিজের ওয়েব সাইটে এমন পোস্ট পাবলিশ করতে যেগুলো তে বেশি পরিমাণ ভিজিটর আসে। অর্থাৎ সে পোস্ট এর সিপিসি বেশি। কিন্তু অনেকে আছেন যারা কিওয়ার্ড রিসার্চ না করেই যে কোনো পোস্ট করে ফেলেন।

এর অবশ্য মূল একটা কারণ ও রয়েছে। সেই কারণ টি হলো এখন ইন্টারনেট এ এমন কোনো ফ্রি কোর্স পাওয়া মুশকিল যেখানে ফ্রি তে কিওয়ার্ড রিসার্চ করা যায়। সব কোর্স বর্তমানে পেইড হয়ে গেছে। যার কারণে অনেকেই আছেন বা যারা নতুন ব্লগিং শুরু করেছেন তারা প্রথমেই পেইড কোর্স নিতে চান না।

তাই আজকে আমি আপনাদের সাথে এমন ২ টি ওয়েব সাইট সম্পর্কে জানাবো যে গুলো থেকে ফ্রিতে কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। নিম্নে সেগুলো সম্পর্কে বলা হলোঃ

1. UberSuggest

কি ওয়ার্ড রিসার্চ করার জন্য সব থেকে ভালো ও জনপ্রিয় টুলস হলো এই ইউবার সাজেস্ট। আপনারা চাইলেই ফ্রি তে এই ওয়েব সাইট থেকে কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই ওয়েব সাইট টি এ আপনি একদিনে দিনে শুধু মাত্র ৩ বারই কি – ওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এর থেকে বেশি পারবেন না। তবে বার বার ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে কিংবা ইমেইল চেঞ্জ করে আপনি ৩ এর অধিকবার ব্যবহার করতে পারবেন এই সাইট টি।

তো ফ্রি তে ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে দিনে শুধু ৩ বার ই চাঞ্চ দিবে। তবে চাইলে ভিপিএন ব্যবহার করে বার বার দিনে ৩ বারের বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

2. KeyWordTools.oi

এটিও বেশ জনপ্রিয় একটি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আর এটি এর সব থেকে ভালো বিষয় হলো আপনি দিনে আনলিমিটেড বার এই ওয়েব সাইট থেকে কি ওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

তবে আপনারা চাইলে আরো ভালো ভালো কি – ওয়ার্ড রিসার্চ করার জন্য, তাদের সাপ্তাহিক, মাসিক অথবা বার্ষিক প্রিমিয়াম প্ল্যান ক্রয় করতে পারেন যদি চান তো।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমার ছোট্ট একটি ওয়েব সাইট Trickjano.xyz টি তে। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post কি-ওয়ার্ড রিসার্চ করার জনপ্রিয় দুটি ওয়েবসাইট appeared first on Trickbd.com.

 কি-ওয়ার্ড রিসার্চ করার জনপ্রিয় দুটি ওয়েবসাইট

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form