সুপ্রিয় ইউটিউবার বন্ধুরা কেমন আছো সবাই, আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছো।তোমাদের জন্য আমার আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ কারন বর্তমানে ইউটিউবার এর সংখ্যা ব্লগারের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে।
আজকের পোস্টে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ' ইউটিউব থাম্বনেইল ডিজাইন PLP ফাইল' যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন।
বর্তমানে ইউটিউব অনেক জনপ্রিয় একটি পেশা যেখান থেকে যেকেউ প্রতিমাসে ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে।
আপনিও যদি একজন ইউটিউবার হন এবং আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে আপনাকে আপনার ইউটিউব ভিডিও গুলো ভালো হতে হবে সেই সাথে ভিডিও আপলোড এর সময় যুক্ত করতে হবে আকর্ষণীয় থাম্বনেই।
এখানে হয়তো অনেকেই আছেন যারা ইউটিউব এর জন্য আকর্ষণীয় থাম্বনেইল বানাতে পারেন না তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কয়েকটি আকর্ষণীয় থাম্বনেইল যেগুলো আপনি মডিফাই করে ব্যবহার করতে পারবেন।
এই থাম্বনেইল গুলো আবার মোবাইল দিয়ে এডিট করতে পারবেন যেগুলো আপনি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে নিজের মনের মতো কাস্টমাইজ করতে পারবেন।
এই থাম্বনেইলগুলো আসলে Png বা Jpg আকারে না এগুলো PLP ফরম্যাটে যেগুলো আপনি পিক্সেল ল্যাব অ্যাপে এডিট করতে পারবেন।
কী কী থাম্বনেইল গুলো থাকছে আজকের পোস্টেঃ
এই পোস্টে আমি আপনাদের সুবিধার জন্য মোট ৪ টি Plp ফাইল বানিয়েছি যেগুলো আপনার পচন্দ হবে।
এই চারটি ফাইলেই আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আপনি খুব সহজেই মডিফাই করতে পারবেন।
ডিজাইন-১ঃ
এই ডিজাইনটি আপনার পচন্দ হতে পারে এটি দেখতেও সুন্দর।
আপনি খুব সহজেই এটি এডিট করতে পারবেন মোবাইল দিয়ে এবং আপনার মনের মতো থাম্বনেইল বানাতে পারবেন এটি দিয়ে।
থাম্বনেইল টি দেখতে নিচের ছবির মতোঃ
ডিজাইন-২ঃ
এই ডিজাইনটিও আপনার পচন্দ হতে পারে এবং আপনি খুব সহজেই এডিট করতে পারবেন।
ডিজাইনটি দেখতে নিচের ছবির মতো।
ডিজাইন-৩ঃ
এই ডিজাইনটিও চমৎকার একটি ডিজাইন যেটি খুব সহজেই এডিট করতে পারবেন এবং নিচের মতো করে থাম্বনেইল বানাতে পারবেন।
থাম্বনেইলটি দেখতে নিচের মতোঃ
ডিজাইন-৪ঃ
এই ডিজাইনটি কিছুটা ইউনিক মনে হয়েছে যেগুলো আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন।
আপনি এটিকে কাস্টমাইজ করে আরো অনেক ধরনের বানাতে পারবেন।
সবগুলো ডিজাইন ডাউনলোড করার লিংক আমি উপরে দিয়েছি এগুলো আপনি খুব সহজেই ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এখান থেকে PixelLab Project PLP ডাউনলোড করে নিন
উপরে আমার দেওয়া ৪টি থাম্বনেইল ডিজাইন আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
আপনি এগুলো দিয়ে ইউটিউব এর থাম্বনেইল বানানো সহ আপনি ব্লগে পোস্ট এর থাম্বনেইল বানাতে পারবেন।
আশা করি আমার দেওয়া থাম্বনেইল Plp ফাইলগুলো আপনার পচন্দ হবে এবং আপনা যদি পচন্দ হয় তবে আপনি এগুলো নিয়ে আপনার মন্তব্য জানাতে পারেন।