মোবাইলে কেরাম বোর্ড খেলা ডাউনলোড। মোবাইলে খেলুন কেরাম বোর্ড খেলা

বর্তমানে সবারই প্রায় Android মোবাইল আছে। আপনারা নিশ্চয় আপনাদের মোবাইলে গেইম খেলে থাকেন আর নিশ্চয় ভাবছেন সাধারন কোনো খেলা ছাড়া অন্য কোনো বোর্ড গেইম খেলার জন্য। আজকের পোষ্টে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে কেরাম খেলার জন্য সেরা দুইটি কেরাম খেলা। 
আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মোবাইলে কীভাবে আপনি কেরাম বোর্ড খেলবেন এবং কেরাম খেলার জন্য দারুন দুটি গেইম। এখানে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো এই পোষ্টটি ভালো নাও লাগতে পারে আবার হয়তো এখানে অনেকেই আছেন যারা আপনাদের ফোনে শুধু ফ্রি ফায়ার খেলেন। যারা ফ্রি ফায়ার খেলেন তাদেরকে আমি বলবো ফ্রি ফায়ার খেলার পাশাপাশি এই কেরাম খেলাগুলোও খেলার জন্য। কারন অেরাম খেলতে খেলতে হয়তো আপনাদের কাছে সেটি আর ভালো লাগছে না অখবা আপনারা যারা মোবাইলে কোনো গেইম খেলেন না তারাও কেরাম খেলাটি খেলতে পারেন। আমি আজকে যে দুইটি কেরাম খেলা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি প্রায় সবাই খেলে।
মোবাইলে কেরাম বোর্ড খেলা ডাউনলোড। মোবাইলে খেলুন কেরাম বোর্ড খেলা


  আপনিও খেলাটি খেলতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। আজকে আমি যে দুইটি খেলা আপনাদের মাঝে লিখছি আপনারা খেলাগুলো অনলাইনে মানে ফেসবুক এর মাধ্যমেও খেলতে পারেন আবার প্রেক্টিস করার জন্য আপনি একাএকাও খেলতে পারেন। আপনি ইচ্ছে করলে অফলাইনে দুইজন বন্ধু মিলেও খেলতে পারবেন অথবা মোবাইলের সাথেও খেলতে পারবেন।

প্রথম খেলাটিঃ

আমি আজকে প্রথমেই যে খেলাটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কেরাম পুল বোর্ড গেইম(Carrom pool board game) যেটি আপনি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন একদম বিনামূল্যে। আপনি খেলাটি গুগল প্লেস্টোরে সার্চ করলেই সবার প্রথমে এই খেলাটিকে দেখতে পাবেন এটি সবার প্রথমেই পাবেন। খেলাটির এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে প্রায় ১ কোটির বেশি এই খেলাটি কতটা জনপ্রিয় তা ডাউনলোড সংখ্যা ও প্লেটোরে রেটিং গুলো দেখলেই বোঝা যায। খেলাটি আপনি অনলাইন ও অফলাইনে খেলতে পারবেন।
মোবাইলে কেরাম বোর্ড খেলা ডাউনলোড। মোবাইলে খেলুন কেরাম বোর্ড খেলা

মোবাইলে কেরাম বোর্ড খেলা ডাউনলোড। মোবাইলে খেলুন কেরাম বোর্ড খেলা

অনলাইনে খেললে আপনি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন। খেলাটি ডাউনলোড করতে নিচের স্ক্রিনশট অনুসরন করুন এবং স্ক্রিনশটে খেলাটির নামটি আপনি প্লে স্টোরে সার্চ করলেই খেলাটি পেয়ে যাবেন।

দ্বিতীয় খেলাটি

এই খেলাটির নাম হচ্ছে কেরাম ফ্রেন্ডস (Carrom Friends) এটিও একটি জনপ্রিয় কেরাম খেলা। এই খেলাটিও আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন একদম বিনামুল্যে। খেলাটিও একটি জনপ্রিয় খেলা এটিও অনেক বার ডাউনলোড হয়েছে এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছে। খেলাটিতে আপনি অনলাইনে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবেন ফেসবুক একাউন্ট দ্বারা লগইন করে। খেলাটি আপনি আপনার বন্ধুর সাথে অফলাইনেও খেলতে পারবেন সাথে মোবাইলের সিপিইউ এর সাথেও খেলতে পারবেন। আপনি এই খেলাটি অনলাইনে আপনার ফেসবুক ফ্রেন্ড সহ অন্যান্য দেশের জনগণের সাথে খেলতে পারবেন। 


 খেলাটি বিনামূল্যে ডাউনলোড করতে নিচের স্ক্রিনশট অনুসরন করে খেলাটির নাম প্লে স্টোরে সার্চ করে ডাউনলোড করতে পারবেন।
বিঃদ্রঃ খেলাগুলো আমার খেলতে অনেক ভালো লাগে বলেই আপনাদেরকে খেলতে বলছি। যারা ফ্রি ফায়ার খেলোয়ার আছেন তারা কিছু মনে করবেন না।

উপরে আমি দুইটি মজার কেরাম বোর্ড খেলার কথা উল্লেখ করেছি।
আশা করি আপনার কাছে খেলাগুলো খেলতে অনেক ভালো লাগবে।
বন্ধুরা খেলাটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ডাউনলোড করে খেলবেন এবং এরকম আরো মজার মজার খেলার রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form