ব্লগারে বাংলা কাস্টম ফন্ট ইনস্টল করার নিয়ম

আজকের পোস্ট আমি আপনাদের দেখাবো কীভাবে ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করবেন সাথে সম্পূর্ন প্রসেস স্ক্রিনশট দিয়ে দেখাবো।

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

সাধারন আমরা যারা বাংলা ব্লগার তাদের ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করাটা জরুরি কারন বাংলা ফন্ট ইনস্টল করাতে ব্লগের আর্টিকেল পড়তে অনেক সুন্দর লাগে।

এমনকী ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করলে ব্লগে পাঠক ব্লগ পড়ে আনন্দ পায় এবং ব্লগে ভিজিটর বাড়ানো যায়।

আপনি এই আর্টিকেলটি পড়ে খুব সহজেই আপনি আপনার ব্লগার ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন।

আমি আপনাদেরকে এই ছোট আর্টিকেল এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করবো সেই সাথে কয়েকটি বাংলা ফন্ট এর ফন্ট ফ্যামেলি দিবে যেগুলো আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন।

আজকের এই পোস্টটি মুলত তাদের জন্য যারা এখনো জানেন না কীভাবে ব্লগারে বাংলা ফন্ট ইনস্টল করতে হয়।

তো চলুন আজকের মুল পোস্ট শুরু করার আগে বাংলা ফন্ট ইনস্টল করার সুবিধা জেনে নিই।

বাংলা ফন্ট ইনস্টল করার সুবিধাঃ

আমরা সবাই চাই যাতে আমাদের ব্লগে পাঠক বেশি থাকুক আর ব্লগের পাঠক ধরে রাখার জন্য আমরা নিয়মিত কন্টেন্ট লিখি।

কিন্তু আপনি কী জানেন কন্টেন্ট এর পাশাপাশি ব্লগের ডিজাইনও ব্লগে পাঠক ধরে রাখতে পারে। 

যেমন আপনি আমার ব্লগের পোস্টটি পড়ছেন তাতে আপনার ভালো লাগছে কারন আমি আমার ব্লগে কাস্টম বাংলা ফন্ট ব্যবহার করছি।

কাস্টম বাংলা ফন্ট ব্যবহারে যেমন ব্লগের লিখা গুলো সুন্দর করে লেখা যায় তেমনি ব্লগে নিত্যনতুন পোস্ট লিখতেও ভালো লাগে।

কয়েকটি ভালো বাংলা ফন্ট ফ্যামেলিঃ

আমি এখন নিচে কয়েকটি ভালো ফন্ট ফ্যামেলি দিবো যেগুলো আপনি আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন।আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলিগুলো কপি করে আপনার ব্লগের থিমে বসিয়ে দিবেন।

সোলাইমান লিপি বাংলা ফন্ট কোডঃ

<link href="https://fonts.maateen.me/solaiman-lipi/font.css" rel="stylesheet"/>
font-family: 'SolaimanLipi', sans-serif;

সিয়াম রুপালি বাংলা ফন্ট কোডঃ

<link href="https://fonts.maateen.me/siyam-rupali/font.css" rel="stylesheet">
font-family: 'SiyamRupali', sans-serif;

কালপুরুষ বাংলা ফন্ট কোডঃ

<link href="https://fonts.maateen.me/kalpurush/font.css" rel="stylesheet">
font-family: 'Kalpurush', sans-serif;

একুশে লোহিত বাংলা ফন্ট কোডঃ

<link href="https://fonts.maateen.me/ekushey-lohit/font.css" rel="stylesheet">
font-family: 'EkusheyLohit', sans-serif;

আদর্শ লিপি বাংলা ফন্ট কোডঃ

<link href="https://fonts.maateen.me/adorsho-lipi/font.css" rel="stylesheet">
font-family: 'AdorshoLipi', sans-serif;


ব্লগারে বাংলা ফন্ট ইনস্টল করার নিয়মঃ

আপনি যদি আপনার ব্লগার ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করতে চান তবে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।

আপনি প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Quick Edit এবং প্রথমে যে অ্যাপটি আসবে এটিকে ইনস্টল করে নিন।

এবার আপনার ব্লগের টেমপ্লেটটিকে এই Quick Edit অ্যাপে এডিট করুন। 

এবার আপনি প্রথমে উপরে দেওয়া যেকোনো একটি ফন্ট ফ্যামিলি কপি করে নিন এবং আপনার ব্লগার টেমপ্লেটে শুধু <link rel=" https://www*****" rel="stylesheet"/> এমনটি আপনার ব্লগের <head> এ বসান।

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

এবার অ্যাপটিতে দেখুন Search আইকন আছে এটিকে ক্লিক করুন এবং সার্চ বক্সে দেখুন Search Text নামে একটি বক্স আছে এটিতে এই ফন্ট ফ্যামিলি গুলো দিবেন একটা একটা করে।

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম

এবার Replace with এ আমার দেওয়া ফন্ট ফ্যামিলিগুলো বসাবেন।

এবার Replace All এ ক্লিক করবেন।

এই ফন্ট ফ্যামিলিগুলোকে রিপ্লেস করবেন আপনার ফন্টের ফ্যামিলি দ্বারাতেঃ 

font-family:var(--text-font);

font-family:var(--title-font);

font-family:var(--body-font);

font-family:var(--meta-font);

 এভাবে সবগুলো ফন্ট ফ্যামিলি রিপ্লেস করে দিবেন এবং আপনার টেমপ্লেটটি সেইভ করে দিবেন।

 এবার ব্লগারে থিম ইনস্টল করে দেখুন বাংলা ফন্ট ইনস্টল হয়ে গেছে। 

 

 উপরে আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি কীভাবে ব্লগারে কাস্টম বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম সেটি।

আমি আশা করি পোস্টটি দেখে আপনি আপনার ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করতে সফল হয়েছেন।

 আপনি যদি আপনার ব্লগে বাংলা ফন্ট ইনস্টল করতে ব্যার্থ হন তবে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাকে বাংলা ফন্ট ইনস্টল করে দিবো বিনামূল্যে।


Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form