নগদের লেনদেন দেখার নিয়ম - নগদ রিকোয়েস্ট স্টেটমেন্ট

বর্তমানে নগদ একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিসেবা যেটিতে আপনারা অল্পটাকায় লেনদেন করতে পারবেন। আর আমরা কার কাছে লেনদেন করেছি এই পর্যন্ত সেটি জানার দরকার পরে মাঝে মাঝে তখন কীভাবে দেখবেন আপনার নগদে করা লেনদেন সমুহ। 
নগদের লেনদেন দেখার নিয়ম - নগদ রিকোয়েস্ট স্টেটমেন্ট

 আমরা প্রতিদিন কোনো না কোনো লেনদেন করে থাকি নগদ দিয়ে কারন নগদে পাওয়া যায় দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ সাথে সেন্ডমানি ফ্রি। আর আমাদের প্রতিদিনের লেনদেনের মধ্যে হয়তো কখনো জানার প্রয়োজন হয় আমরা কাদের সাথে লেনদেন করেছি। 
 অথবা কেউ যদি আপনার নগদ থেকে টাকা চুরি করে নিয়ে যায় তাহলে আপনি নগদের লেনদেন দেখার নিয়ম - নগদ রিকোয়েস্ট স্টেটমেন্ট দেখে চুরকে সনাক্ত করতে পারবেন।
 তো কীভাবে দেখবেন নগদের লেনদেন কীভাবে ফুল লেনদেন দেখবেন সেটি জানাদেই আজকে আমার পোস্ট। 

 নগদ লেনদেন দেখার নিয়মঃ

 নগদের লেনদেন দেখতে পারবেন দুইটি নিয়মে। আপনি যদি বাটন ব্যবহার করেন তাহরে USSD কোড ডায়াল করে নগদ লেনদেন দেখতে পারবেন আর যদি আপনি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে আপনি নগদ অ্যাপের মাধ্যমে নগদ লেনদেন দেখতে পারবেন। 
 আপনাদেরকে USSD কোড আর অ্যাপ দিয়ে কীভাবে রেনদেন দেখবেন সেটি আজকে দেখাবো। 

 USSD কোড ডায়াল করে নগদ লেনদেন দেখার নিয়মঃ

 আপনি যদি বাটন ফোন ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজেই নগদ লেনদেন দেখতে পারবেন। নগদ লেনদেন বাটন মোবাইলে দেখতে প্রথমে আপনি ডায়াল করুন *167# এবং আপনার যে সিমে নগদ একাউন্ট সে সিমে ডায়াল করুন। 
বাটন মোবাইল দিয়ে নগদ লেনদেন দেখার নিয়ম

 তারপর 7 দিয়ে Nagad এ প্রবেশ করুন। 
বাটন মোবাইল দিয়ে নগদ লেনদেন দেখার নিয়ম

 মাই নগদে প্রবেশ করার পর আপনি 2 দিয়ে Mini Statement এ প্রবেশ করুন। 
বাটন মোবাইল দিয়ে নগদ লেনদেন দেখার নিয়ম

 তারপর আপনার নগদ পিন দিন এবং সেন্ট এ ক্লিক করুন। 
বাটন মোবাইল দিয়ে নগদ লেনদেন দেখার নিয়ম

 দেখুন আপনার এই পর্যন্ত যত লেনদেন করেছেন সেগুলো দেখাচ্ছে
বাটন মোবাইল দিয়ে নগদ লেনদেন দেখার নিয়ম

এভাবে আপনি আপনার বাটন মোবাইল দিয়ে নগদ স্টেটমেন্ট দেখতে পারবেন। 

 নগদ অ্যাপ দিয়ে লেনদেন দেখার নিয়মঃ

 আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তবে আপনি খুব সহজেই নগদ লেনদেন দেখতে পারবেন। অ্যাপে লেনদেন দেখতে আপনাকে কোনো কোড দিতে হবে না শুধু নগদে লগিন করবেন এবং লেনদেন ট্যাবে ক্লিক করবেন।
 প্রথমে আপনি নগদ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং অ্যাপটি অপেন করুন। অপেন করার পর আপনার নগদ মোবাইল নাম্বার ও নগদ পিন দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
নগদ অ্যাপ দিয়ে লেনদেন দেখার নিয়ম

 প্রবেশ করার পর দেখুন লেনদেন নামে একটা ট্যাব আছে এটিতে ক্লিক করুন।
নগদ অ্যাপ দিয়ে লেনদেন দেখার নিয়ম

এবার দেখুন আপনার লেনদেন দেখাচ্ছে আমি এই মাসে লেনদেন করিনি তাই আমার লেনদেন দেখাচ্ছে না। 

 এই ছিল নগদের লেনদেন স্টেটমেন্ট দেখার ২ টি নিয়ম। আশা করি আপনি উপরের নিয়ম অনুসারে আপনার নগদ একাউন্টের লেনদেন স্টেটমেন্ট দেখতে পারবেন। 
 যদি আপনাদের এই টিউটোরিয়াল ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্ট করে জানাদে পারেন এবং যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা নগদের লেনদেন চেক করতে না পারেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form