ব্রাউজারের ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তোলার উপায়

ইন্টারনেটের এই দুনিয়ায় আমাদের সবসময় ইন্টারনেটের সহায়তা নিতে হয়।কখনো নিজের ফোনে আবার কখনো অন্যের ফোনে ইন্টারনেট ব্যবহার করতে হয়।

আবার যখন আপনি অন্যের ফোনে ইন্টারনেট ব্যবহার করেন তখন আপনি সেই ফোনে প্রাইভেটরি ইন্টারনেট ব্যবহার করেন যাতে সে ফোনে আপনার ইন্টারনেট এর তথ্যে স্থানী না হয়।

নিজের তথ্যের নিরাপত্তার জন্য ইনকগনিটো ব্রাউজিং করা হয় অন্যের ফোনে এবং ধরুন আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।

আপনি চাইলেই কিন্তু সেই তথ্যেটি সেইভ করতে পারবেন না কারন আপনি ইনকগনিটো ট্যাবে ব্রাউজিং করছেন এমনকী আপনি এটির কোনো স্ক্রিনশট তোলতে পারবেন না কারন ইনকগনিটো থেকে স্ক্রিনশট তোলা যায় না।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

কিন্তু আপনি ইচ্ছে করলেই যেকোনো ব্রাউজার থেকে ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তুলে পারবেন।কীভাবে তুলতে পারবেন সেটি জানার আগে চলুন জেনে নিই ইনকগনিটো ব্রাউজিং কী সেটি।

ইনকগনিটো ব্রাউজিং কী?

ইনকগনিটো ব্রাউজিং হচ্ছে আপনি কোনো ব্রাউজারে প্রাইভেট ভাবে ব্রাউজিং করা মানে আপনি সেখানে ব্রাউজিং করবেন কিন্তু সে ব্রাউজারে আপনার ব্রাউজিং তথ্য সংরক্ষণ হবে না।

আপনি ইনকগনিটো ট্যাবে আপনার যেকোনো একাউন্ট লগইন করে ব্রাউজিং করলেও ট্যাব বন্ধ করার পর সেই সব ডাটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে।

ইনকগনিটো মোড কখনো আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স সেইভ করবে না মানে আপনার কাছ থেকে কোনো কোকিজ, পাসওয়ার্ড,ইউজারনেইম সহ আপনার ব্রাউজিং হিস্টোরি কখনোই সংরক্ষণ করে না।

ইনকগনিটো মোড থেকে কী স্ক্রিনশট তোলা সম্ভব?

হঢা ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তোলা সম্ভব।আপনি আপনি সম্পূর্ণ টিউটোরিয়ালটি পড়ে কীভাবে তোলতে হয় সেটি জানতে পারবেন।

ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তোলার উপায়ঃ

আপনাকে কয়েকটি ব্রাউজার থেকে স্ক্রিনশট তোলার উপায় জানাবো।সেই ব্রাউজারে সেটিংস চালু করলেই স্ক্রিনশট তুলতে পারবেন। 

ক্রোম ব্রাউজার থেকেঃ

আপনি ইচ্ছে করলেই খুব সহজেই ক্রোম ব্রাউজার এর ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তুলতে পারবেন।তবে সেটির জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারের সার্চবারে যাবেন এবং সেখানে এটি টাইপ করবেন chrome://flags

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

তারপর আপনাকে একটি ক্রোমের পেইজে নিয়ে যাবে এটির জন্য কোনো ইন্টারনেট প্রয়োজন হবে না। তারপর এখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন এখানে সার্চ করবেন incognito Screenshot   তারপর আপনার কাছে একটি অপশন দেখাবে।
ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

এটিতে ক্লিক করে আপনি Enable করে দিবেন।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

এবার আপনাকে দেখাচ্ছে ব্রাউজারটি নতুন করে অপেন করতে এবং নতুন করে অপেন করুন।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

এবার ইনকগনিটো মোড থেকে দেখুন স্ক্রিনশট তোলা যাচ্ছে।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়


Brave ব্রাউজার থেকেঃ

আপনি যদি brave ব্রাউজার ব্যবহার করেন তবে আপনি brave ব্রাউজার থেকে স্ক্রিনশট তুলতে পারবেন।আপনি ব্র্যাব ব্রাউজারের ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তুলতে প্রথমে আপনি ব্র্যাব ব্রাউজারের সার্চ বারে লিখুনঃ brave://flags

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

তারপর আপনাকে একটি পেইজে নিয়ে যাবে এবং এখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

ক্রোমের মতো এখানে লিখুন Incognito Screenshot তারপর আপনার সামনে একটি অপশন আসবে।

এখানে আপনি ক্রোমের মতো Enable করে দিবেন এবং ব্রাউজারটি নতুন করে অপেন করবেন।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়

দেখুন এবার ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশট তোলা যাচ্ছে।

ব্রাউজারের ইনকগনিটো ট্যাব থেকে স্ক্রিনশট তোলার উপায়


আরো জানুনঃ 

উপরে আমি আপনাদের দুইটি ব্রাউজারের ইনকগনিটো মোড থেকে কীভাবে স্ক্রিনশট তুলবেন সেটি দেখিয়েছি।আশা করি পোস্টটি আপনার ইনকগনিটো মোডে ব্রাউজিংয়ের সময় উপকারে আসবে।

পরবর্তী পোস্টে দেখাবো কীভাবে অপেরা সহ মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে স্ক্রিনশট তুলবেন সেটি।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form