বর্তমানে টিকটক একটি জনপ্রিয় সর্টভিডিও শেয়ারিং অ্যাপ।বর্তমানে টিকটক দেখেনা এমন মানুষ খুজে পাওয়া যাবে না।আজকাল ছোট বড় সবাই টিকটক দেখে টিকটকের জনপ্রিয়তা এবার ইউটিউব কেও ছাড়িয়ে যাচ্ছে।
টিকটক আইডি ডিলিট করার নিয়ম |
আপনি টিকটকে নিজে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন সাথে হাসির বা কান্নার ভিডিও পাবেন।টিকটকে আপনি অনেক ভালো ভিডিও পেতে পারেন যেগুলো আপনার মুড ভালো করতে পারবেন।টিকটকে যেশুধু ভালো ভিডিও পাওয়া যায় শুধু তাই নয় টিকটকে অনেক খারাপ ভিডিও পাওয়া যায় যেগুলো আমাদের দেখা একদম উচিত নয়।
টিকটকে আপনারা যারা ভালো চোখে দেখছেন না তারা টিকটক আইডি ডিলিট করতে চান তারা কীভাবে কোনো ঝামেলা ছাড়া টিকটক আইডি ডিলিট করবেন সেটি আজকে দেখাবো।আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা যারা টিকটক আইডি ডিলিট করতে চান তারা সম্পূর্ন পোস্টটি মনোযোগ দিয়ে দেখুন।
টিকটক আইডি ডিলিট করার আগে কিছু বিষয়ঃ
আপনি যদি টিকটক আইডি ডিলিট করেন তাহলে আপনি টিকটক আইডির তথ্য ৩০ দিন পরে স্থানীভাবে মুছে যাবে।{alertInfo}
আপনি যদি ৩০ দিনের মধ্যে ইচ্ছে করেন আপনি আপনার টিকটক আইডি ফিরিয়ে আনবেন তাহলে আপনি টিকটক আইডি ফিরিয়ে আনতে পারবেন।{alertWarning}
টিকটক আইডি ডিলিট করার পর আপনার যত ফলোয়ার আছে আপনার যত ভিডিও আছে সব ডিলিট হয়ে যাবে।{alertError}
আরো জানুনঃ
- ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার সহজ নিয়ম
- টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম
- টেলিগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করার পদ্ধতি
কীভাবে টিকটক আইডি ডিলিট করবো?
আপনি টিকটক আইডি খুব সহজেই ডিলিট করতে পারবেন।টিকটক আইডি আপনি টিকটক অ্যাপ দিয়ে আপনি কয়েকটি স্টেপ ফলো করে ডিলিট করতে পারবেন।
টিকটক আইডি ডিলিট করতে প্রথমে আপনি টিকটক অ্যাপে প্রবেশ করুন এবং আপনার প্রোফাইলে যান।আপনার প্রোফাইলে যাওয়ার পর উপরে ডানপাশে দেখুন থ্রি ডট মেনু আছে এটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর দেখুন Manage Account নামে একটি অপশন আছে এটিতে ক্লিক করুন।
তারপর একেবারে নিচে দেখুন Delete Account নামে একটি অপশন আছে আপনি এই অপশনে ক্লিক করুন।
তারপর আপনি যদি আপনার টিকটক ডাটা ডাউনলোড করতে চান তাহলে Request Download এ ক্লিক করবেন যদি ডাটা ডাউনলোড করতে না চান তাহলে নিচে Continue বাটনে ক্লিক করবেন।
তারপর ডিলিট করার পর যা যা আপনি হারাবেন সেগুলো দেখাবে আপনি পরে Continue বাটনে ক্লিক করবেন।
তারপর আপনার নাম্বারে একটি ৪ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি দিয়ে Continue বাটনে ক্লিক করবেন।
তারপর একটি পপআপে দেখাবে আপনি কী সত্যিই আইডি ডিলিট করতে চান নাকী ডিলিট বাতিল করতে চান সেটি দেখাবে এখানে আপনি Delete এ ক্লিক করবেন।
- তারপর আপনার আইডি ডিলিট হতে শুরু করবে এবং সম্পূর্নভাবে ডিলিট হতে ১ মাস সময় লাগবে।
- আপনি ১ মাসের মধ্যে যেকোনো সময় ডিলিট বাতিল করতে পারবেন এবং ১ মাস পরে আপনার আইডি স্থানীভাবে ডিলিট হয়ে যাবে।
উপরে আমি আপনাদের দেখালাম কীভাবে টিকটক আইডি ডিলিট করতে হয় এবং আপনাদেরকে স্ক্রিনশট সহ দেখিয়েছি টিকটক আইডি ডিলিট করার নিয়ম।আশা করি উপরের টিউটোরিয়াল দেখে আপনি আপনার টিকটক আইডি ডিলিট করতে সক্ষম হবেন।