এক জায়গা থেকে অন্য যায়গায় যোগাযোগ করতে আমাদের প্রয়োজন হয় ফোনের নাম্বার।আপনি যার কাছে যোগাযোগ করতে চান তার সাথে যোগাযোগ করকর জন্য প্রয়োজন হয় তার ফোনের নাম্বারের।
কিন্তু আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ কন্টাক্ট নাম্বার ডিলেট করে ফেলেন ভুল করে তাহলে সেই নাম্বারটি কীবাবে ফিরিয়ে আনবেন।আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ কেউর নাম্বার ভুল করে ডিলিট করে ফেলেন তাহলে সেটি কীভাবে ফিরিয়ে আনবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো।
ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায় |
আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ডিলিট হওয়া নাম্বার ফিরে পাওয়ার উপায় তো সম্পূর্ণ পোস্টটি জানতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন।
আপনি ডিলিট হওয়া নাম্বারটি দুইভাবে ফিরিয়ে আনতে পারবেন সেগুলো হলো মোবাইলের কনটাক্ট অ্যাপের মাধ্যমে আরেকটি ফোন ব্যাকআপ রিস্টোর করে।
প্রথমে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোনে থাকা Contact অ্যাপের মাধ্যমে ফিরিয়ে আনবেন।
ফোনের নাম্বার Contact অ্যাপের মাধ্যমে ফিরিয়ে আনার উপায়ঃ
আজকাল সবার ফোনেই মনে হয় Google Contact অ্যাপটি আছে।এই অ্যাপটি নতুন ভার্সন ফোনে বিল্ট- ইন ভাবে পাওয়া যায় আর নাম্বার ডিলিট করার একমাত্র উপায় হচ্ছে কন্টাক্ট অ্যাপ দিয়ে ডিলিট করা।আপনি যতি কন্টাক্ট নাম্বার ডিলিট করে থাকেন তাহলে আপনি কন্টাক্ট অ্যাপ থেকে নাম্বার ফিরিয়ে আনতে পারবেন।
প্রথমে আপনি আপনার কন্টাকট অ্যাপটি অপেন করুন।
অপেন করার পর একেবারে উপরে বাম দিকে দেখুন তিনটি দাগ আছে এটিতে ক্লিক করুন।
তারপর নিচে দেখিন Trash নামে একটি অপশন আছে এটিকে ক্লিক করুন।
এই Trash এ আপনার ডিলিট করা নাম্বারগুলো দেখাবে যেখান থেকে নাম্বারগুলো আপনি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন।
ট্রাসে নাম্বার থাকলে সেগুলো ৯০ দিন পরে ডিলিট হয়ে যাবে তাই দ্রুত সেগুলোকে উদ্ধার করে নিন।উদ্ধার করতে আপনি নাম্বারগুলো সিলেক্ট করুন এবং উপরে ডানপাশে থ্রি ডট আইকনে ক্লিক করুন।
তারপর Restore নামে একটি অপশন পাবেন এটিতে ক্লিক করুন দেখুন আপনার কন্টাক্ট ফিরে এসেছে।
VCF ফাইল ইস্পোর্ট করেঃ
আপনি যদি আপনার নাস্বার ডিরিট হওয়ার আগে আপনার ফোনের নাম্বারটি Export করে রাখেন তাহলে আপনি খুব সহজেই এই ফাইলটি দিয়ে নাম্বার ফিরিয়ে আনতে পারবেন। তারজন্য আপনাকে নাম্বার ডিলিট হওয়ার আগে নাম্বারগুলো ব্যাকআপ করে রাখবেন।
প্রথমে আপনি কন্টাক্ট অ্যাপে আপনার ছবিতে ক্লিক করবেন।
তারপর App Settings এ ক্লিক করবেন।
তারপর দেখুন Import ফাইল এটিতে ক্লিক করবেন।
তারপর আপনার ব্যাকআপ করা vcf ফাইলটি সিলেক্ট করবেন।
তারপর আপনার ফোনের নাম্বার ফিরে আসতে শুরু করবে।।
তো বন্ধুরা এই ছিল ডিলিট হওয়া নাম্বার ফিরিয়ে আনার উপায়।এভাবে আপনি আপনার ডিলিট হওয়া নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন।
আশা করি উপরের টিউটোরিয়াল আপনার উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে কমেন্ট করে উপকারের কথা জানাতে পারেন।
আর যদি এই পদ্ধতিতে ডিলিট হওয়া নাম্বার ফিরিয়ে আনতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন