নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

 নগদ একাউন্ট বর্তমানে সকলেরই আছে এবং নগদে এখন সবাই টাকা লেনদেন করে থাকে।

আবার এমনও মানুষ আছেন যারা তাদের নগদের পিন নম্বার ভুলে যাওয়ার কারনে নগদে লেনদেন করতে পারেন না এবং যদি নগদের পিন নম্বার টেলিকম এর দোকান থেকে পেন রিসেট করতে চায় তাহলে তাদেরকে গুনতে হচ্ছে ১০০ টাকা বা তারও বেশী।

আপনি যদি এমন সমস্যা সমক্ষীন হন তাহলে কী আপনি ১০০ টাকা দিয়ে নগদ পিন রিসেট করবেন নাকী নিজে নিজে পিন রিসেট করবেন?  আপনার উত্তর যদি হয় নিজে নিজে পিন রিসেট করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে আমি দেখাবো কীভাবে নিজে নিজে নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

প্রথমে আমিও আমার নগদ একাউন্টের পিন ভুলে গিয়েছিলাম তারপর আমি রিতিমতো দোকানে গিয়েছিলাম এবং দোকানের মালিক বলেছিল ১০০ টাকা লাগবে।

আমি তখন ১০০ টাকাতে পিন রিসেট করে নিয়ে আসি। 

কিন্তু আপনিও যদি আপনার নগদের পিন ভুলে যান তাহলে আপনি নিজে নিজেউ চেষ্টা করে পিন রিসেট করতে পারবেন।

আর দোকানদার ভাইদের বলছি ভাই একটু সহজ কাজের জন্য কেন আপনারা আপনার কাষ্টমারদের কাছ থেকে বেশি টাকা নেন?

এত ছোট একটি অল্প সময়ের কাজের জন্য ১০০ টাকা কেন নেন? আপনারা চাইলেই কিন্তু এই কাজটি ২ মিনিটেই করতে পারেন।


আপনারা যারা আপনার নগদের পিন ভুলে গেছেন রিসেট করতে চাচ্ছেন তারা এই পোস্টটি দেখে নিজে নিজেই আপনার পিন রিসেট করতে পারবেন ইনশাআল্লাহ।

নগন একাউন্টের পিন রিসেট করার নিয়মঃ

আপনি আপনার নগদেন পিন রিসেট দুইভাবে করতে পারবেন একটি হচ্ছে নগদ কোড ডায়াল করে আরেকটি হচ্ছে নগদ অ্যাপের মাধ্যমে।

আমি আপনাদের দুইটি নিয়মেই পিন রিসেট করে দেখাবো।

আপনার নগদের পিন রিসেট করতে আপনার বেশিকিছু পয়োজন পড়বে না আপনার কাছে থাকতে হবে মাত্র আপনার আইডি কার্ডের নাম্বার, আপনার জন্মসাল, আপনার লেনদেন এর হিসাব।

প্রথমে আমি আপনাদের কোড ডায়াল করে রিসেট করে দেখাবো যেটি আপনি আপনার বাটন মোবাইল দিয়েও করতে পারবেন।

কোড ডায়াল করে পিন রিসেট করার নিয়মঃ

প্রথমে আপনি আপনার মোবাইলে নগদ এর কোড ডায়াল করবেন *167#। 

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

তারপর কতগুলো অপশন আসবে এখান থেকে আপনি 8 দিয়ে PIN Reset দিবেন।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

তারপর আরো দুইটি অপশর আসবে একটি হচ্ছে Forgot pin এবং অপরটি হচ্ছে Change Pin। আপনি যেহেতু পিন রিসেট করবেন তাই ফরগট পিন দিবেন এবং যদি পিন পাল্টাতে চান তাহলে চেঞ্জ পিন দিবেন। যেগেতু পিন ভুলে গেছেন তাই 1 Forgot Pin দিবেন।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

তারপর আরো একটা মেনু অপেন হবে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র এর নাম্বার চাইবে যেটি দিয়ে আপনি নগদ একাউন্ট খুলেছিলেন।নাম্বারটি আপনি সঠিকভাবে দিবেন ভুল দিলে হবে না।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

তারপর আপনার কাছে আপনার জন্মসাল চাইবে জন্ম সালটাও সঠিকভাবে দিবেন।

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

তারপর আপনার কাছে শেষের ৯০ দিনে কোনো লেনদেন করেছিলেন কিনা সেটি জানতে চাইবে এখানে আপনি যদি লেনদেন করেন তাহলে 1 Yes দিবেন নাহলে 2 No দিবেন। 

নগদ একাউন্টের পিন রিসেট করার নিয়ম

আমি যেহেতু ৯০ দিনে কোনো লেনদেন করিনি তাই No দিলাম। আপনি যদি Yes দেন তাহলে আপনার কাছে শেষের যে লেনদেন করেছিলেন সেটি জানতে চাইবে।

তরপর যদি আপনার তথ্য ঠিক থাকে তাহলে আপনাকে একটি কন্ফারমেশন ম্যাসেজ দিবে এবং পিন নতুন করে দিতে বলবে।

ব্যাস এবার আপনি আপনার নতুন পিন দিলেই হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া।

নগদ অ্যাপ দিয়ে পিন রিসেটঃ

নগদ অ্যাপ দিয়ে পিন রিসেট করাটা একটু কঠিন যেগুলোর থেকে কোড ডায়াল করে রিসেট করাটাই উত্তম হবে।

  • প্রথমে আপনি নগদ কাষ্টমার কেয়ারে কল দিবেন এবং আপনার সমস্যাটার কথা জানাবেন মানে পিন রিসেট করার কথা জানাবেন।
  • ফোন দেওয়ার সময অবশ্যই আপনার যে সিমের নগদ পিন ভুলে গেছেন সে সিম দিয়ে কল দিবেন।
  • তারপর তারা আপনার কাছে আপনার আইডি কার্ডের নাম্বার চাইতে পারে দিবেন, আপনার জন্ম সাল চাইলে দিবেন এবং শেষ লেনদেন এর হিসাব দিবেন।
  • আপনার দেওয়া তথ্য সঠিক থাকলে আপনার ফোনে একটি কন্ফারমেশন কোড পাঠাবে আপনি কোডটি আপনার অ্যাপে বসিয়ে দিবেন।
  • তারপর আপনাকে একটি নতুন পিন দিতে বলবে।

আপনি আপনার নতুন পিন সেট করে নিবেন তবেই কাজ শেষ। 


উপরে আমি দেখাচ্ছিলাম কীভাবে নগদের পিন রিসেট করতে হয় এবং পিন রিসেট করার নিয়ম।আশা করি পোস্টটি আপনি বোঝে নিজে নিজে নগদের পিন রিসেট করতে পারবেন।

যদি কোনো অংশ বোঝতে কোথাও সমস্যা হয় তবে কমেন্ট করতে পারেন।কমেন্টে আপনার সমস্যার সমাধান দিতে চেষ্টা করবো।

ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form