টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

 বর্তমানে টেলিগ্রাম একাউন্ট নেই এমন মানুষ খুজে পাওয়া যাবে না ছোট বড় সবাই কম বেশি টেলিগ্রাম ব্যবহার করে।টেলিগ্রাম বর্তমানে সবার কাছে খুবই জনপ্রিয় একটি ম্যাসেজিং অ্যাপ যেটিতে আপনি পাবেন অন্যান্য অ্যাপের তুলনায় বাড়তি সুবিধা।

আপনি টেলিগ্রাম দিয়ে শুধু যে ম্যাসেজিং করবেন শুধু তাই নয় বর্তমানে টেলিগ্রাম চ্যানেল দিয়ে টাকাও আয় করা যাচ্ছে।আপনার যদি একটি টেলিগ্রাম চ্যানেল থাকে এবং নেই চ্যানেলে যদি অনেক সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি সেই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন।

যাহোক আমি আজ আপনাদের সাথে কথা বলবো কীভাবে আপনি আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করবেন এবং টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার সম্পূর্ণ প্রসেস দেখাবো স্ক্রিনশট সহকারে।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

আপনার যদি একাধিক টেলিগ্রাম একাউন্ট থাকে তাহলে আপনি একটি টেলিগ্রাম একাউন্ট প্রফেশনালভাবে রাখতে পারেন যেটিতে আপনি সকল কাজকর্ম করবেন।এবং বাকী একাউন্ট গুলো ডিলিট করে দিবেন কীভাবে করবেন ডিলিট সেটি দেখাবো।

তবে আপনি যদি আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করেন তবে আপনার একাউন্টে যত তথ্য থাকবে সেসব তথ্য নিমিষেই ডিলিট হয়ে যাবে যেগুলো আপনি চাইলেও পরে আর ফিরিয়ে আনতে পারবেন না।

টেলিগ্রাম একাউন্ট একাউন্টটি ডিলিট করবেন সেটি আর কেউ খুজে পাবে না এবং আপনিও আর আপনার একাউন্ট ফিরে পাবেন না।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার উপায়গুলোঃ

আপনি যদি আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনি আপনার একাউন্ট অ্যাপ দিয়ে ডিলিটর করতে পারবেন না।

আপনার একাউন্ট ডিলিট করতে আপনাকে টেলিগ্রাম এর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনি যে একাউন্টটি ডিলিট করতে চান সেটির তথ্য দিয়ে লগইন করতে হবে।

প্রথমে আপনি টেলিগ্রাম এর এই লিংকে যান https://my.telegram.org এবং সেখানে দেখতে পাবেন একটি ফোন নস্বর চাইবে।

এখানে আপনি যে একাউন্ট ডিলিট করবের সেটির ফোন নাস্বার দিবেন।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

ফোন নাম্বার দেওয়ার আগে নাম্বারের আগে কান্ট্রি কোড দিবেন +88 দিয়ে তারপর আপনার নাম্বারটি দিবের।

এবার Next এ ক্লিক করার পর আপনার টেলিগ্রাম একাউন্টে কন্ফারমেশন কোড পাঠাবে।আপনি আপনার টেলিগ্রাম অ্যাপে ডুকে কর্ফারসেশন কোডটি কপি করে ওয়েবসাইটের কন্ফারমেশর বক্সে বসাবেন।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

তারপর একটি পেইজে নিয়ে যাবে সেখানে দেখবেন Your Telegram Core এবং এটির নিচে তিনটি অপশন পাবেন।এখান থেকে আপনি Delete Account এ ক্লিক করবেন। 

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

তারপর আরো একটি নতুন পেইজ অপেন হবে এখানে আপনার কাছে জানতে চাইবে কেন আপনি টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে চান এখানে আপনার উত্তর দিয়ে Delete My Account এ ক্লিক করবেন।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

তারপর একটা পপআপ ম্যাসেজ দেখাবে এখানে আপনি Yes বাটনে ক্লিক করবেন।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

তারপর আপনার একাউন্ট ডিলিট হতে শুরু করবে এবং ডিলিট হয়ে গেলে আপনাকে একটি পেইজে নিয়ে যাবে সেখানে দেখাবে Your Account was successfully deleted এমন দেখাবে।

টেলিগ্রাম একাউন্ট ডিলিট করার নিয়ম

ব্যাস আপনি আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতর সফল হয়েছেন।এভাবে আপনি ট্রাই করলে আপনার টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে পারবেন।

আরো জানুনঃ

ডিয়ার ফ্রেন্ডস উপরে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে টেলিগ্রাম একাউন্ট ডিলিট করতে হয়।আশা করি পোস্টটি আপনার জন্য উপকারি হয়েছে। 

একাউন্ট ডিলিট করার করার আগে আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে আপনি আর আপনার একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form