ব্লগারে Schema seo কোড যুক্ত করা উপায়

সুপ্রিয় ব্লগার বন্ধুরা আমি আবারো আরো একটি পোস্ট নিয়ে এলাম আশা করছব তোমাদের ভালো লাগবে। আজকে আমি এই পোস্টে দেখাবো কীভাবে আপনি আপনার ব্লগার ব্লগে স্কেমা মার্কাপ এসইও কোড যুক্ত করবেন এবং এই কোড যুক্ত করার উপকারিতা। বন্ধুরা তোমরা যারা আমার আগের পোস্টটি পড়েছো তোমাদের আমার আজকের টিউটোরিয়ালটি বোঝতে সহজ হবে। কারন আমার আগের টিউটোরিয়ালটি ছিল ব্লগস্পটের ব্লগে এসইও করার প্রথম পার্ট আর আজকের এই টিউটোরিয়াল টি হচ্ছে দ্বিতীয় পার্ট। আপনারা ব্লগারের বেসিক এসইও এর প্রথম পার্টটি মিস করেছেন তারা চাইলে প্রথমে বেসিক পার্টটি পড়ে নিতে পারেন এবং বেসিক পার্টটি পড়া শেষ হলে এই পার্টটি পড়তে পারেন। ব্লগারের বেসিক এসইও সেটিংস ২০২২ নতুনদের জন্যআমি আগের পার্টে দেখিয়ে ছিলাম ব্লগারের কিছু সাধারন এসইও সেটিংস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে দেখাবো ব্লগারের সার্চ ইঞ্জিনগুলোতে রিচ রেজাল্ট পেতে কীভাবে এই কোডগুলো যুক্ত করবেন।
Schema.org seo code for blogger 2022

আজকের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ব্লগার সাইটের পরিপূর্ণ এসইও করতে এবং এটি যেকোনো কন্টেন্টকে সার্চ রেজাল্টে টপ পজিশনে রাখতে সাহায্য করে। অনেকের ব্লগেই দেখা যায় স্কেমা এসইও কোড দেওয়া থাকে না যাদের ব্লগে স্কেমা এই কোডগুলো না তারা এই পোস্টটি পড়ে আপনার ব্লগে যুক্ত করতে পারবেন। আর যাদের ব্লগে এই কোযগুলো আছে তাদের এটি যুক্ত করার কোনো প্রয়োজন নেই।

কেন schema এসইও যুক্ত করা গুরুত্বপূর্ণঃ

ব্লগার বা অন্যান্য ওয়েবসাইটে স্কেমা এসইও কোড যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ কারন এই এসইও স্কেমা কোড আপনার ব্লহের কন্টেন্টকে দ্রুত সার্চ ইঞ্জিনে ইনডেস্ক করে এবং এটি সার্চ ইঞ্জিনে ম্যাক্স রিচ রেজাল্ট পেতে সাহায্য করে। আপনি যদি আপনার সাইটে স্কেমা যুক্ত না করেন তবে আপনি সার্চ ইঞ্জিন হতে আশানুরূপ সাফল্য পাবেন না তাই এটি ব্লগে যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। স্কেমা এসইও কোডগুলো মুলত হচ্ছে একটি json স্ক্রিপ্ট যেটি ব্লগে আর্টিকেল বা অন্য কোনো কিছুর সমন্বয়ে গঠিত হয়।

কীভাবে ব্লগে যুক্ত করবেনঃ

বন্ধুরা এই কোডগুলো যুক্ত করা কোনো কঠিন কাজই না আপনি আপনার ব্লগে খুব সহজেই যুক্ত করে ফেলতে পারবেন। আপনি যদি সাধারনত html সমন্ধে ধারনা থাকে তাহলেও আপনি খুব সহজেই যুক্ত করে ফেলতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে যুক্ত করবেন। ধাপ-১) প্রথমে আপনি আপনার ব্লগারে লগইন করুন এবং আপনার ব্লগটি নির্বাচন করুন যেটিতে আপনি এটি যুক্ত করতে চান। তারপর আপনাকে ব্লগের থিম অপশনে চলে যেতে হবে এবং আপনার টেমপ্লেটটিকে ব্যাকআপ করে নিবেন। টেমপ্লেট ব্যাকআপ নেওয়ার কারন হচ্ছে যদি কোডগুলো সঠিকভাবে যুক্ত না করতে পারেন তাহলে যেভাবে আবার টেমপ্লেটটি নতুন করে রিস্টোর করতে পারেন। এবার ব্লগার টেমপ্লেটটি ইডিট অপশনে যান এবং আপনি টেমপ্লেটটিতে সার্চ করুন <data.post:body/> এবং এটি যদি পেয়ে যান তবে এটির নিচে আপনাকে যুক্ত করতে হবে। অথবা যদি <head> অংশেও যুক্ত করেন তবুো সমস্যা হবে না। কোডটি এখান থেকে কপি করে নিন এবং আপনার সাইটের <head> অথবা <data.post:body/> তে যুক্ত করে দিন। কোডঃ
<b:if cond='data:view.isPost'><script type='application/ld+json'>{"@context": "http://schema.org","@type": "Article","@id": "<data:post.url/>#post-body-<data:post.id/>","mainEntityOfPage": "<data:post.url/>","headline": "<data:post.title/>","name": "<data:post.title/>","url": "<data:post.url/>","description": "<data:blog.metaDescription/>","image":"<data:post.featuredImage/>","datePublished": "<data:post.date.iso8601/>","dateModified": "<data:post.date.iso8601/>","author": {"@type": "Person","name":"<data:post.author.name/>","url": "<data:blog.homepageUrl.jsonEscaped/>"},"publisher": {"@type": "Organization","name": "<data:blog.homepageUrl.jsonEscaped/>","description": "এইখানে আপনার ব্লগের ডেসস্ক্রিপশন দিন","logo": {"@type": "ImageObject","url": "এখানে আপনার ব্লগের একটি লোগো পিকচার এর লিংক দিন","width": 600,"height": 60
}}}
</script>
</b:if>
আরো পড়তেঃব্লগে আর্টিকেল লিখার জন্য প্রতিদিন নতুন টপিক যেভাবে পাবেনবন্ধুরা এই কোডগুলো খুবই সাবধানতার সাথে যুক্ত করবেন কারন কোনো অংশে ভুল করলে সমস্যা হতে পারে। আপনারা নিশ্চয় কীভাবে এটি ব্লগে করবেন সেটি বোঝতর পেরেছেন যদি বোঝতে কোনো সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে পারেন।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form