টেলিগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করার পদ্ধতি

টেলিগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করার নিয়ম। টেলিগ্রাম বললেই আমাদের সামনে ভেসে ওঠে একটি রকেট যার মাধ্যমে সহজেই আমরা সবার সাথে ম্যাসেজিং অডিও কল সহ ভিডিও কল করার অ্যাপ। 
 টেলিগ্রাম বর্তমানে ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটি ফ্রি ম্যাসেজিং অ্যাপ হওয়ায় সবাই টেলিগ্রাম ব্যবহার করুন। আমরা যতি কোনো একটি বিষয়ে সবাই মিলে ডিসকাশন করতে চাই তাহলে টেলিগ্রাম হয় আমাদের সবার সেরা। কারন টেলিগ্রামে গ্রুফ চ্যাটিং করা যায় যেটি একজন ছাত্র শিক্ষক এর একটি শিক্ষা প্লাটফর্মের মতো কাজ করে। 
 আপনি যদি কোনো শিক্ষনীয় প্রকেক্ট করতে চান তবে টেলিগ্রাম হতে পারে আমাদের বেস্ট। যেহেতু টেলিগ্রাম আমাদের কাজে গুরুত্বপূর্ণ হয়েগেছে তাই আমাদের টেলিগ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 
টেলিগ্রাম টু স্টেপ ভেরিফিকেশন করার নিয়ম ও কেন টু স্টেপ ভেরিফিকেশন প্রয়োজন

 টেলিগ্রাম টু-স্টেপ ভেরিফিকেশন' চালু করার মাধ্যমে আমরা আমাদের টেলিগ্রাম একাউন্ট সুরক্ষিত রাখতে পারি। আর আমি আজকে এই পোস্টে দেখাবো কীভাবে আপনি আপনার টেলিগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করবেন মানে আপনার টেলিগ্রাম একাউন্টে আপনি লগইন করলে আপনাকে একটি কোড পাঠাবে। তারপর আপনি আপনার কাছে আসা কোডটি বসালেই শুধু লগইন করতে পারবেন। এভাবে যদি আপনার ফোন সহ সিমটি অন্য কেউর কাছে থাকে তাহলেও কেউ আপনার টেলিগ্রাম একাউন্টে লগইন করতে পারবে না। কারন টু স্টেপ ভেরিফিকেশন এর মাধ্যমে আপনি আপনার একাউন্টে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেই পাসওয়ার্ড দিযে লগইন করতে পারবেন। টেলিগ্রাম টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেটির মাধ্যমে কেউ আপনার একাউন্টে লগইন করতে চাইলে লগইন করার জন্য একটি লগইন কোড দিয়ে নিরাপত্তা যাচাই সিস্টেম। মানে আপনি যদি আপনার টেলিগ্রামে ঢুকতে চান তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে একাউন্টটি আপনার এবং আপনার কাছে লগইন করার জন্য টেলিগ্রাম থেকে কোড দিবে সেটি বসিয়ে লগইন করতে হবে। কীভাবে টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সেটি পুরোপুরি ভাবে জানাতেই আমার আজকের পোস্ট।

টেলিগ্রাম টু স্টেপ ভেরিফিকেশন করার সুবিধাঃ

টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন করার অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনার জানা উচিক এবং আপনাকে সে-সম্পর্কে অবগত হওয়া জরুরি। আমরা যেহেতু টেলিগ্রামে ফ্রিতে আমাদের তথ্য শেযার করতর পারি সে জন্য আমাদের তথ্য যাতে হ্যাক হয়ে না যায সে জন্য আমাদের টেলিগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এতে আপনার ব্যাক্তিগত তথ্য কেউ দেখতে পারবে না এবং আপনি কারসাথে ম্যাসেজিং করেন সেটিও জানতে পারবে না। সাধারন আমরা টেলিগ্রাম একাউন্টে লগইন করি মোবাইলে এসেমএস এর মাধ্যমে আসা কোড দিয়ে কিন্তু আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন তবে আপনাকে প্রথমে ফোনে আসা কোড দিতে হবে তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এক্ষেত্রে যদি আপনার ফোনটি অন্য কেউর হাতে থাকে তবুও লগইন করতে পারবে না কারন সে আপনার টেলিগ্রাম একাউন্টের পাসওয়ার্ড জানবে না। কিন্তু কেউ যদি আপনার টেলিগ্রাম একাউন্টের পাসওয়ার ফর্গেট করার চেষ্টা করে তবুও সে ফর্গেট করতে পারবে না কারন এক্ষেত্রে আপসি আগে থেকেই একটি রিকোভারি ইমেইল সেট করে রাখবেন। যদি অন্য কেউ পাসওয়ার্ড রিকোরারি করতে চাই তবে সেক্ষেত্রে আপনার ইমেইলে পাসওয়ার্ড রিকোভারির কোড আসবে যা অন্য কেউ জানদে পারবে না। এভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশন এর অনেক সুবিধা পেতে পারেন যদি আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন। আপনার টেলিগ্রাম একাউন্ট কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার একাউন্ট থাকবে সবসময় নিরাপদ।

কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেনঃ

টেলিগ্রাম অ্যাপ দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা খুবই সহজ। আর আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি মোবাইলের অ্যাপ দিয়ে সহজেই টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। আমি আশা করবো নেচের সহজ টিউটোরিয়াল দেখে আপনি আপনার একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন। টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে আপনি আপনার টেলিগ্রাম একাউন্টে লগইন করুন। লগইন সফল হলে আপনি টেলিগ্রাম এর থ্রি ডট থেকে সেটিংসে চলে যাবেন।
টেলিগ্রাম টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য সেটিংসে যান

সেটিংসে যাওয়ার পর আপনি Privacy and Policy নামে একটি অপশন দেখতে পাবেন এটিতে ক্লিক করুন।
প্রাইভেসি পলেসিতে ক্লিক করুন

এবার নিচে দেখুন দেওয়া আছে Two step verification নামে একটি অপশন এটিতে ক্লিক করুন।
টু স্টেপ ভেরিফিকেশন  এ ক্লিক করুন

এবার আপনি এখানে আপনি একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন এটিই জবে টু স্টেপ ভেরিফিকেশন।
Set password এ ক্লিক করুন
এখানে আপনার পাসওয়ার্ড দিন



এবার continue তে ক্লিক করুন। তারপর আপনাকে একটি রিকোভারি ইমেইল দিতে হবে যেটির সাহায্যে আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও উদ্ধার করতে পারবেন এবং Continue তে ক্লিক করুন।

ব্যাস আপনার টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেলো। তারপর আপনার ইমেইলে একটি কন্ফারমেশন কোড যাবে এটি দিলেই হবে।
আরো জানুনঃ

 বন্ধুরা আমি উপরে আপনাদের দেখছি কীভাবে আপনি আপনার টেলিগ্রাম একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। আশা করি উপরের উপায়গুলো অনুসরণ করে আপনি আপনার একাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন এবং আপনার একাউন্টের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। উপরের ধাপগলো অনুসরণ করে আপনি টেলিগ্রাম এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও চালু করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ আজকের সম্পূর্ন পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form