বন্ধুরা স্বাগতম আপনাকে আজকে আমার আরো একটি নতুন পোস্টে। এই পোস্টে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সকল সিমের নাম্বার কোড যেগুলো হয়তো আপনি জানেন না। আপনি কী জানেন কোন সিম কোন কোড দিয়ে নাম্বার তৈরি করেছে? না জেনে থাকলে আপনি এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন খুব সহজেই। বাংলাদেশি সিমের কাস্ট্রি কোড হচ্ছে (+880) এবং আপনি শুধু এই কোডটি বাংলাদেশি সিমের নাম্বারের আগেই দেখতে পাবেন।
কিন্তু আপনি যখন কোনো বিদেশি নাম্বার দেখবেন তখন দেখবেন বাংলাদেমি সিমের কোডটি নেই সেখানে যে দেমের নাম্বার সে দেশের কোডটি দেওয়া থাকবে। আপনি কী জানেন আমাদের দেশের সকল সিমের শুরুর আগে কী থাকে? আমি আজ আপনাদের দেখাবো বাংলালিংক, গ্রামীনফোন, টেলিটক,রবি, এয়ারটেল,স্কিটো এসব সিমের শুরুর কোডগুলো কী।
সকল সিমের নাম্বার কোড |
কিন্তু আপনি যখন কোনো বিদেশি নাম্বার দেখবেন তখন দেখবেন বাংলাদেমি সিমের কোডটি নেই সেখানে যে দেমের নাম্বার সে দেশের কোডটি দেওয়া থাকবে। আপনি কী জানেন আমাদের দেশের সকল সিমের শুরুর আগে কী থাকে? আমি আজ আপনাদের দেখাবো বাংলালিংক, গ্রামীনফোন, টেলিটক,রবি, এয়ারটেল,স্কিটো এসব সিমের শুরুর কোডগুলো কী।
সকল সিমের শুরুর কোড ২০২২
আপনাদের দেখাবো আজ সকল সিমের শুরুতে কোন কোডগুলো দিয়ে শুরু হয় সেটি।বাংলালিংক সিমের নাস্বার কোডঃ
বাংলালিংক নাম্বারের আগে কোন কোড থাকে জানেন? বাংলালিংক নাম্বারের আগে থাকে ০১৯ এই তিনটি কোড। আপনি যদি কোনো নাম্বারের আগে ০১৯ দেখেন তবে আপনি খুব সহজেই বোঝে যাবেন এটি বাংলালিংক সিমের নাম্বার। ০১৯ কোন কোন সিম,০১৪ দিয়ে কোন সিম এটি আমি আপনাদের দেখাবো আজকে। আপনি কী জানেন সম্প্রতি বাংলালিংক ০১৪ দিয়ে সিম বিক্রি করতে শুরু করেছে। আপনি যদি 019 বা 014 দিয়ে কোন নাম্বার দিয়ে আপনার ফোনে কল আসতে দেখেন তবে আপনি সহজেই জেনে যাবেন এটি বাংলালিংক সিম।বাংলালিংক সিমে টাকা দেখার কোডঃ
আপনি যদি বাংলালিংক সিমে আপনার ব্যালেন্স টাকা দেখতে চান তবে আপনি খুব সহজেই দেখতে পারবেন। তারজন্য আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *124# এবং বাংলালিংক সিমে ডায়াল করুন।বাংলালিংক সিমে MB দেখার কোডঃ
আপনি আপনার বাংলালিংক সিমে খুব সহজেই এমবি দেখতে পারেন। বাংলালিংক সিমে এমবি দেখতে ডায়াল করুন *121*100# অথবা *5000*500# এবং আপনার বাংলালিংক সিমে ডায়াল করুন।আপনি খুব সহজেই বাংলালিংক সিমে মিনিট দেখতে পারবেন। বাংলালিংক সিমে মিনিট দেখতে ডায়াল করুন *121*100# অথবা *121*100*1# ডায়াল করুন।
গ্রামিনফোন সিমের নাম্বার কোডঃ
উপরে আমি আপনাদেরকে বাংলালিংক সিমের নাম্বার কোড দেখালাম এখন দেখাবো গ্রামিনফোন সিমের নাম্বার কোডগুলো। বাংলালিংকের মতো গ্রামিনফোনেই দুইটি কোড দিয়ে নাম্বার বিক্রি শুরু করেছে। আপনি হয়তো আগে ০১৭ দিয়ে গ্রামিনফোন সিম দেখেছেন কিন্তু গ্রামিনফোন ২০১৯ সাল থেকে ০১৩ নাম্বার কোড দিয়ে সিম বিক্রি শুরু করেছে। 013 কোন সিমের কোড? 013 বাংলাদেশি গ্রামিনফোন সিমের কোড। এটি তারা নতুন বিক্রি করতে শুরু করেছে ৪ জি (4G)নেটওয়ার্কের সাথে।গ্রামিনফোন সিমে টাকা দেখার কোডঃ
আপনি যদি গ্রামিন ফোন গ্রাহক হন তবে আপনি সহজেই গ্রামিনফোনে আপনার ব্যালেন্স টাকা দেখতে পারবেন। গ্রামিনফোনে টাকা দেখতে ডায়াল করুন *566# এবং আপনার গ্রামিনফোন সিমে ডায়াল করুন।গ্রামিনফোন সিমে MB দেখার কোডঃ
আপনি যদি গ্রামিনফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তবে আপনি খুব সহজই দেখে নিতে পারেন আপনার সিমে কত এমবি আছে। ডায়াল করুন *121*1*2# এবং একটি SMS এ জানিয়ে দিবে আপনার সিমে কত এমবি আছে। মিনিট দেখতেও একই কোড ডায়াল করুন।টেলিটক সিমের নাম্বার কোডঃ
বাংলাদেশে টেলিটক ২০০৪ সাল থেকে যাত্রা শুরু করে এবং টেলিটক সিম শুরু হয় ০১৫ কোড দিয়ে। আপনার কাছে যদি ০১৫ দিয়ে কোনো কল বা ম্যাসেজ আসে তবে এই নাম্বারটি টেলিটক সিমের। টেলিটক সিম দেখতে এমন হয় (+88015********) এটি টেলিটক নিমের নাম্বার।স্কিটো সিমের নাম্বার কোডঃ
আপনি যদি স্কিটো সিম ব্যবহার করতে চান তবে স্কিটো সিমে নাম্বার হবে ০১৭ দিয়ে গ্রামিনফোনের নাম্বার এর মতো। স্কিটো যেহেতু গ্রামিনফোনের একটি অংশ তাই এটি ০১৭ দিয়ে শুরু হবে।এয়ার্টেল সিমের নাম্বার কোডঃ
এয়ার্টেল সিমের নাম্বার কোড হচ্ছে ০১৮, আপনার কাছে যদি ০১৮ নাম্বার দিয়ে কোনো ফোন বা ম্যাসেজ আসে তবে সেটি এয়ারটেল সিম। বর্তমানে এয়ারটেল সিম দিয়ে হ্যাকাররা বেশি স্পাম করে তাই এয়ারটেল থেকে কোনো প্রমোশনার SMS আসলে বিশ্বাস করবেন না।রবি সিমের নাম্বার কোডঃ
আপনি কী জানেন রবি সিম বেশ কয়েক বছর ধরে যাত্রা শুরু করে। এই সিমের নাম্বার কোড হচ্ছে ০১৬, বাংলাদেশে রবি সিমের ব্যবহার খুবই কম দেখা যায়া। উপরে আমি আপনাদেরকে বাংলাদেশের সকল সিমের নাম্বার কোড দেখাতে সক্ষম হয়েছি। উপরের প্যারাগ্রাফগুলো পড়ে নিশ্চয় আপনার সকল সিমের একটা ধারনা হয়েছে । উপরে যদি কোনো ভুল লিখে থাকি তবে কমেন্টে ভুলটা ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটা পড়ার জন্য
Tags
Telecom