আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ট্রিকবিডির নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম
।আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে নতুন একটি ট্রিক সেয়ার করবো। কিভাবে USA virtual phone number নিবেন?
অনেকেই আছি যারা usa virtual phone number নেওয়ার প্রসেস জানেন না, সো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল।
USA virtual phone number process :
আমরা সাধারণত বিভিন্ন উপায়ে এই নাম্বার নিতে পারি। ফ্রি ও পেইড সার্ভিস রয়েছে। আবার বিভিন্ন ওয়েবসাইট থেকে টেম্পোরারি নাম্বার নিতে পারি। কিন্তু আজকে দেখাবো নতুন একটি এ্যাপ। যেখান থেকে এই নাম্বার নিতে পারবো। তো চলুন শুরু করি নতুন কিছু।
কি কি কাজে এই নাম্বার ব্যাবহার করা যাবে?
১:USA /Canada/UK তে ফ্রি কথা বলার জন্য
2:Viber এ আনলিমিটেড একাউন্ট তৈরি করতে।
৩: WhatsApp এ একাউন্ট করতে।
How to claim virtual Number?
এখানে ক্লিক করে এপটি ডাউনলোড করে ইনস্টল করুন। এবং ওপেন করুন।
এরপর create account এ ক্লিক করুন। এবং সাইন আপ করুন জিমেইল দিয়ে।
সাইনআপ কমপ্লিট হলে মেইল পাবেন, মেইল ভেরিফাই করুন। এবং এ্যাপ এ ফিরত আসুন।
এবার “virtual phone” এ ক্লিক করুন এবং “enable ringing ” অন করুন।
এখন কাজ শেষ। এটিও হলো আপনার USA virtual phone number. যেটি দিয়ে কল এর মাধ্যমে যেকোনো এ্যাপ ভেরিফাই করতে পারবেন।
আর দেখুন :Free internet 2024
The post কিভাবে USA virtual phone number নিবেন? appeared first on Trickbd.com.