নিয়ে নিন Tik VPN Trail ৭ দিনের জন্য (সীমিত সময়ের জন্য)

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকের এই পোস্ট এ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে
Tik VPN এর Trail নিবেন,  যেহেতু এটি Trail তাই ব্যবহার করতে পারবেন মাত্র ৭ দিন।

ট্রিকবিডির টেলিগ্রাম চ্যানেলে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন VPN নিয়ে পোস্ট দেবার জন্য, তাই আজকে নিয়ে এলাম।
Tik VPN Android, IOS Windows এবং Mac সব Device এই ব্যবহারযোগ্য।

তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে নেমে পরিঃ

প্রথমে TikVPN এ একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, আপনারা চাইলে Temp Mail ব্যবহার করতে পারবেন আমি নিজেও Temp Mail ব্যবহার করব।

অ্যাকাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন

এখানে উপরে মেইল এবং নিচে ইচ্ছা মত পাসওয়ার্ড দিন


মেইল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে “Get Started For Free” তে ক্লিক করুন
(আমি Mail.tm সাইটের Temp Mail ব্যবহার করছি)


Get Started এ ক্লিক করার পরে এমন স্ক্রীন আসলে বুঝে নিবেন অ্যাকাউন্ট খুলা হয়ে গেছে, এবার আপনার মেইল বক্সে একটা মেইল আসবে।
আমি যেহেতু Temp Mail ব্যবহার করছি তাই Temp Mail এর Mail Box Open করেছি, আপনি যদি Gmail ব্যবহার করেন তাহলে Gmail এর Mail Box চেক করবেন।

 


TikVPN থেকে আশা ওই Mail টি Open করে Activate এ Click করবেন


অ্যাকাউন্ট খুলা শেষ। এবার স্ক্রল করে একটু নিচে নামুন


ওই যে Redeem লিখা আসছে সেখানে ক্লিক করুন


এবার উপরে যে বক্স আসবে সেখানে এই Code টা বসিয়ে Apply এ ক্লিক করুন।
Code: H6944-CVHP8-XEBGC


এমন একটি Pop-Up আসলে বুঝে নিবেন আপনার কাজ হয়ে গেছে।


দেখুন Trail Activate হয়ে গেছে।


এবার ব্যবহার করুন Tik VPN ৭ দিন, কোন Limitations ছাড়াই।

আজকের পোস্ট এই পর্যন্তই, পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
FacebookMy Blog My Telegram Channel

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ।
আল্লাহ হাফেজ

The post নিয়ে নিন Tik VPN Trail ৭ দিনের জন্য (সীমিত সময়ের জন্য) appeared first on Trickbd.com.

 নিয়ে নিন Tik VPN Trail ৭ দিনের জন্য (সীমিত সময়ের জন্য)

Marzuk Neil

জানতে চাই এবং অন্যকে জানাতে চাই✨ তাই বাংলা টেকনোলজি বিষয়ক এই ব্লগটি খোলা হয়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form