আসসালামু আলাইকুম ট্রিক বিডিবাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।।
হঠাৎ করে এই নেট ব্রাউজিং করতে করতে চমৎকার একটি সফটওয়্যার পেয়েছি। তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি।
দৈনন্দিন জীবনে এখন PDF ফাইল, কার লাগে না। অথবা এই PDF ফাইল গুলো, কে চায় না যে আমার ফাইল গুলো আমার নামে থাকুক এবং আমার সিল/স্বাক্ষর লাগানো থাকুক যেন আমার ক্রেডিট না হারায়।
এসবের ক্রেডিট যোগ করতেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব Secure-PDF Professional Software যা দিয়ে আপনার পিডিএফ গুলো নিরাপত্তা আরও সুরক্ষিত করতে পারবেন।
প্রথমেই জানিয়ে দিচ্ছি এই সফটওয়্যার এর কি কি সুবিধা রয়েছেঃ
যেহেতু এটি একক সফটওয়্যার তাই খুব বেশি সুবিধা এখানে নেই তারপরেও পিডিএফ নিরাপত্তা সংক্রান্ত যত সুবিধা আছে মোটামুটি এখানে পাওয়া যাবে।
১. Secure-PDF Professional Software দিয়ে আপনি যে কোন পিডিএফ ফাইল, পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। যা ২৫৬বিট কি দ্বারা সংরক্ষিত থাকবে।
২. আপনার ব্যক্তিগত স্বাক্ষর পিডিএফে এড করতে পারবেন অনায়াসে এই সফটওয়্যারটির দ্বারা। যা একটি pdf এর সুরক্ষার জন্য চমৎকার একটি বিষয়।
৩. আপনার একটি ওয়াটার মার্ক এড করতে পারবেন। যা দিয়ে আপনার pdf টি আলাদাভাবে রিমার্ক করা হবে যে এটি আপনারই পিডিএফ।
৪. আপনি যেকোন pdf এর details দেখতে পারবেন যে এটি কার পিডিএফ এমনকি আপনার যে কোন পিডিএফেও আপনার তথ্য যোগ দিতে পারবেন।
এই চারটি সুবিধা নিয়েই আজকের এই অ্যাপটি যা আপনি ডাউনলোড করতে পারেন একদম লাইসেন্স কৃত ভার্সন।
এখন আসি আসল কাজে, যে কিভাবে আপনি এই Secure-PDF Professional Software ফুল ভার্সন ডাউনলোড করবেনঃ
১. নিম্নে দুইটি লিংক দেওয়া থাকবে আপনি দুইটির যেকোনো একটিতে গিয়ে, আমার দেওয়া স্ক্রিনশট ফলো করুন। যে আমি কি কি তথ্য দিয়ে পূরণ করেছি। তারপরও বলি আপনি আপনার নাম, ইমেইল এবং দেশ দিয়ে দিন।
অবশ্যই ইমেইল টা ঠিক করে দিবেন কারণ এই ই-মেইল এই আপনার মূল কি টা যাবে।
২. দেখুন সব সঠিকভাবে ফর্মটা পূরণ করে দেয়ার পরবর্তীতে এই আমার মেইল চলে আসছে। সেখানে মার্ক করা একটি লিংক লক্ষ্য করুন। আপনাদেরও এরকম একটি লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবেন।
৩. লিংকে ক্লিক করার পরে নিজের মতো স্ক্রিনশট দেখতে পারবেন আপনার স্ক্রিনে। এখানে লক্ষ্য করুন আমি তিনটি জায়গা মার্ক করেছি। উপরে দেখতে পারতেছেন কাস্টমার আইডি, এটি কোথাও লিখে রাখুন বা কপি করুন। তার নিচে দেখতে পারতেছেন কতদিনের জন্য লাইসেন্সটি এভেলেবেল। এবং তারই নিচে দেখতে পারতেছেন ডাউনলোড লিংক, যেখানে থেকে ফুল ভার্সন সফটওয়্যার টি ডাউনলোড করবেন
৪. Software টি ইন্সটল দেওয়ার পরবর্তীতে, নিচের মত স্ক্রিনশট দেখতে পারবেন এবং সেখানে বলছে আপনার পাওয়া কাস্টমার আইডি দিয়ে এখানে দিন।
আমি তিন নাম্বার পয়েন্টে বলেছিলাম, কাস্টমার আইডিটি কপি করে রাখতে ওইটা এখানে পেস্ট করে দিন অথবা লিখে দিন।
লিখে দেওয়ার পরে এখন দেখুন Secure-PDF Professional software টি ব্যবহার করতে পারতেছেন এবং সকল সুবিধা ভোগ করতে পারবেন।
ইন্টারনেটে মোটামুটি পিডিএফ সিকিউরিটি সফটওয়্যার অনেক রয়েছে। আমি জানিনা আপনারা এই পোস্ট কিভাবে দেখবেন, তারপরেও আমার মনে হয় এটি অনেক কাজের তাই আমি শেয়ার করলাম।
এত কষ্ট করে পোস্ট দেখা হয় একটা লাইক তো আশা করতেই পারি।
আজকের মতো এই পর্যন্তই। কথা হবে আবার অন্য পোস্টে….
আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আপনারা বিভিন্ন সাবস্ক্রিপশন সুলভ মূল্যে কিনতে পারবেন এবং অনেক ফ্রী অফার পাবেন।
বিঃদ্রঃ অনুগ্রহ করে দ্রুত লাইসেন্স টি সংগ্রহ করুন । যেহেতু এইটি তাদের একটি গিভওয়ে , তাই অনেক দেরিতে শেষ হতেই পারে।
অসংখ্য ধন্যবাদ এতসময় পোস্ট টি পড়ার জন্য। ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।পাশাপাশি আমার ভূল ধরিয়ে, শিখিয়ে দেওয়ার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।
The post Secure-PDF Professional ডাউনলোড করে নিন, একদম অফিসিয়াল লাইসেন্স সহ।PDF সিকিউরিটি নিয়ে আর চিন্তা নয়। appeared first on Trickbd.com.